ঢাকা , বুধবার, ০৯ এপ্রিল ২০২৫ , ২৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ফের আইটেম গানে নাচবেন তামান্না সম্মানসূচক পাম ডি’অর পাচ্ছেন রবার্ট ডি নিরো মালাইকার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি সিআইডিতে আসছে নতুন এসিপি বাংলাদেশে আসছেন পাকিস্তানি গায়িকা আইমা বেগ হলে বাড়লো জংলির শো ছেলেকে নিয়ে ছুটি কাটাতে সিঙ্গাপুরে অপু নতুন ছবি নিয়ে পর্দায় আসছেন মোশাররফ করিম সকল শিক্ষা প্রতিষ্ঠানে পহেলা বৈশাখ উদযাপনের নির্দেশ মাউশির ব্রাহ্মণবাড়িয়ায় ঘরে ঢ়ুকে নারীকে কুপিয়ে হত্যা মোদির মতো নেতাকে ছুড়ে ফেলার বিকল্প নেই -সারজিস আট মাসের শিশুকে অপহরণের পর বিক্রি, ৮ দিন পর যশোর থেকে উদ্ধার ঈদযাত্রার ১১ দিনে সড়কে ঝরল ২৪৯ প্রাণ নওগাঁ বাড়ির ভেতরে মিললো ভাইবোনের মরদেহ পহেলা বৈশাখে পান্তা-ইলিশ নয় জাটকা সংরক্ষণের আহ্বান মৎস্য উপদেষ্টার ডিজিএফআই কর্মকর্তা হত্যা মামলায় আরসা প্রধানসহ ১০ জন কারাগারে মার্চে ৪৪২ নারী নির্যাতনের শিকার, ধর্ষণ ১৬৩ -মহিলা পরিষদ ১০ এপ্রিলের মধ্যে যোগদানের নির্দেশ প্রধান শিক্ষকদের বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে স্টার্টআপ খাতে ৯০০ কোটি টাকার তহবিল সবার অংশগ্রহণে ঐকমত্য প্রতিষ্ঠা করাই আমাদের প্রচেষ্টা -আলী রীয়াজ

ছাত্র-শিক্ষকদের আন্দোলনে উদ্বিগ্ন নয় সতর্ক আ’লীগ

  • আপলোড সময় : ০৭-০৭-২০২৪ ০৬:৪৫:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৭-২০২৪ ০৬:৪৫:২৭ অপরাহ্ন
ছাত্র-শিক্ষকদের আন্দোলনে উদ্বিগ্ন নয় সতর্ক আ’লীগ
মেঘ-বৃষ্টি আর রোদের মধ্যে সপ্তাহ গড়ালো শিক্ষক এবং ছাত্রদের আন্দোলনএই আন্দোলনের মধ্যদিয়ে শিক্ষার্থীরা কোটা বিরোধী আন্দোলনকে আরও বেগবান করছেতাদের আন্দোলনের সমর্থনে বিভিন্ন স্থানে সড়ক অবরোধের ঘটনা ঘটছেআন্দোলনে তারা দাবি করেছে, সামনের দিনগুলোতে আন্দোলন সারাদেশে ছড়িয়ে দেবেযেকোন মূল্যে তারা কোটাপ্রথা বাতিল করতে বদ্ধপরিকরশিক্ষার্থী-শিক্ষকদের চলমান আন্দোলনে জটিল পরিস্থিতি তৈরি হবে না বলে মনে করছে টানা চার মেয়াদে রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা দল আওয়ামী লীগতবে এই আন্দোলন যাতে রাজনৈতিক ও সরকার বিরোধী আন্দোলনে রূপ নিতে না পারে সেদিকে পর্যবেক্ষণ ও সতর্ক দৃষ্টি রাখছেন দলটির নীতিনির্ধারকরাজানা গেছে, সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চলমান আন্দোলন জোড়ালো হয়ে উঠেছে এবং এই আন্দোলন আরও তীব্র হতে পারে এমন ধারণা করা হচ্ছেপ্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহাল হয়এই কোটা বাতিলের দাবিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনে নামেবিক্ষোভ মিছিল, সড়ক অবরোধের পর আন্দোলনকারীরা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে ধর্মঘটের ডাক দিয়েছেশিক্ষকরা বলছেন, এই আন্দোলন তাদের বাঁচা-মরার দাবিঅবসরের সময় তারা যেন একটি নিশ্চিন্ত জীবন পান সেজন্যই তারা পূর্বের পেনশন স্কিমের ভেতর থাকতে চাইছেননতুন পেনশন স্কিমের যে প্রস্তাব দেয়া হয়েছে তা তারা গ্রহণ করতে রাজি ননশুধু তাই নয়, এটি তাদের মুখের গ্রাস কেড়ে নেয়ার সামিলতবে এই আন্দোলনগুলো শিক্ষাঙ্গনে অচলাবস্থা তৈরি করলেও এখন পর্যন্ত আওয়ামী লীগ এই আন্দোলনকে গুরুত্ব দিতে রাজি নয়বরং আওয়ামী লীগ মনে করছে যে, এই আন্দোলন এমনিতেই থেমে যাবেসরকার বিভিন্ন রকম কৌশল অবলম্বন করে আন্দোলনকে দুর্বল করে দিতে পারবে বলে মনে করছে
