ঢাকা , মঙ্গলবার, ২০ মে ২০২৫ , ৬ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
‘আমার মৃত্যুর জন্য দায়ী বাংলাদেশের শিক্ষাব্যবস্থা’ বিশ্বরেকর্ড গড়ে শাকিলের এভারেস্ট জয় নগর ভবন ব্লকেড কর্মসূচি পালন করেছে ইশরাক সমর্থকরা আদালতে কাঁদলেন নুসরাত ফারিয়া কারাগারে প্রেরণ জাতীয় সনদের দিকে দ্রুত অগ্রসর হতে চায় ঐকমত্য কমিশন সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে দেশটাকে গড়তে হবে-তারেক রহমান ভারতের বাজার হারানোর শঙ্কায় রফতানিকারকরা জনগণের নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিতে সবকিছুই করা হবে-খাদ্য উপদেষ্টা এনবিআরকে দুইভাগ করা প্রক্রিয়ায় ঠিক হয়নি, ঠিক করা গুরুত্বপূর্ণড. দেবপ্রিয় ভট্টাচার্য স্থগিতাদেশ প্রত্যাহার না হলে আ’লীগ নির্বাচন করতে পারবে না : ইসি লুটপাটের অর্থ ব্যবস্থাপনার জন্য বিশেষ তহবিল গঠনের নির্দেশ প্রধান উপদেষ্টার মাঝারি আকৃতির অর্থপাচারের ১২৫ কেস চিহ্নিত হয়েছে-প্রেস সচিব জব্দ করা অর্থ-সম্পদ দিয়ে ফান্ড গঠন করবে সরকার মেরিন টেকনোলজি শিক্ষার্থীদের শাটডাউন কর্মসূচি শুরু ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪ শোলাকিয়া ঈদগাহে ঈদুল আযহার ১৯৮তম জামাত সকাল ৯টায় দেশে অনিবন্ধিত কারখানা প্রতিষ্ঠান প্রায় দেড় লাখ ডিআরইউতে জনশক্তি রফতানিকারকদের দু’পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া আওয়ামীপন্থি ৬১ আইনজীবীর জামিন স্থগিতই থাকছে রাজস্ব বোর্ড বিলুপ্তির কারণে অচলাবস্থা নিরসনের দাবি সিএন্ডএফ এসোসিয়েশনের
ডিএনসিসি উদ্ধারে তৎপর থাকলেও বাধায় স্থানীয়রা

দখল-দূষণে বিলুপ্তপ্রায় সুতিভোলা খাল

  • আপলোড সময় : ০৩-০৭-২০২৪ ১০:৩১:০৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৭-২০২৪ ১০:৩১:০৬ পূর্বাহ্ন
দখল-দূষণে বিলুপ্তপ্রায় সুতিভোলা খাল
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসির) চারটি ওয়ার্ড (৩৮, ৩৯, ৪২ ও ৪৩) ঘেঁষে বয়ে গেছে সুতিভোলা খালস্থানীয় বাসিন্দাদের নির্বিচারে ফেলা ময়লা-আবর্জনা ও কচুরিপানার নিচে এই খালে যে পানি আছে সেটাই বোঝা মুশকিলসাঁতারকুল ব্রিজের ওপর দাঁড়িয়ে উত্তর-দক্ষিণে যতদূর চোখ যায় পুরো খালজুড়ে শুধুই ময়লা-আবর্জনা আর কচুরিপানাসিটি করপোরেশনের উদ্যোগে কয়েক দফা খাল পরিষ্কার করা হয়েছেমেয়র আতিকুল ইসলাম নিজেও অংশ নিয়েছেন পরিচ্ছন্নতা কর্মসূচিতেকিন্তু সুফল মেলেনিএলাকার লোকজনের কারণে আবারও নিজের পরিচয় হারিয়ে ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে সুতিভোলা খালডিএনসিসির উদ্যোগকে কোনও তোয়াক্কা না করে