ঢাকা , রবিবার, ২০ এপ্রিল ২০২৫ , ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
গাজায় ইসরায়েলি নির্মম গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ নড়াইলে সৌদি প্রবাসী হত্যা হামলা-ভাঙচুরের পর পুরুষশূন্য গ্রাম প্রেস সচিবের মন্তব্যকে ‘অযাচিত’ বলছে ভারত রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল পলিটেকনিক শিক্ষার্থীদের ‘কাফন মিছিল’ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা অনৈক্যের সুর রাজনীতিতে বাড়ছে অবিশ্বাস দলিতদের পরিবর্তনে সরকারের ভূমিকা গুরুত্বপূর্ণ- আনু মুহাম্মদ মালয়েশিয়ায় অভিযানে ১৬৫ বাংলাদেশি আটক জাবির থিসিসের ফলাফল বিপর্যয়ের অভিযোগ ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০ জন হাসপাতালে ভর্তি চীনের অর্থায়নে পঞ্চগড়ে হাসপাতাল নির্মাণের দাবি যশোরে আগুনে পুড়লো ফার্মের ৪৪ হাজার মুরগি ঈদের পর থেকে বাজারে সবজির দাম বাড়তি চার মাসের সন্তানকে বিক্রি করে মোবাইল কেনেন মা! মানহীন কিন্ডারগার্টেনে ধ্বংস শিশুর ভবিষ্যৎ টিসিবির জন্য কেনা হবে ৫৪২ কোটি টাকার তেল সৌদি আরব-মরক্কো থেকে ৪৬৬ কোটি টাকার সার কিনবে সরকার জেলা হিসাবরক্ষণ কর্মকর্তাসহ ৫ জন দুদকের হাতে গ্রেফতার টিপাইমুখ বাঁধ দেয়ার প্রতিবাদ করায় ইলিয়াস আলী গুম হন- রিজভী কনটেইনারবাহী জাহাজ চলবে দুই বন্দরে

