ঢাকা , শুক্রবার, ১৪ মার্চ ২০২৫ , ২৯ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সালমান এফ রহমানসহ ১১ জনের বিরুদ্ধে দুদকের মামলা খরায় পুড়ছে চা-বাগান উৎপাদন নিয়ে শঙ্কা ইফতারিতে দই-চিড়ার জাদু একরাতে দু’জনকে কুপিয়ে হত্যা এলাকায় আতঙ্ক স্বাভাবিক নিত্যপণ্যের বাজার, সংকট সয়াবিনে মামলা থেকে স্বামীর নাম বাদ দেয়ার কথা বলে স্ত্রীকে ধর্ষণ ছেঁউড়িয়ায় শুরু লালন স্মরণোৎসব দোহাজারীতে বাসচাপায় ৩ জন নিহত হেনস্তার পর ছাত্রীকে ফেলে দিলো দুর্বৃত্তরা ৫৬০ মডেল মসজিদ নির্মাণে ব্যাপক অনিয়ম ভ্যাট দেয় না বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান পরনের কাপড় টিভি ফ্রিজ খাট টাকা সব পুড়ে শেষ বস্তিতে আগুন ঢাকা মেডিকেলের আউটডোরে চিকিৎসা বন্ধ পোশাক রফতানিতে প্রবৃদ্ধির রেকর্ড ঠাকুরগাঁও হাসপাতাল থেকে চুরি হওয়া শিশু গাজীপুরে উদ্ধার মাগুরার সেই শিশুটির শারীরিক অবস্থার অবনতি হাসিনাসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ডাক্তার দেখাতে না পেরে রোগীদের বিক্ষোভ স্বাস্থ্য মন্ত্রণালয়ে অভিমুখী চিকিৎসকদের পদযাত্রায় বাধা প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষকদের রাস্তা থেকে সরিয়ে দিলো পুলিশ
* খালে আবর্জনা জমে স্বাভাবিক পানিপ্রবাহই বন্ধ রয়েছে * পানি এখনো কালো রং ধারণ করে * অস্তিত্ব হারিয়েছে জীববৈচিত্র্য, বিপর্যয়ের মধ্যে পড়েছে পরিবেশ

ময়লা সরালেও আবার আগের চেহারায় ফিরে যাচ্ছে খাল

  • আপলোড সময় : ০৭-০৭-২০২৪ ০৬:৪২:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৭-২০২৪ ০৬:৪২:৩৮ অপরাহ্ন
ময়লা সরালেও আবার আগের চেহারায় ফিরে যাচ্ছে খাল
বছর না পেরোতেই আবারও পুরনো চেহারায় ফিরে গেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের খালগুলোময়লা আবর্জনার স্তূপে একেবারে বিবর্ণ রূপ ধারণ করেছেজলাবদ্ধতা নিরসনে বিশাল ভূমিকা রাখার কথা এই খালগুলোর, কিন্তু আবর্জনা জমে সেখানে স্বাভাবিক পানিপ্রবাহই বন্ধযার ফলে বর্ষা শুরুর আগে হালকা বৃষ্টিতেই জমে যায় পানিওই খালের পানিতে থাকার কথা মাছ ও বিভিন্ন ধরনের প্রাণী, সে পানিতে রয়েছে ময়লা আবর্জনা ও পোকা-মাকড়যে পানি গোসলসহ গৃহস্থালির কাজে ব্যবহার হতো, সে পানি এখনো কালো রং ধারণ করে দুর্গন্ধ ছড়াচ্ছেঅস্তিত্ব হারিয়েছে জীববৈচিত্র্য, বিপর্যয়ের মধ্যে পড়েছে পরিবেশ