দখল-দূষণের উৎসবে ফিরে গেছে স্থানীয়রাখালপাড়ে কোনও প্রাচীর না থাকায় প্রায়ই ঘটছে দুর্ঘটনাপরিচ্ছন্নতা ও সংস্কারের অভাবে এক সময়ের অতি প্রয়োজনীয় খালটির বেহাল অবস্থা এখন এলাকাবাসীর ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছেখালের তীর ঘুরে দেখা যায়, খিলবাড়িরটেক থেকে সাঁতারকুল পর্যন্ত সিএস দাগ অনুযায়ী সুতিভোলা খালের অনেকাংশে গড়ে উঠেছে অবৈধ স্থাপনাফলে খালের জায়গা সংকুচিত হয়ে গেছেসাঁতারকুল ব্রিজ থেকে খালের সীমানা ঘেঁষে রামপুরা ব্রিজের দিকে যেতে চোখে পড়ে বালু দিয়ে ভরাট করে খালের সীমানা দখলের চেষ্টা চলছে
এছাড়া এলাকার লোকজন এলোপাতাড়ি গৃহস্থালি বর্জ্য ও দোকানপাটের ময়লা-আবর্জনা বস্তায় ভরে সাঁতারকুল ব্রিজের ওপর থেকে খালে ফেলছেঅনেকে আবার খালের মধ্যে বাঁশের ঘেরা দিয়ে মাছ চাষ করছেসিটি করপোরেশন থেকে দখলদারদের সরে যাওয়ার জন্য বারবার অনুরোধ করা হলেও কেউই সিটি করপোরেশনের অনুরোধ আমলে নেয়নিসাঁতারকুল পূর্ব পদরদিয়া এলাকার স্থানীয় বাসিন্দা তৈয়ব বলেন, একসময় আমাদের চলাচলের প্রধান পথ ছিল এই খালআমরা সাঁতারকুল থেকে রামপুরার ওখান থেকে কাওরানবাজার যেতাম নৌকায় করেধীরে ধীরে রাস্তাঘাটের উন্নয়ন হয়েছে বলে খালে চলাচল কমে গেছেখালে যাতায়াত কমতে কমতে আজ এই খাল আর খাল নেইএটা এখন আবর্জনার স্তূপে পরিণত হয়েছেদখলদারদের কবলে পড়ে এই খালের চেহারা বদলে গেছেআগের চেয়ে দুই পাড় সংকুচিত হয়ে গেছে
এই বাসিন্দা আরও বলেন, মেয়র আতিকুর ইসলাম একবার নিজে হাজির হয়ে এই খালের আবর্জনা পরিষ্কার করেছেনকিন্তু ঘুরে-ফিরে এখন আবার আগের অবস্থামানুষ ময়লা আবর্জনা ফেলে পুরো খালের অবস্থা একটা ডোবার মতো করে ফেলেছেসাঁতারকুলের দক্ষিণে আবার বালু ভরাট করে এই খাল দখল চলছেঅনেকে খালের ওপর দোকানপাট করেছে, বাড়িও করেছেদখলদারদের দখলদারিত্ব বেড়েই চলেছেতবে শুনেছি সব উচ্ছেদ করা হবে
সাঁতারকুলের আরেক বাসিন্দা মো. রজত আলী (৬১) বলেন, ঢাকা শহরের জলাবদ্ধতা নিরসনে আমাদের খালগুলো সচল করতেই হবেগত বছর মেয়র আতিকুল ইসলাম খাল পরিদর্শন করেছেন এবং ময়লা আবর্জনা খাল থেকে অপসারণ করেছেনখাল পরিষ্কার থাকলে আমগো মনটাও পরিষ্কার থাকেএটা এলাকার জন্যই ভালোআগে এই খালের পানি এত পরিষ্কার ছিল আমরা এখান থেকে পানি খাইতামআর এখন পানি খাওয়া তো দূরের কথা এখানে কতক্ষণ থাকলে দুর্গন্ধ বের হবেবাসায় মশার জন্য টেকা যায় নামশা তো থাকবেই, কারণ খালে সব ময়লা আবর্জনা ভরা, খাল অপরিষ্কারএসব ময়লার ভেতরেই তো মশার জন্ম

