প্রতারণা থেকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ফেলোশিপ পাওয়া গবেষকদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ফেলোদের সতর্ক করে ইউজিসি। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইউজিসির ফেলোশিপ পাওয়া গবেষকদের সম্মানী দ্রুত ছাড়ের বিষয়ে কমিশনের মিথ্যা পরিচয় দিয়ে বিকাশ নম্বর চাওয়া হচ্ছে বলে জানিয়েছেন একাধিক গবেষক। এটি সংঘবদ্ধ কোনো প্রতারক চক্রের কাজ বলে মনে করে কমিশন। বিষয়টি ইউজিসি কর্তৃপক্ষের নজরে আসার সঙ্গে সঙ্গে শেরে বাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ফেলোদের সম্মানী নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে ইএফটির মাধ্যমে ইউজিসি থেকে পাঠানো হয়ে থাকে। সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর ফেলোদের অনুকূলে অফিস আদেশ জারির পর বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব বিভাগের প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে গবেষকরা অর্থ উত্তোলন করে থাকেন। এ অবস্থায় সংশ্লিষ্ট সবাইকে আর্থিক লেনদেনের বিষয়ে সতর্ক থাকতে আহ্বান জানাচ্ছে ইউজিসি।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

সম্মানীর টাকা নিয়ে প্রতারণা থেকে সতর্ক থাকার পরামর্শ ইউজিসির
- আপলোড সময় : ০৫-০৭-২০২৪ ০৩:৫২:০৩ অপরাহ্ন
- আপডেট সময় : ০৫-০৭-২০২৪ ০৩:৫২:০৩ অপরাহ্ন


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