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ সূত্রে জানা যায়, গত বছরের জুলাইয়ের শেষ দিকে করপোরেশনের আওতাধীন কাজলা খাল, মাতুয়াইল কবরস্থান খাল, মৃধা বাড়ি খাল, শ্যামপুর খালের ২৪ ফুট রাস্তার সম্মুখ প্রান্ত থেকে মোহাম্মদী ব্রিজ পর্যন্ত পরিষ্কার করা হয়শ্যামপুর খালের ২৪ ফুট রাস্তার সামনের প্রান্ত থেকে বটতলা পর্যন্ত, শাজাহানপুর ঝিল থেকে বাসাবো কদমতলা শুকনগর খাল, মান্ডা খালের শুকনগর থেকে শাপলা ব্রিজ হয়ে আমিন মোহাম্মদ ব্রিজ পর্যন্ত, স্টাফ কোয়ার্টার থেকে ডগাইর সাংবাদিক বাড়ি খাল, সুখনগর-নন্দীপাড়া-ত্রিমোহনী (জিরানি) খালে এবং জিয়া সরণি খালে বিশেষভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রম চালানো হয়কিন্তু বছর না পেরোতেই আবারও মানুষের ফেলা ময়লা-আবর্জনায় পরিপূর্ণ হয়ে গেছে খালগুলোসরেজমিনে দেখা যায়, দক্ষিণ সিটি করপোরেশনের ৯টি খালের সবকটিতেই কমবেশি আবর্জনার স্তূপ জমে আছেগৃহস্থালির বর্জ্য থেকে শুরু করে দোকানপাটের বর্জ্য সবকিছু স্থান পেয়েছে এসব খালেদক্ষিণ সিটি করপোরেশনের ৬৩ নম্বর ওয়ার্ডের দিকে এগিয়ে যেতেই পথে পড়ে কাজলা খালময়লার স্তূপের কারণে এই খালে পানি প্রবাহ বন্ধসম্প্রতি ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে রাজধানীতে হওয়া বৃষ্টির কারণে এই এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ঘূর্ণিঝড়ের এক সপ্তাহ পরেও জলমগ্ন ছিল এলাকাটিকারণ এখানে পানি প্রবাহের স্বাভাবিক পথ নেইপলিথিন, প্লাস্টিক, ভাঙা চেয়ার, ছেঁড়া কাপড়, তোষক, বাঁশের চাটাই কী ভাসছে না ওই খালেমাতুয়াইল ও মৃধা বাড়ি খালেরও একই অবস্থাএই খালের পাড় দিয়ে যাওয়ার সময় মানুষ ময়লার গন্ধে নাক চেপে ধরতে হয়
স্থানীয় বাসিন্দা কামরুল ইসলাম জানান, বাসা বাড়ির পয়োবর্জ্য সরাসরি এসে খালের পানিতে পড়েময়লার স্তূপ জমে থাকায় খালের পানি প্রবাহ বন্ধযার জন্য পয়োবর্জ্য আর ইউরিনের গন্ধে মানুষকে এখান দিয়ে হাঁটার সময় নাক চেপে হাঁটতে হয়বাসাবো কদমতলা শুকনগর খালের অবস্থাও শোচনীয়দুর্গন্ধযুক্ত ময়লা পানিতে মরা কুকুর, পলিথিন-প্লাস্টিকে একেবারে বাজে অবস্থা সেই খালেরসেখানকার বাসিন্দা মনিরুল ইসলাম জানান, কয়দিন আগে এখানে গাড়ি এক্সিডেন্টে একটা কুকুর মারা গেছেদুদিন ধরে পড়ে ছিল, সিটি করপোরেশনের লোকেরা নেয় নাইপরে এখানকার কয়েকজন কোনোরকমে খালের মধ্যে ঠেলে ফেলে দিছেখালে পানিতে স্রোত না থাকায় ওটা ওখানেই পড়ে আছেএজন্য চারপাশে গন্ধ ছড়াচ্ছেশ্যামপুর খাল ও নন্দীপাড়ার ওপর দিয়ে বয়ে যাওয়া জিরানি খাল দেখে বোঝার উপায় নেই এই দুটো খাল নাকি ময়লার ভাগাড়দূর থেকে মান্ডা খাল দেখতে একটা সবুজ মাঠের মতোঅবশ্য শ্যামপুর, জিরানি, মান্ডা ও কালুনগর খাল পুনরুদ্ধারের কাজ ইতোমধ্যেই শুরু করেছে দক্ষিণ সিটি করপোরেশনতবে সঠিক সময়ে এই কাজ শেষ করতে পারবে কিনা তা নিয়ে সংশয় আছেনন্দীপাড়ার বাসিন্দা আতাউর রহমান বলেন, শুনেছি খাল সংস্কার আর দখলমুক্ত করার অভিযান শুরু করেছে সিটি করপোরেশনকিন্তু এদিকে এখনও কোনও কাজ করতে দেখিনিখাল দখলমুক্ত করতে পারবে কিনা এ নিয়ে সংশয়ে আছি