কোটাবিরোধী আন্দোলনের বিষয়টি নিয়ে সরকারের দায়িত্বশীল নেতারা বলছেন, এটি আদালতের বিষয়আদালতের মাধ্যমে যা ফয়সালা হবে সেটি সরকার মেনে নেবেসরকারের একজন দায়িত্বশীল মন্ত্রী বলছেন যে, আমরা কোটা প্রথা বাতিল করেছিলামকিন্তু হাইকোর্ট মুক্তিযোদ্ধা কোটা পুনরায় চালু করার জন্য নির্দেশ দিয়েছেএটি আদালতের বিষয়কাজেই আদালতের বিষয় সরকারের কিছু করণীয় নেইসরকার মনে করছে, আস্তে আস্তে কোটাবিরোধী আন্দোলন নিয়ন্ত্রণে চলে আসবে এবং বিষয়টি নিয়ে আদালতের মাধ্যমেই সিদ্ধান্তে আসতে হবেতাই এই আন্দোলনকে নিয়ে ভয় পাওয়ার কিছু নেই বলেই মনে করছেন আওয়ামী লীগের নেতৃবৃন্দতবে বেশ কয়েকজন আওয়ামী লীগের নেতা কোটা বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দের সঙ্গে অনানুষ্ঠানিক নানা রকম বৈঠক করছেনবিষয়গুলো তাদেরকে বোঝাচ্ছেন এবং আদালতের মাধ্যমে যেন বিষয়টি ইতিবাচক ভাবে সমাধান হয় সে ব্যাপারে তাদেরকে পরামর্শ দেয়া হচ্ছেএ বিষয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর একজন সদস্য স্বীকার করেছেন, কোটা বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দের সঙ্গে আওয়ামী লীগের যোগাযোগ স্থাপিত হয়েছে এবং আওয়ামী লীগ আন্দোলনের গতিপ্রকৃতি সম্পর্কে অবহিতঅন্যদিকে পেনশন বিরোধী শিক্ষকদের আন্দোলনকে তারা স্রেফ একটি আবেগ মনে করছেনশিক্ষকরা যুক্তির বাইরে গিয়ে আবেগপ্রবণ হয়েই এই আন্দোলনে জড়িত হচ্ছেনশিগগিরই তাদের ভুল ভাঙবে এবং তারা ফিরে আসবেন বলেও মনে করেন আওয়ামী লীগের নেতৃবৃন্দইতোমধ্যে আওয়ামী লীগের একাধিক গুরুত্বপূর্ণ নেতা শিক্ষকদের বিভিন্ন গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দের সঙ্গে আলাপ আলোচনা এবং যোগাযোগ শুরু করেছেনএই আন্দোলনের নেতৃত্ব যারা দিচ্ছেন তাদের চাবি সরকারের হাতেসরকারপন্থী শিক্ষকরা এই আন্দোলনের মূল নেতা হিসেবে আবির্ভূত হয়েছেনকাজেই সরকার মনে করে, আওয়ামী লীগকে বেকায়দায় ফেলতে পারে বা আওয়ামী লীগ কোনো সংকটে পড়ে এরকম কোন ঝুঁকি শিক্ষক নেতৃবৃন্দ নেবেন নাশিক্ষক নেতৃবৃন্দের সঙ্গে ইতোমধ্যেই অনানুষ্ঠানিকভাবে একাধিক বৈঠক হয়েছে এবং আন্দোলন আস্তে আস্তে স্তিমিত হয়ে যাবেতবে সরকার পর্যায়ক্রমে সব সরকারি কর্মকর্তার জন্য নতুন পেনশন স্কিম চালু করবে বলে জানিয়েছেন সরকারের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রীতিনি বলেছেন, এখান থেকে সরে আসার কোনও পথ নেইবরং এই পেনশন স্কিম কে আধুনিক এবং যুগোপযোগী হিসেবে অভিহিত করছে সরকারআর এই বাস্তবতায় শিক্ষকদের আন্দোলন বেশিদূর এগোবে না বলে অনেকে মনে করছেনইতোমধ্যে দুই-একজন শিক্ষক এক পেনশন স্কিমের পক্ষে তাদের অবস্থান গ্রহণ করতে শুরু করেছেআগামী সপ্তাহ নাগাদ এই আন্দোলনের একটি স্তিমিত ভাব লক্ষ্য করা যাবে বলেও আওয়ামী লীগের নেতৃবৃন্দের ধারণাআর তাই এ দুটি আন্দোলনের কোনটিকেই গুরুত্ব দিয়ে উদ্বিগ্ন হতে রাজি নয় আওয়ামী লীগ
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির কাজ হচ্ছে অন্যের ওপর ভর করবেএখন তারা কোটা আন্দোলনের ওপর ভর করছেগতকাল শনিবার রাজধানীর বেইলি রোডে পাহাড়ি ফলমেলা-২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেনওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়ার মুক্তির জন্য তারা আইনী লড়াইয়ে পারেনি, পারেনি রাজপথে একটা আন্দোলন করতেএখন বিএনপির কাজ হচ্ছে অন্যের ওপর ভর করবেএখন তারা কোটা আন্দোলনের ওপর ভর করছেঅথচ কোটা পুরোটাই আদালতের ব্যাপারসরকার এখানে কি করবেএরআগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গত বৃহস্পতিবার শিক্ষক নেতাদের সঙ্গে বসার কথা ছিলোকিন্তু ওবায়দুল কাদের রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকার কারণে বৈঠকটি হয়নিএ প্রেক্ষাপটে কর্মসূচি অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন শিক্ষক নেতারাতবে শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলন ও শিক্ষকদের প্রত্যয় স্কিম বাতিলের এই আন্দোলন বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আরও তীব্র করার কথা বলছেন সংশ্লিষ্টরাআগামীতে আরও কর্মসূচি আসতে পারেতবে শিক্ষার্থী এবং শিক্ষকদের এই আন্দোলন যাতে অন্যদিকে প্রবাহিত না হয় বা সরকারর বিরোধী রাজনৈতিক আন্দোলনে পরিণত হতে না পারে সে ব্যাপারে সরকার সতর্ক রয়েছেআওয়ামী লীগের নীতিনির্ধারকরাও এসব আন্দোলন পর্যবেক্ষণ করছেন ও সতর্ক দৃষ্টি রেখেছেন
সরকারি দলের নীতিনির্ধারকদের সঙ্গে কথা বলে জানা যায়, শিক্ষার্থী ও শিক্ষকদের এ আন্দোলন পেশাজীবী আন্দোলন হিসেবে দেখা হচ্ছেএখানে যে সব দাবি রয়েছে সেগুলো পেশা সংশ্লিষ্টএটা কোনো রাজনৈতিক আন্দোলন নয়শিক্ষার্থীরা যে কোটা বাতিলের দাবি করছে সেটা এখন আদালতের রায়ের উপর নির্ভর করছেসরকার শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে কোটা বাতিল করেকিন্তু উচ্চ আদালত যে রায় দিয়েছেন সেখানে সরকারের কিছু করার নেইরাষ্ট্র পক্ষ আবেদন করেছে আদালত কি রায় দেন সে পর্যন্ত সরকারকে অপেক্ষা করতে হবেতবে এটা অরাজনৈতিক আন্দোলন হলেও সরকার ও আওয়ামী লীগ বিষয়টির উপর দৃষ্টি রাখছেএই আন্দোলনকে কেন্দ্র করে যাতে কোনো ধরণের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেদিকেও লক্ষ্য রাখা হচ্ছেসরকারবিরোধী রাজনৈতিক প্রতিপক্ষ যে কোনো আন্দোলনেরই সুযোগ নেয়ার চেষ্টা করতে পারেআন্দোলনের গতি প্রকৃতি অন্যদিকে ঘুরিয়ে সেটাকে রাজনৈতিক বা সরকারবিরোধী রূপ দেয়ার চেষ্টাও থাকতে পারেতবে এই আন্দোলন অতদূর গড়ানোর সম্ভাবনা নেইশিক্ষাদের সঙ্গে আলোচনার উদ্যোগ আছেআদালতের রায়ের পর ছাত্র আন্দোলনও থেমে যাবেকারণ আদালতের রায়ই চূড়ান্তএ বিষয়ে কথা হয় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য কাজী জাফরউল্লাহ এর সঙ্গেতিনি বলেন, শিক্ষার্থীরা যে আন্দোলন করছে, যেখানে আদালতের রায় রয়েছে সেখানে সরকারের তো কিছু করার নেইশিক্ষকদের আন্দোলন আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হয়ে যাবেএ আন্দোলন তো কোনো রাজনৈতিক আন্দোলন নয়, পেশা সংশ্লিষ্ট আন্দোলনবসলে সমাধান বেরিয়ে আসবে বলেন তিনি
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, সরকার তো কোটা বাতিল করেছিলোএখন আদালতের রায় তো সবারই মানতে হবেতারপরও আদালতের পরবর্তী সিদ্ধান্ত কি আসে সে পর্যন্ত অপেক্ষা করতে হবে, তারপর আলোচনাও করা যেতে পারেশিক্ষকদের বিষয়টিও আলোচনার মাধ্যমে সমাধান হয়ে যাবেতিনি বলেন, এগুলো নিয়ে উদ্বেলিত, উচ্ছ্বসিত, তীর্যক ভাষায় কথা বলার কিছু নেইএকটি শ্রেণী ঘোলা জলে মাছ ধরার সুযোগ নেয়ার চেষ্টা সব সময়ই করেতবে এই সব আন্দোলন নিয়ে সেই সুযোগ পাবে না, এ ব্যাপারে সরকার, আওয়ামী লীগ সতর্ক আছেএকইসুরে কথা বলেছেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী আবদুস সবুরতিনি বলেন, যেকোনো আন্দোলনে সঠিকপথে এগোলে বাঁধা নেইতবে আন্দোলনের নামে কেউ জনগণের জানমালের ক্ষতিসাধন করলে ছাড় পাবে না
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স