খিলবাড়িরটেকের বাসিন্দা হাশেম আলী বলেন, চোখের সামনে এই খালের দুর্দশা সইতে পারি নামানুষের ফেলা ময়লা আবর্জনার কারণে এ খালের পাশ দিয়ে চলাফেরা করতে কষ্ট হয়খাল থেকে ছড়ানো দুর্গন্ধ আর মশার উৎপাতে এখানে বসবাস করা কঠিন হয়ে গেছেতাছাড়া প্রায়ই খালে মোটরসাইকেল, রিকশা, সাইকেল পড়ে যায়কারণ খালের দুপাশ উন্মুক্তবর্ষাকালে এই দুর্ঘটনা আরও বেড়ে যায়পুরো খালজুড়ে কোনও রেলিং নেইবাচ্চারা স্কুলে আসা-যাওয়া করেআমরা সবসময় আতঙ্কে থাকি, কখন কী দুর্ঘটনা হয়
সুতিভোলা খালের অবস্থা সম্পর্কে জানতে ডিএনসিসির ৩৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. শফিকুল ইসলামকে একাধিকবার ফোন করেও যোগাযোগ করা সম্ভব হয়নিকাউন্সিলর অফিস সূত্রে জানা যায় তিনি দেশের বাইরে আছেনপরবর্তীতে ওই খাল সম্পর্কে ৩৯ নম্বর ওয়ার্ড সচিব রাসেল আহমেদ বলেন, এ খাল সংশ্লিষ্ট আরও চারটি ওয়ার্ড আছে, সেসব এলাকার ময়লা-আবর্জনাও মানুষ এই খালে ফেলেঅনেকে কারখানা এবং ফাইলিংয়ের ময়লাও খালে ফেলেখালে ময়লা আবর্জনা না ফেলতে বিভিন্ন ধরনের প্রচার-প্রচারণা আমরা চালিয়েছিতবু মানুষ কথা শোনে নামেয়র আতিক এ খাল পরিদর্শন শেষে এর সংস্কার ও খালপাড়ে প্রাচীর নির্মাণের আশ্বাস দিয়েছেন বলেও জানান এই ওয়ার্ড সচিব
গত বছরের ডিসেম্বরে বাড্ডার সুতিভোলা খাল সংস্কার করে হাতিরঝিল ও তুরাগ নদের সঙ্গে যুক্ত করা হবে বলে জানান ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলামমেয়রের নির্দেশনার পর এই খালটি পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়মেয়র নিজেই এই খালে এসে নৌকায় উঠেছেনকিন্তু তার কিছু সময় না যেতেই ফের কচুরিপানা আর মানুষের ফেলা গৃহস্থালি ও দোকানপাটের ময়লায় আবর্জনার স্তূপে পরিণত হয়েছে খালটিসিটি করপোরেশনের উদ্যোগে একদিকে উচ্ছেদ করলে আবার অন্যদিকে বালু ভরাট করে খাল দখল করেছেন দখলদাররা
তবে মেয়র আতিক ডিসেম্বরে খাল পরিদর্শন করার সময় তখন দখলদারদের হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সুতিভোলা খাল সচল রাখতে প্রয়োজনীয় সবকিছু করা হবেএটি একটি ঐতিহ্যবাহী খালকিন্তু আজ এই খালের পানিপ্রবাহ ঠিক নেইদখল হয়ে আছে, আবর্জনায় ভরপুরআমরা এ খাল পরিষ্কার করবো, জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি খালের পাশে অবৈধ দখল উচ্ছেদ করবোআমাদের পরিকল্পনার মধ্যে রয়েছে এ খালের পাড় বাঁধানো এবং পাশে ওয়াকওয়ে নির্মাণ করাএই খালে আগের মতো নৌ-চলাচলের ব্যবস্থাও চালু করা হবে বলে জানিয়েছেন মেয়র আতিক
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘আমার মৃত্যুর জন্য দায়ী বাংলাদেশের শিক্ষাব্যবস্থা’

‘আমার মৃত্যুর জন্য দায়ী বাংলাদেশের শিক্ষাব্যবস্থা’