দক্ষিণ সিটি করপোরেশনের অনেক খালের জমি কমবেশি দখলে চলে গেছে উল্লেখ করে এই বাসিন্দা আরও বলেন, যারা খাল দখল করেছে তারা সবাই স্থানীয় প্রভাবশালীসিএস (ক্যাডেস্ট্রাল সার্ভে) এবং আরএস (রিভিশনাল সার্ভে) ম্যাপ অনুযায়ী দক্ষিণ সিটি করপোরেশনের উচিত সবগুলো খালে নতুন করে সীমানা চিহ্নিত করাসীমানা চিহ্নিত করে দখল হয়ে যাওয়া খাল মুক্ত করতে পারলে খাল আরও বেশি প্রশস্ত হবেতখন পানির স্বাভাবিক প্রবাহের সমস্যাটা কমবেখাল বা পানি প্রবাহের মধ্যে সাধারণ মানুষ যেন কোনও ধরনের ময়লা আবর্জনা না ফেলে সেজন্য তাদের মাঝে সচেতনতা তৈরি করা প্রয়োজন বলে মনে করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক আকতার মাহমুদতিনি বলেন, জনগণকে সচেতন করার নানান উপায় আছেযদি তাতেও কাজ না হয় তাহলে প্রয়োজনে শাস্তি বা জরিমানার ব্যবস্থা করে হলেও সচেতনতা বৃদ্ধি করা জরুরিএতে করে তারা নিজেরাই সুফল ভোগ করতে পারবে
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা পরিদর্শক মো. সেলিম মৃধা বলেন, পাবলিকের ফেলা ময়লা এবং সুয়ারেজ লাইন থেকে আসা ময়লা জট বেঁধে আছেআমরা কিন্তু বারবার নিষেধ করিএরপরও কেউ আমাদের কথা শুনছে নাসুয়ারেজ লাইনে বা খালে ময়লা না ফেলতে আমরা মাইকিং করে নিষেধ করেছিতবুও কেউ আমাদের কথায় কর্ণপাত করেনি
কাজলা খালে ময়লা আবর্জনা ফেলার বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৬৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. শফিকুল ইসলাম খান বলেন, সিটি করপোরেশন থেকে প্রত্যেক ঘরে ঘরে ময়লার জন্য লোক যায়কিন্তু এখানকার বাসিন্দারা মাত্র ১০০ টাকা ময়লার বিল না দেওয়ার জন্য তাদের বাসা বাড়ির ময়লাগুলো খালের মধ্যে ফেলেআমরা তাদের বারবার অনুরোধ করা সত্ত্বেও তারা আমাদের কথা শোনে নাসিটি করপোরেশন থেকে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে খাল পরিষ্কার রাখার  জন্যকিন্তু জনগণ যদি সহযোগিতা না করে তাহলে তো সম্ভব নাডিএসসিসি মেয়র নিজে এসে এখানকার বাসিন্দাদের খালে ময়লা আবর্জনা না ফেলতে অনুরোধ করেছেনকিন্তু কেউ কথা শুনেনিএখনও দেদার ময়লা ফেলছেতার ফল অবশ্য ভোগ করছেঝড়-বৃষ্টির এক সপ্তাহ পরেও এখানে জলাবদ্ধতা থাকছে
