ঢাকা , সোমবার, ১৯ মে ২০২৫ , ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
আরাকান আর্মির নির্যাতন ফের রোহিঙ্গা ঢলের শঙ্কা আনুষ্ঠানিকভাবে জানার পর প্রয়োজনীয় পদক্ষেপ-বাণিজ্য উপদেষ্টা বাংলাদেশ থেকে খাদ্যসহ পণ্য রফতানি বন্ধ হবে কোস্টগার্ডের আধুনিকায়নে হেলিকপ্টার সংযুক্ত করা হবে : স্বরাষ্ট উপদেষ্টা কোনো এক ব্যক্তি জুলাই অভ্যুত্থান ঘটায়নি-ফরহাদ মজহার সীমান্তে পুশইন ঠেকাতে জনগণের সহায়তা চাইলেন বিজিবি প্রধান ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যায় তিনজন রিমান্ডে এনবিআরে কলম বিরতি, রাজস্ব প্রশাসনে অচলাবস্থা পোশাক শিল্পের উদ্যোক্তারা জ্বালানির নিশ্চিয়তা চান এনবিআর বিলুপ্তিতে রাজস্ব ব্যবস্থা নির্বাহী বিভাগের করায়ত্ত হওয়ার ঝুঁকি -টিআইবি ঢাকার যেসব এলাকায় সভা সমাবেশ-মিছিল নিষিদ্ধ হলো-আইএসপিআর করিডোরের নামে আরেকটা ইসরায়েল গড়তে দেয়া যাবে না-ফজলুর রহমান জনগণের রোষানলে পড়ার আগে নির্বাচন দিন-ফারুক বাংলাদেশকে এড়িয়ে সমুদ্রপথে কলকাতার সঙ্গে যুক্ত হচ্ছে ভারতের উত্তর-পূর্বাঞ্চল যুক্তরাষ্ট্রের শুল্কে আতঙ্কিত হওয়ার কিছু নেই-দেবপ্রিয় ভট্টাচার্য মাইক্রোক্রেডিটকে এনজিওর ধারণা থেকে বেরিয়ে ব্যাংকিংয়ে আসতে হবে আজ বিক্ষোভের ডাক কারিগরি শিক্ষার্থীদের আন্দোলনের হুঁশিয়ারি ৭ কলেজের গাজীপুরে একটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ টেক্সটাইল নিয়ে কাজ করার সুযোগ রয়েছে-বুটেক্স উপাচার্য

কোটা-শিক্ষকদের আন্দোলনে ভর করবে বিএনপি : ওবায়দুল কাদের

  • আপলোড সময় : ০৭-০৭-২০২৪ ০৬:৪৮:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৭-২০২৪ ০৬:৪৮:০৪ অপরাহ্ন
কোটা-শিক্ষকদের আন্দোলনে ভর করবে বিএনপি : ওবায়দুল কাদের
চলমান কোটাবিরোধী ও শিক্ষকদের আন্দোলনের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি এখন শিক্ষকদের আন্দোলনের ওপর ভর করবেআবার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে কোটা আন্দোলনের ওপর ভর করবেবিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবির বিষয়ে তিনি বলেন, এখন জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করছেনকে শোনে জাতিসংঘের কথা? গতকাল শনিবার রাজধানীর বেইলি রোডে শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রাম ঐতিহ্য ও গবেষণা কেন্দ্রে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে সাত দিনব্যাপী পাহাড়ি ফল মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন ওবায়দুল কাদেরবিএনপি খালেদা জিয়াকে ঢাল হিসাবে ব্যবহার করে আন্দোলনের ইস্যু খুঁজছে মন্তব্য করে তিনি বলেন, নিজেদের কোনো অস্তিত্ব নেইনির্বাচনে যায়নিআন্দোলনে ব্যর্থএখন বিএনপির কাজই হচ্ছে অন্যান্যের ইস্যুর ওপর ভর করাকোটাবিরোধী আন্দোলনের বিষয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, এটা তো (কোটা) কোর্টের রায়ের ব্যাপারআমরা তো কোথাও এই কোটা রাখিনিআমাদের ব্যবস্থা ছিল কোটামুক্তআদালতে কারা মামলা করেছে? আদালতের রায়সেখানে আমাদের কী বলার আছে? সরকারের কী দোষ? সরকার তো এটা করেনিখালেদা জিয়ার মুক্তির ব্যাপারে জাতিসংঘের হস্তক্ষেপ কামনার বিষয়ে ওবায়দুল কাদের বলেন, এখন জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করছেনকে শোনে জাতিসংঘের কথা? গাজায় ইসরায়েল শোনে? দেশে দেশে