ঢাকা , শুক্রবার, ১৪ মার্চ ২০২৫ , ৩০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সরকার সংস্কার কমিশন করলেও নদীর ক্ষেত্রে প্রতিফলন নেই-আনু মুহাম্মদ বাড্ডায় কিশোর গ্যাংয়ের সংঘর্ষে নিহত ১ আইন-শৃঙ্খলা রক্ষায় বিপুল খরচেও কমানো যাচ্ছে না নানামুখী আতঙ্ক রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হওয়ার আশঙ্কা সেই শিশু আছিয়া না ফেরার দেশে ধর্ষণে আতঙ্ক -উদ্বেগ ভারতকে অযাচিত বিভ্রান্তিকর মন্তব্যের পুনরাবৃত্তি রোধ করতে বলল ঢাকা প্রধান উপদেষ্টা চীন সফরে যাচ্ছেন ২৬ মার্চ সালমান এফ রহমানসহ ১১ জনের বিরুদ্ধে দুদকের মামলা খরায় পুড়ছে চা-বাগান উৎপাদন নিয়ে শঙ্কা ইফতারিতে দই-চিড়ার জাদু একরাতে দু’জনকে কুপিয়ে হত্যা এলাকায় আতঙ্ক স্বাভাবিক নিত্যপণ্যের বাজার, সংকট সয়াবিনে মামলা থেকে স্বামীর নাম বাদ দেয়ার কথা বলে স্ত্রীকে ধর্ষণ ছেঁউড়িয়ায় শুরু লালন স্মরণোৎসব দোহাজারীতে বাসচাপায় ৩ জন নিহত হেনস্তার পর ছাত্রীকে ফেলে দিলো দুর্বৃত্তরা ৫৬০ মডেল মসজিদ নির্মাণে ব্যাপক অনিয়ম ভ্যাট দেয় না বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান পরনের কাপড় টিভি ফ্রিজ খাট টাকা সব পুড়ে শেষ বস্তিতে আগুন

‘গোটা দুনিয়া পেয়ে গেছে রোহিত’ ‘জীবনেও ভুলবেন না কোহলি’

  • আপলোড সময় : ০৫-০৭-২০২৪ ০৭:২৩:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৭-২০২৪ ০৭:২৩:৪০ অপরাহ্ন
‘গোটা দুনিয়া পেয়ে গেছে রোহিত’ ‘জীবনেও ভুলবেন না কোহলি’