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নগর পরিকল্পনাবিদ মো. সিরাজুল ইসলাম বলেন,? দক্ষিণ সিটির আওতাধীন খালগুলো পুনরুদ্ধার করে সেখানে আধুনিকায়নের উদ্যোগ নিয়েছে সিটি করপোরেশনইতোমধ্যে চারটি খালের প্রকল্প বাস্তবায়িত হয়েছেকাজও চলমান রয়েছেএই ধারায় সবগুলো খাল দখলমুক্ত ও আধুনিক করা হবেখালের বর্জ্য ও পলি অপসারণ করে বাইসাইকেল লেন ও অ্যাপ্রোচ রোড নির্মাণ, এম্ফিথিয়েটার ইত্যাদি নির্মাণ করা হবেএছাড়াও বসার বেঞ্চ, বাচ্চাদের খেলার জায়গা, আরসিসি রিটেনিং ওয়াল ও সুরক্ষা ঢাল নির্মাণ, দৃষ্টিনন্দন সুরক্ষা বেষ্টনী ও পাবলিক টয়লেট নির্মাণ করবে সিটি করপোরেশন
খাল থেকে বর্জ্য অপসারণের বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ জানায়, গত বছরের জুলাইয়ে দক্ষিণ সিটির ৯টি খাল থেকে ৩ দিনে ১ হাজার ১৭ টন বর্জ্য অপসারণ করা হয়প্রতিদিন গড়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের প্রায় ১ হাজারের বেশি পরিচ্ছন্নতাকর্মী এই কার্যক্রমে অংশ নেনতখন খালগুলো সুন্দরভাবে পরিষ্কার করা হয়েছেএখন যেহেতু আবার ময়লা হয়েছে, আবার পরিষ্কার করতে হবেদক্ষিণ সিটি করপোরেশনের সবগুলো খালকে শ্যামপুর, জিরানি, মান্ডা এবং কালুনগর খালের মতো দৃষ্টিনন্দন ও দখলমুক্ত করার পরিকল্পনা নেওয়া হবে
এদিকে গতবছর কিছু অংশে বর্জ্য অপসারণ করা শ্যামপুর ও জিরানি খালসহ মান্ডা এবং কালুনগর খালের নান্দনিক পরিবেশ সৃষ্টির জন্য ৮৯৮ কোটি ৭৩ লাখ টাকা ব্যয়ে প্রকল্প বাস্তবায়ন শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)এর মধ্যে ৮ দশমিক ৭ কিলোমিটার দৈর্ঘ্যের মান্ডা খালের জন্য ব্যয় হবে ৩৯৭ কোটি টাকাআগামী বছরের জুনের মধ্যে এই চারটি খাল পুনরুদ্ধার করে আধুনিকায়ন করা হবে বলে এক সংবাদ সম্মেলনে জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পরিবেশ, জলবায়ু ও দুর্যোগ ব্যবস্থাপনা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. খায়রুল বাকের বলেন, ধাপে ধাপে সব খাল পরিষ্কার ও আধুনিকায়নের কাজ করা হবেযে খালগুলোর কথা বলছেন তা কিন্তু পরিষ্কার করা হয়েছেএখন আবার যেহেতু মানুষ ময়লা ফেলে আবর্জনার স্তূপ করেছে আমাদের আবার পরিষ্কার করতে হবেনয়তো ঠিকভাবে পানি নিষ্কাশন হবে নাসিটি করপোরেশনের দায়িত্ব যেমন খাল পরিষ্কার-পরিচ্ছন্ন করা, তেমনি রাজধানীবাসীর উচিত অযথা যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলে সুনাগরিকের পরিচয় দেওয়ামানুষ যদি দায়িত্বশীল না হয় তাহলে তাদেরই ভোগান্তি পোহাতে হবে
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স