ঢাকা , বুধবার, ০২ জুলাই ২০২৫ , ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ইরান থেকে ঢাকায় পৌঁছালেন ২৮ বাংলাদেশি শেষবারের মতো পর্দায় ফিরছে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ শুধু পুরুষদের বিনোদনের জন্য ভাবা হতো আমাকে : স্কারলেট মাফিয়া চক্র নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন আমির খান বিজয়ের সঙ্গে প্রেমের গুজব নিয়ে মুখ খুললেন ফাতিমা এবার পাইরেসির কবলে পড়লো ‘কান্নাপ্পা’ ব্যস্ততার মাঝেই জন্মদিন পালন করলেন জয়া শাকিব খানকে ‘মেগাস্টার’ বলতে নারাজ জাহিদ হাসান নিজের মৃত্যুর গুজব নিয়ে যা জানালেন মাহি আবারও ৪৮ ঘণ্টার আলটিমেটাম তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ আজ ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস অভিযোগ আমলে নিয়ে পলাতক ২৬ জনকে গ্রেফতারের নির্দেশ ছয় মাসে কর্মস্থলে ঝরেছে ৪২২ শ্রমিকের প্রাণ জুলাই গণঅভ্যুত্থান নিয়ে রাজনৈতিক দলগুলো কর্মসূচির মাধ্যমে নজীর সৃষ্টি করবে বাংলাদেশকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফেরাতে চীন ইতিবাচক-ফখরুল ভুল থেকে শিক্ষা নিয়ে রাষ্ট্রীয় স্বার্থে দায়িত্বশীল হতে হবে-এনবিআর চেয়ারম্যান এনবিআরে কাজ শুরু পুরোদমে স্বাভাবিক দফতরের কার্যক্রম বহুজাতিকের শেয়ারও ছাড়ছে বিদেশিরা আজ বিএনপির কর্মসূচিতে খালেদা-তারেকের বার্তা থাকবে আশা রিজভীর

আন্তর্জাতিক ক্রিকেট থেকে ওয়াগনারের অবসর 

  • আপলোড সময় : ২৮-০২-২০২৪ ০৭:১৫:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০২-২০২৪ ০৭:১৫:৪৫ অপরাহ্ন
আন্তর্জাতিক ক্রিকেট থেকে ওয়াগনারের অবসর  ওয়াগনারের অবসর 
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষনা দিলেন নিউজিল্যান্ডের পেসার নিল ওয়াগনার। আগামী বৃহস্পতিবার থেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে শুরু হওয়া দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের একাদশে থাকবেন না- এমন বার্তা পাবার পর অবসরের সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকায় জন্ম নেওয়া ওয়াগনার। অবসর নিয়ে ৩৭ বছর বয়সী ওয়াগনার বলেন, ‘আপনি যেখানে অনেক কিছু দিয়েছেন এবং যা থেকে অনেক কিছু পেয়েছেন সেখান থেকে সরে যাওয়া সহজ নয়। কিন্তু এখন সময় এসেছে অন্যদের এগিয়ে যাওয়ার এবং এই দলকে এগিয়ে নেওয়ার।’ তিনি আরও বলেন, ‘আমি ব্ল্যাক ক্যাপসের হয়ে টেস্ট ক্রিকেটে প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি এবং একটি দল হিসেবে আমরা যা অর্জন করতে পেরেছি তার জন্য আমি গর্বিত।’ বিদায় বেলায় প্রিয়জনদের ধন্যবাদ জানাতে ভুল করেননি ৩৭ বছর বয়সী ওয়াগনার। তিনি বলেন, ‘আজ এখানে আসতে যেভাবে আমাকে সকলে সহযোগিতা করেছে তার জন্য জড়িত সবাইকে ধন্যবাদ দিতে চাই। আমি সতীর্থদের যাদেরকে আমার পৃথিবী হিসেবে গন্য করি তাদের জন্য সর্বদা সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। বিশেষ করে দলের জন্য। আশা করছি আমি আমার উত্তরাধিকার রেখে যেতে পারছি।’ তিনি আরও বলেন, ‘সব ধরনের সহযোগিতা ও সহায়তার জন্য আমি আমার স্ত্রী লানাকে ধন্যবাদ দিতে চাই। যে আমাকে এমন একটি মানুষ হতে সহযোগিতা করেছে। পাশাপাশি আমার দুই মেয়ে অলিভিয়া ও জাহলি এবং ছোট ছেলে জশকে বড় করতে তার যে অক্লান্ত পরিশ্রম ও ত্যাগ সেটার জন্য বিশেষ ধন্যবাদ দিতে চাই।’ ২০১২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেকের পর নিউজিল্যান্ডের হয়ে ৬৪টি ম্যাচ খেলেছেন ওয়াগনার। ২৭.২৭ গড়ে ২৬০ উইকেট নিয়েছেন তিনি। যা নিউজিল্যান্ডের পক্ষে টেস্টে পঞ্চম সর্বোচ্চ উইকেট। ১২ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে শুধুমাত্র দেশের হয়ে টেস্টই খেলেছেন তিনি। প্রথম আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে নিউজিল্যান্ডের শিরোপা জয়ে বড় ভূমিকা ছিলো ওয়াগনারের। ৮ টেস্টে ৩৫ উইকেট নিয়েছিলেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও প্রথম শ্রেণীর ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন ওয়াগনার। প্রথম শ্রেণীর ক্রিকেটে ২০৫ ম্যাচে ৮২১ উইকেট শিকার করেছেন তিনি।
   
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স