ঢাকা , মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫ , ২৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে আনার পরামর্শ দিলেন প্রধান উপদেষ্টা ৭৫ জন জুলাইযোদ্ধার বিদেশে চিকিৎসা খরচ ৭৮ কোটি ৫২ লাখ টাকা কাকরাইলে পুলিশের বাধার পর শহীদ মিনারে বিডিআর সদস্যরা চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ওপর জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ চুন্নু আউট, জাপার নতুন মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী ১৫ শতাংশ ভোট পেতে পারে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আ’লীগ : সানেমের জরিপ ঝিনাইদহে পুলিশ হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড কোনোকিছু চাপিয়ে দিচ্ছে না ঐকমত্য কমিশন-আলী রীয়াজ উপজেলায় অধস্তন আদালত সম্প্রসারণে নীতিগত একমত রাজনৈতিক দলগুলো জামায়াত কখনো নির্বাচন পেছানো বা আগানোর কথা বলেনি-গোলাম পরওয়ার সরকার ফেব্রুয়ারিতেই নির্বাচন আয়োজন করবে, প্রত্যাশা মির্জা ফখরুলের ব্যাংক পরিচালনা পর্ষদে ৫০ শতাংশ স্বতন্ত্র পরিচালক নিয়োগ হতে হবে-গভর্নর আ’লীগ ছাড়া অন্য দলগুলোকে আয় ব্যয়ের হিসাব দিতে বললো ইসি গণঅভ্যুত্থানের ভুয়া মামলা বাণিজ্য গণপিটুনিতে থামছে না হত্যাকাণ্ড ওয়ালটনের প্যাসেঞ্জার কার ব্যাটারি গ্রাভিটন উদ্বোধন করলেন কন্ঠশিল্পী তাহসান জুলুমের প্রতিবাদ করায় যাত্রী ফারুক এর উপর বাস স্টাফদের হামলা পুষ্টি কর্মসূচি শিশুস্বাস্থ্যে পরিবর্তন আনতে পারে যশোরে ১১ আ’লীগ নেতার আদালতে আত্মসমর্পণ ময়মনসিংহে ডাম্পট্রাক-অটোরিকশা সংঘর্ষে চালকসহ নিহত ২

কলকাতায় ছিনতাই হওয়া আইফোন এক বছর পর ঢাকায় উদ্ধার

  • আপলোড সময় : ০২-০৭-২০২৪ ১১:৩৮:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০৭-২০২৪ ১১:৩৮:২৮ পূর্বাহ্ন
কলকাতায় ছিনতাই হওয়া আইফোন এক বছর পর ঢাকায় উদ্ধার
কলকাতার বেনিয়াপুকুরের পার্কসার্কাস থেকে এক বছর আগে ছিনতাই হওয়া আইফোন-১৩ সম্প্রতি ঢাকা জেলার কেরানীগঞ্জ থেকে উদ্ধার করেছে ডিএমপির শাহজাহানপুর থানা পুলিশগত রোববার শাহজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মিলটন কুমার দেব দাসের নেতৃত্বে ঢাকা জেলার কেরানীগঞ্জ থেকে আইফোন-১৩ মোবাইল সেটটি উদ্ধার করা হয়এদিকে আইফোনটির মালিক ভারতীয় নাগরিক কলকাতার বাসিন্দা মৌসুমি গাঙ্গুলি মোবাইল উদ্ধারের বিষয়টি জানতে পেরে বাংলাদেশ পুলিশকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন
শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজত কুমার সাহা ভারতীয় নাগরিকের মোবাইলটি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেনজানা যায়, গত বছর ২৬ জুলাই কলকাতার বেনিয়াপুকুর থানা এলাকার পার্কসার্কাস থেকে মৌসুমি গাঙ্গুলির ব্যবহৃত আইফোনটি ছিনতাই হয়পরে তিনি বেনিয়াপুকুর থানায় একটি সাধারণ ডায়েরি করেনএক পর্যায়ে ভারতীয় সাইবার পুলিশ মৌসুমি গাঙ্গুলিকে জানায় ফোন আর কলকাতায় নেইফোন বাংলাদেশে পাচার হয়ে গেছেএখন আর তাদের কিছুই করার নেইহারানো ফোনটির আশা ছেড়ে দেয়া মৌসুমি শেষ পর্যন্ত সামাজিকযোগাযোগ মাধ্যমে এসআই মিল্টন কুমার দাসের সঙ্গে যোগাযোগ করেনভুক্তভোগী মৌসুমি জানতে পারেন এসআই মিল্টন দেশের নাগরিকদের অনেক হারানো ফোন উদ্ধার করে দিয়ে থাকেনদীর্ঘ এক বছর পর সেই ছিনতাই হওয়া ফোনটি উদ্ধার করেন শাহজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মিলটন কুমার দেব দাসজানতে চাইলে মিলটন কুমার দেব দাস বলেন, ভুক্তভোগী মৌসুমি গাঙ্গুলিকে আইফোনটির ব্যাপারে নিয়মিত আপডেট দিতামএক পর্যায়ে মৌসুমি গাঙ্গুলিও আইফোনটির আশা ছেড়ে দিয়েছিল কিন্তু আমি হাল ছাড়ি নাইঅবশেষে তথ্য-প্রযুক্তির সহায়তার মোবাইলটির সন্ধান পাইকেরানীগঞ্জ থেকে আইফোনটি উদ্ধার করিমোবাইলটি ব্যবহার করছিলেন একজন মোবাইলের দোকানদারমাত্র ১৭ হাজার টাকায় আইফোনটি তিনি আরেকজনের কাছ থেকে কিনেছিলেনওই বিক্রেতা তাকে বলেছিল ভারত থেকে মোবাইলটি তিনি কিনেছেনএসআই মিলটন বলেন, আমার মাথায় ছিল ভারত থেকে মোবাইল ফোন বাংলাদেশে পাচার হয়ে এসেছে আর বাংলাদেশ পুলিশ যদি এটি উদ্ধার করে দিতে পারে ভারতের কাছে বাংলাদেশ পুলিশের মর্যাদা বৃদ্ধি পাবেছিনতাই হওয়া ফোনের সন্ধান মেলার খবর পাওয়ার পর আবেগে উচ্ছ্বাসে মৌসুমি গাঙ্গুলি মুর্ছাপ্রায়তিনি জানান, আমি বিশ্বাস করতে পারিনি এক বছর পর আমার ছিনতাই হওয়া আইফোনটি বাংলাদেশে উদ্ধার হবেআমি বাংলাদেশ পুলিশকে কৃতজ্ঞতা জানাইফোন উদ্ধারে কীভাবে বাংলাদেশ পুলিশের সহযোগিতা চাইলেন এমন প্রশ্নে তিনি বলেন, যখন কলকাতা পুলিশ জানালো মোবাইলটি বাংলাদেশে পাচার হয়ে গেছেতখন আমি আশাহত হইকিন্তু ইউটিউবে এসআই মিলটনের সাক্ষাৎকার দেখি তিনি অনেকের মোবাইল ফোন উদ্ধার করে দিয়েছেনপরে তার সঙ্গে যোগাযোগ করে সব ঘটনা জানাইতিনি শুরু থেকে আন্তরিকতার সঙ্গে সহযোগিতা করেছেনবিষয়টি জানতে চাইলে ডিএমপির যুগ্ম কমিশনার (অপারেশনস) বিপ্লব কুমার সরকার বলেন, এমন অর্জন সত্যিই প্রশংসনীয়আমরা সবসময় আমাদের অধীনস্ত কর্মকর্তাদের এমনটাই প্রশিক্ষণ দেই যার মূলমন্ত্র নাগরিকদের সেবা দেয়াসেখানে দেশ, স্থান, কালের প্রয়োজন হয় নাআমাদের কমিশনার স্যারের স্পষ্ট নির্দেশ রয়েছে নাগরিকদের সেবা প্রদানে কখনোই গাফিলতি দেয়া যাবে নাজানা যায়, মৌসুমি গাঙ্গুলির আইফোনটি ভারতীয় হাইকমিশনের মাধ্যমে তার কাছে হস্তান্তর করা হবে
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