ঢাকা , মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫ , ২৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সকল শিক্ষা প্রতিষ্ঠানে পহেলা বৈশাখ উদযাপনের নির্দেশ মাউশির ব্রাহ্মণবাড়িয়ায় ঘরে ঢ়ুকে নারীকে কুপিয়ে হত্যা মোদির মতো নেতাকে ছুড়ে ফেলার বিকল্প নেই -সারজিস আট মাসের শিশুকে অপহরণের পর বিক্রি, ৮ দিন পর যশোর থেকে উদ্ধার ঈদযাত্রার ১১ দিনে সড়কে ঝরল ২৪৯ প্রাণ নওগাঁ বাড়ির ভেতরে মিললো ভাইবোনের মরদেহ পহেলা বৈশাখে পান্তা-ইলিশ নয় জাটকা সংরক্ষণের আহ্বান মৎস্য উপদেষ্টার ডিজিএফআই কর্মকর্তা হত্যা মামলায় আরসা প্রধানসহ ১০ জন কারাগারে মার্চে ৪৪২ নারী নির্যাতনের শিকার, ধর্ষণ ১৬৩ -মহিলা পরিষদ ১০ এপ্রিলের মধ্যে যোগদানের নির্দেশ প্রধান শিক্ষকদের বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে স্টার্টআপ খাতে ৯০০ কোটি টাকার তহবিল সবার অংশগ্রহণে ঐকমত্য প্রতিষ্ঠা করাই আমাদের প্রচেষ্টা -আলী রীয়াজ মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে রফতানি বাড়বে, কমবে না -প্রেস সচিব ৩৭ শতাংশ শুল্ক ৩ মাসের জন্য স্থগিত চেয়ে ট্রাম্পকে চিঠি গাজায় নৃশংস হত্যার প্রতিবাদ বাসদের একদিন ইসরায়েলের কোনও চিহ্ন পৃথিবীর বুকে থাকবে না-হেফাজত মহাসচিব ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে উত্তাল দেশ ওয়ালটন প্লাজা থেকে ৫০ হাজার টাকা সহায়তা পেলেন নাটোরের গৃহিণী কমেছে ইন্টারনেট ও ফোনের ব্যবহার গাজায় গণহত্যা মানবাধিকার লঙ্ঘনের নিন্দা বাংলাদেশের
ভারতীয় রাজনীতিতে নতুন মেরুকরণ

কংগ্রেস মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার ঘোষণা নাইডুর

  • আপলোড সময় : ০২-০৭-২০২৪ ১০:০৪:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৭-২০২৪ ১১:৩৪:২৩ অপরাহ্ন
কংগ্রেস মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার ঘোষণা নাইডুর

জনতা ডেস্ক
ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী তথা কংগ্রেসের নেতার সঙ্গে দেখা করতে চান ক্ষমতাসীন বিজেপির জোটসঙ্গী তথা অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুএ লক্ষ্যে নিজেই নিজেকে আমন্ত্রণ জানিয়েছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির বাড়িতেঅবশ্য টিডিপি নেতার এই আমন্ত্রণের খবর পেতেই চিন্তায় বিজেপিসরকার গঠনের এক মাসের মধ্যেই রাজনীতিতে নতুন মেরুকরণ হতে চলেছে কিনা, সামনে আসছে সেই প্রশ্নওগত সোমবার রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি
ভারতীয় সংবাদমাধ্যম বলছে, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির বাড়িতে দেখা করতে যেতে চান অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুআগামী ৬ জুলাই রেবন্ত রেড্ডির বাড়িতে দেখা করতে যাবেন অন্ধ্রপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রী, এমনটাই জানা গেছেমূলত বর্তমানে রেবন্ত রেড্ডি কংগ্রেসের মুখ্যমন্ত্রী হলেও, চন্দ্রবাবু নাইডুর সঙ্গে তার সম্পর্ক বহু পুরোনোকংগ্রেসে যোগ দেয়ার আগে তেলুগু দেশম পার্টিরই সদস্য ছিলেন রেবন্ত রেড্ডিচন্দ্রবাবুর অত্যন্ত ঘনিষ্ঠ হিসাবেও পরিচিত ছিলেন২০১৫ সালে নোট ফর ভোট দুর্নীতিতে যখন জেলে গিয়েছিলেন রেবন্ত রেড্ডি, সেই সময় তাকে চন্দ্রবাবু নাইডুর পাঠানো লোকহিসাবেই চিহ্নিত করা হয়েছিলটিডিপির হয়ে ভোট চেয়ে এক সদস্যকে ৫০ লাখ রুপি ঘুষ দিতে গিয়ে ধরা পড়েছিলেন রেবন্ত রেড্ডিএদিকে সাক্ষাৎ করতে চেয়ে রেবন্ত রেড্ডিকে চিঠিও লিখেছেন চন্দ্রবাবু নাইডুসেই চিঠিতে লেখা, অন্ধ্রপ্রদেশ ভেঙে দুই খণ্ডে বিভাজিত হওয়ার ১০ বছর পার হয়েছেপুনর্গঠন আইনের অধীনে একাধিক বিষয় নিয়ে দুই রাজ্যের মধ্যে বহুবার আলোচনাও হয়েছে, যা আমাদের দুই রাজ্যেরই উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেবন্ধুত্বপূর্ণভাবে আমাদের এই বিষয় নিয়ে আলোচনা অপরিহার্যসেই মর্মেই আমি আগামী ৬ জুলাই, শনিবার দুপুরে আপনার বাড়িতে সাক্ষাতের প্রস্তাব দিচ্ছিআমার বিশ্বাস, মুখোমুখি আলোচনা আমাদের জটিল বিষয়গুলো নিয়ে আরও ভালোভাবে আলোচনা করতে এবং অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানার জন্য লাভজনক সিদ্ধান্ত নিতে বিশেষ কার্যকর হবেউল্লেখ্য, তেলেঙ্গানা হচ্ছে দক্ষিণ ভারতের একটি স্থলবেষ্টিত রাজ্য২০১৪ সালের ২ জুন অন্ধ্রপ্রদেশ পুনর্গঠন আইন অনুসারে, অন্ধ্রপ্রদেশ রাজ্যের উত্তর-পশ্চিমাঞ্চলের ১০টি জেলা নিয়ে তেলেঙ্গানা রাজ্য গঠিত হয়অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা রাজ্য বিভাজনের পরও এত বছর ধরে উভয় রাজ্যই হায়দরাবাদকে যুগ্ম রাজধানী হিসাবে ব্যবহার করতচলতি বছরই সেই চুক্তির সমাপ্তি হয়েছেনতুন রাজধানী হিসেবে অমরাবতীর নাম প্রস্তাবিত হলেও, এখনও তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নিএছাড়া অমরাবতী প্রজেক্টও গত ৫ বছর ধরে আটকে রয়েছেএক্ষেত্রে অন্ধ্রপ্রদেশে মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর চন্দ্রবাবু পার্শ্ববর্তী রাজ্য তেলেঙ্গানার সঙ্গে নতুন কোনও চুক্তি করতে পারেন কি না, সেটিই এখন দেখার বিষয়
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য