যুদ্ধজাতিসংঘের কথায় কী যুদ্ধ বন্ধ হয়েছে? জাতিসংঘ দেখিয়ে কোনো লাভ নেইএটা আইনের ব্যাপারআইনমন্ত্রী খোলাসা করেছেনআমি নতুন করে কিছু বলতে চাই নাপ্রধানমন্ত্রীর নির্দেশে জনসংহতি নেতা সন্তু লারমার সঙ্গে বৈঠক করেছেন জানিয়ে তিনি বলেন, তাকে বলেছি শান্তিচুক্তি বাস্তবায়ন সম্পন্ন হতে সময় লাগবেকারণ সেখানে মূল সমস্যা হচ্ছে ভূমিএর সমাধান অত সহজ নাতা ছাড়া গত ১৬ বছরে পার্বত্য চট্টগ্রাম বদলে গেছেযেদিকে যাই শুধু উন্নয়ন চোখে পড়েআজ পাহাড়ি এলাকায় সীমান্ত সড়ক হচ্ছেসেনাবাহিনী কাজট করেছেশেখ হাসিনা থাকলে আপনাদের সব সমস্যার সমাধান হবে বলে আমি বিশ্বাস করিবাংলাদেশের পররাষ্ট্র নীতি সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয় উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধুর এই পলিসি শেখ হাসিনার পলিসিএই পলিসি আমরা ফলো করিভারত আমাদের ৭১ সালের পরীক্ষিত বন্ধু৭১ সালের রক্তের রাখী বন্ধনে আমাদের এই সম্পর্ক আবদ্ধএ সময় মুক্তিযুদ্ধে ভারতীয় সৈন্যদের সহযোগিতার কথা তুলে ধরেন কাদেরএকইসঙ্গে ছিটমহল বিনিময়, আন্তর্জাতিক সমুদ্রসীমা বিজয়সহ বিভিন্ন কথা তুলে ধরেনতিনি বলেন, দুঃসময়ের বন্ধুদের আমরা ভুলে যেতে পারি নাতিনি বলেন, সম্পর্ক ভালো থাকলে আলাপ আলোচনা করে সমাধান করা যায়আর এসব সমাধান কেন হয়েছে, ২৫ বছরের মৈত্রী চুক্তিএই চুক্তিকে তারা (বিএনপি) বলছে গোলামির চুক্তিতো আমরা কী পেলাম? খালি হাতে ফিরেছি? খালি হাতে আগে ফিরিনি, এবারও ফিরিনিপ্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে কাদের বলেন, চীনের সঙ্গে আমাদের অংশীদারত্ব আছে উন্নয়নেরভারত আমাদের রাজনৈতিক বন্ধুচীন উন্নয়নের বন্ধুআমাদের চট্টগ্রামের দক্ষিণ এশিয়ার একমাত্র টানেল বঙ্গবন্ধু শেখ মুজিব কর্ণফুলি টানেলএটা কে করে দিয়েছে? চীনারাঢাকা-চট্টগ্রাম ফোর লেনের যে রাস্তা দিয়ে আসেন এ উন্নয়ন ও রাস্তার নির্মাণ করেছে সিনো হাইড্রোগতকাল (গত শুক্রবার) পদ্মা সেতুর যে সমাপনী অনুষ্ঠান হলো, এই পদ্মা সেতুর মেইন ব্রিজ ও রিভার চেঞ্জিং দুটি কোম্পানিই চীনেরতারা আমাদের পদ্মাসেতু করে দিয়েছেমেট্রোরেলের জন্য জাপান সাহায্য করেছে উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, আমার উন্নয়নের জন্য যেখানে সুযোগ-সুবিধা পাবো তা কেন নেবো না? আমার তো সাহায্য দরকারযেখানে সাহায্য দরকার সেখানে আমি সাহায্য কেন নেবো না? এতে কারও কারও গা জ¦লে, কেউ কেউ অন্তর জ¦ালায় জ¦লছেকেন পদ্মা সেতু, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মেট্রোরেল রেল হয়ে গেলএটা অনেকের অন্তর জ¦ালাঅন্তর জ¦ালায় যারা মরে তাদের এসব প্রশ্নের জবাব দিতে চাই নাপ্রধানমন্ত্রীর চীন সফরকে ভিক্ষার ঝুলি নিয়ে যাচ্ছে, বিএনপির এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ভিক্ষার ঝুলি নিয়ে আমরা যাই নাবিএনপির সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমান বলেছিলেন নিজেদের এত টাকার দরকার কি? এত টাকা নিজেরা খরচ করলে বিদেশি টাকা পাওয়া যাবে নাভিক্ষার ঝুলি নিয়ে প্যারিস কনসোর্টিয়াম বারবার হাজির হতো বিএনপির অর্থমন্ত্রীতাদের মুখে বড় বড় কথা শোভা পায় নাতিনি বলেন, নতজানু করা হয়? মেরুদণ্ডহীনরা নতজানু হয়বঙ্গবন্ধুর দল আওয়ামী লীগ, শেখ হাসিনা কোনোদিনও নতজানু হবেন না
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