স্পোর্টস ডেস্ক
সুবিশাল মেরিন ড্রাইভের অবস্থা ছিল তিল ঠাঁই আর নাহি রে লোকে লোকারণ্য চারপাশ, লাখো মানুষের গর্জনে প্রকম্পিত গোটা মুম্বাইবিশ্বকাপজয়ী নায়কদের এক নজর দেখতে, শুভেচ্ছা জানাতে, বিজয় উল্লাসে শামিল হতে ভেঙে পড়েছিল যেন গোটা মুম্বাইসমর্থকদের এই আবেগ-ভালোবাসার জোয়ার দেখে আপ্লুত রোহিত শার্মা, ভিরাট কোহলিসহ গোটা ভারতীয় দলমুম্বাইয়ে ভারতীয় দলের ভিক্টরি প্যারেডের অসংখ্য ছবি, ভিডিও ক্লিপ ভারত হয়ে ছড়িয়ে পড়েছে গোটা ক্রিকেট বিশ্বেসেসব ছবিতেই ফুটে উঠেছে, ক্রিকেটপাগল ভারতীয়রা একটি বিশ্ব শিরোপার জন্য কতটা বুভুক্ষু ছিলআগেই ঘোষণা দেওয়া হয়েছিল, দিল্লি থেকে ভারতীয় দল মুম্বাইয়ে আসার পর বিকেল ৫টার পরপর কোনো সময়ে এই বিজয়যাত্রা শুরু হবেতবে দুপুর থেকেই মেরিন ড্রাইভে সমাবেত হতে থাকেন ক্রিকেটপ্রেমীরাঅবস্থা এমন হয়ে দাঁড়ায় যে, যে ছাদখোলা বাসে ওঠার কথা ভারতীয় দলের, সেই বাস ভিড়ে আটকা পড়ে যায় ক্রিকেটারদের নেওয়ার আগেই! মুম্বাইয়ে আসার আগেই ক্লান্তিতে নুয়ে অবসন্ন থাকার কথা ক্রিকেটারদেরবারবাডোজ থেকে লম্বা ফ্লাইটে দিল্লিতে পা রাখেন তারা বৃহস্পতিবার ভোরেবিমানবন্দরে এক দফা আয়োজনে তাদেকে স্বাগত জানানো হয়এরপর বিশেষ আয়োজন ছিল দিল্লির একটি হোটেলেসেখানে নানা আনুষ্ঠানিকতা শেষে গোটা দল যায় প্রধানমন্ত্রীর বাসবভনেপ্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সংবর্ধনা দেন গোটা দলকেএরপর আবার ফ্লাইটে তারা দিল্লি থেকে আসেন মুম্বাইয়েকিন্তু বিজয়যাত্রা যখন শুরু হয়, ক্লান্তির ছাপ দেখা যায়নি কারও মধ্যেইছাদখোলা বাসে নেচে-গেয়ে, চিৎকার করে, সবটুকু সময় মানুষের সঙ্গে সম্পৃক্ত থেকে উল্লাস করেন ক্রিকেটার, কোচিং স্টাফের সবাইভারতীয় বোর্ডের সচিব ও সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি বলে বিবেচিত জয় শাহও ছিলেন বাসেরোহিত শার্মার জন্য এরকম ছাদখোলা বাসে বিজয় উদযাপন নতুন কিছু নয়১৭ বছর আগে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পরও এই অভিজ্ঞতা হয়েছিল সেই সময়ের ২০ বছর বয়সী উঠতি এই ব্যাটসম্যানেরসেই স্মৃতি তার মনে আলাদা জায়গা নিয়ে থাকবে সবসময়ইতবে এবার ছাদখোলা বাসেই উল্লাসের ফাঁকেই ভারতীয় অধিনায়ক বললেন, এই জয় তার কাছে একটুই বেশিই বিশেষ২০০৭ সালের অনুভূতি ভিন্ন ছিলআমরা বিকেলে শুরু করেছিলাম, এবার সন্ধ্যায় শুরু হলো২০০৭ কখনোই ভোলার নয়, প্রথম বিশ্বকাপ বলে কথা! তবে এবার আরেকটু বেশিই স্পেশাল, কারণ এবার দলকে নেতৃত্ব দিয়েছিআমার জন্য তাই খুবই গর্বের উপলক্ষমানুষের এই উত্তেজনা, রোমাঞ্চ দেখেই সব বুঝতে পারছেনৃ এতেই ফুটে উঠছে, শুধু আমাদের জন্য নয়, গোটা জাতির জন্য এই শিরোপার অর্থ কতটাৃ এটার আবেদন বিশালআমার ভালো লাগছে যে, এই মানুষদের জন্য কিছু অর্জন করতে পেরেছি আমরাভিক্টরি প্যারেড শেষে ভারতীয় বোর্ডের পক্ষ থেকে গোটা দলকে সংবর্ধনা দেওয়া হয় ওয়াংখেড়ে স্টেডিয়ামেএখানেও গ্যালারিতে ছিলেন হাজারও দর্শকযথারীতি মাঠেও প্রাণশক্তিতে ভরপুর হয়েই নেচেগেয়ে উদযাপন করতে দেখা যায় ক্রিকেটারদেরওয়াংখেড়েরে বিজয়মঞ্চে দাঁড়িয়ে রোহিত আবার তুলে ধরলেন, এই শিরোপা কত বড় আনন্দের উপলক্ষ হয়ে এসেছে তাদের জন্যবিশ্বকাপ নিয়ে দেশে ফিরতে পেরে গোটা দুনিয়া পেয়ে গেছি আমরাগত ১১ বছরে যে মানুষগুলি আমাদের সমর্থন করেছেন, খেলা দেখেছেন, এই শিরোপা তাদের জন্যআমাদের সবার সঙ্গে তারাও এই ট্রফি ফিরে আসার অপেক্ষায় ছিলশেষ পর্যন্ত আমরা তা পেরেছি, আমি খুবই খুশি ও নির্ভার ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে ছিলেন না ভিরাট কোহলি২০১১ ওয়ানডে বিশ্বকাপজয়ী দলে তিনি ছিলেনতবে তখনও তিনি তরুণ তারকাকোহলি হয়ে ওঠার পর তার প্রথম বিশ্বকাপ জয় এটিইএই বিজয় উৎসবের স্মৃতি তাই তার মনে জ¦লজ¦লে হয়ে থাকবে আজীবনস্টেডিয়ামে যারা এসেছেন, সবার প্রতি দারুণ কৃতজ্ঞতাআজকে পথে পথে আমরা যা দেখেছি, জীবনেও ভুলতে পারব না তাগত চারদিন ছিল আমাদের জন্য রোলার-কোস্টার ভ্রমণের মতোবিশ্বকাপ জয়ের পরপরই আমরা বারবাডোজ ছেড়ে ভারতে আসতে এবং সবার সঙ্গে উপভোগ করতে মুখিয়ে ছিলামকিন্তু হারিকেনের কারণে আটকা পড়ে যাইঅনেকটা অ্যান্টি-ক্ল্যাইম্যাক্সের মতো ছিলতবে ফেরার পর থেকে যা কিছু হচ্ছে, অসাধারণ সব কিছু
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য