এমপি আনারের লাশ শনাক্ত না হলে সব তদন্ত নিষ্ফল হতে পারে

  • আপলোড সময় : ০৪-০৭-২০২৪ ১২:০৪:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৭-২০২৪ ১২:০৪:৪৮ পূর্বাহ্ন
এমপি আনারের লাশ শনাক্ত না হলে সব তদন্ত নিষ্ফল হতে পারে
সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকান্ডের মোটিভ ঘুরাতে নানা তৎপরতা চলছেএত দিন পর্যন্ত তার লাশ শনাক্ত করতে পারেনি বাংলাদেশ ও ভারতের আইন-শৃঙ্খলা বাহিনীএ ঘটনায় এ পর্যন্ত ৯ জন গ্রেপ্তার হয়েছেন, তারা স্বীকারোক্তি মূলক জবানবন্দিও দিয়েছেনতারপরও এখন পর্যন্ত লাশ শনাক্ত হয়নিঅপরাধ বিশেষজ্ঞদের মতে, হত্যাকাল সংঘটিত হলে মামলা এগিয়ে নিতে প্রথম কাজই হলো লাশ শনাক্ত করাপ্রখ্যাত ফরেনসিক বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মোজাহেরুল হক বলেন, লাশ শনাক্ত না করা পর্যন্ত কোনো তদন্ত কার্যকর ফল বয়ে আনবে নাঅথবা বলা যায় সব তদন্তই নিষ্ফল হবেএদিকে ভারতীয় আইনে কোনো ব্যক্তি সাত বছর নিখোঁজ থাকলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়তখন সেখানকার কর্তৃপক্ষ ওই ব্যক্তির মৃত্যু সনদ (ডেথ সার্টিফিকেট) দিতে পারেবিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠেছে, যদি এমপি আনার হত্যার শিকার হয়ে থাকেন, তাহলে কাদের রক্ষায় ঝিমিয়ে পড়ছে মামলাটিঅনেকে আশঙ্কা করছেন, এ ঘটনায় জড়িত প্রভাবশালী সাবেক ও বর্তমান এমপি,স্বর্ণ চোরাচালানের মাফিয়াদের রক্ষায় তৎপরতা চালাচ্ছে একটি মহলঅনেকে বলেন, আনার নিখোঁজ হওয়ার পর অনেক তৎপরতা দেখলামঢাকার ডিবি, পশ্চিমবঙ্গের সিআইডির তৎপরতা ছিল চোখে পড়ার মতোতারা এপার-ওপার আসা-যাওয়া করলোতখন আমরা আশা করেছিলাম, হয়তো এই ঘটনার রহস্য উন্মোচিত হবেআর যদি পরবর্তী সময়ে বিচার হয়ও, তবুও নেপথ্যের মাফিয়ারা ধরাছোঁয়ার বাইরে থেকে যাবে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী ঝিনাইদহ ৪ আসনের সাধারন মানুষফরেনসিক বিশেষজ্ঞরা বলছেন, এই হত্যাকান্ডের খবর জানার পর প্রথম কাজ ছিল, ঘটনা সংঘটনের ওই রুমটিকে ফরেনসিকের আওতায় নিয়ে নেওয়াঐ রুমের প্রতিটি কোনায় কোনায় পরীক্ষা করাসেখানে খুনিদের পায়ের ছাপ ছিল, নানা ধরনের আলামত খুনিরা নিশ্চয় রেখে গেছেকিন্তু সেসব আলামত রাখা হয়েছে কি না আমরা জানি নাএ ধরনের হত্যাকালে তদন্তে লাশ শনাক্ত করাই হলো প্রধান কাজসেটি না করে অন্য তদন্ত বিচারের কাজে আসবে নাআগে লাশটি শনাক্ত করতেই হবেফরেনসিক বিশেষজ্ঞ ও অপরাধ বিশেষজ্ঞদের মতো, সংসদ সদস্য আনারের লাশ শনাক্ত করাটা শুধু সদিচ্ছার বিষয়আদালত রায় দেবে, এরপর ডিএনএ পরীক্ষার মাধ্যমে লাশ শনাক্ত হবেএসব বিষয় নিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর মধ্যে কথাবার্তা চলছেকিন্তু দৃশ্যমান কোন কার্যকর কোন পদক্ষেপ নেইভিডিও ফুটেজে দেখা গেছে, রুমের ভিতরে ল্যাগেজ নিয়ে যাচ্ছসেই লাগেজ নিয়ে ভিতরে ঢুকছে, আবার বের হয়েছেএই লাগেজের ভিতরে হাড় ও মাংস ছিলতখন তদন্তকারী আইন-শৃঙ্খলা বাহিনী সাংবাদিকদের জানিয়েছেনসেই লাগেজ এখন কোথায়? এগুলো এখনো পর্যন্ত উদ্ধার হয়নিযে দিন হত্যাকান্ডটি শনাক্ত হলো, সেদিনই লাশ শনাক্ত করতে পারতোএদিকে সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে হত্যার উদ্দেশ্যে অপহরণের মামলায় গ্রেপ্তার ফয়সাল আলী সাহাজী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেনগতকাল বুধবার ছয় দিনের রিমান্ড শেষে ফয়সালকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী কমিশনার মাহফুজুর রহমানআসামি স্বেচ্ছায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন তদন্ত কর্মকর্তাআবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ তোফাজ্জল হোসেনের আদালতে তার জবানবন্দি রেকর্ড করা হয়এর আগে গত মঙ্গলবার আরেক আসামি মোস্তাফিজুর রহমান ফকির আদালতে জবানবন্দি দিয়েছেনগত ২৭ জুন তাদের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালতগত ১২ মে সন্ধ্যায় আনোয়ারুল আজিমের মেয়ে মুমতারিন ফেরদৌস শেরেবাংলা নগর থানায় এ মামলাটি দায়ের করেনএই মামলায় শিমুল ভুইঁয়া ওরফে শিহাব ওরফে ফজল মোহাম্মদ ভুইঁয়া ওরফে আমানুল্যাহ সাদ, তানভীর ভুইঁয়া ও শিলাস্তা রহমানকে গ্রেপ্তার করা হয়রিমান্ড শেষে তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেনঝিনাইদাহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু রিমান্ড শেষে কারাগারে রয়েছেন

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স