ঢাকা , রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫ , ৪ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বরযাত্রীবাহী বাস খাদে পড়ে নারী নিহত, আহত ৪০ নিয়ম ভেঙে আগের রূপে গোলাপি বাস বিদেশ থেকে টনকে টন চাল আসলেও প্রভাব নেই দামে জুলাই চার্টারের ওপর নির্ভর করবে আগামী নির্বাচন- প্রেস সচিব শিগগিরই সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক-আলী রিয়াজ সরকারের দ্বিতীয় পর্বেও সংঘাতের আশঙ্কা ড. ইউনূসের শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করা হবে- প্রধান উপদেষ্টা রাজধানীতে ফের বেপরোয়া কিশোর গ্যাং পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহে সম্মত হলেও মূল্যছাড় দেবে না আদানি বাংলাদেশ-ভারত সীমান্ত সম্মেলনে শুরু প্রাধান্য পাচ্ছে যে বিষয়গুলো অপারেশন ডেভিল হান্টে ষষ্ঠ দিনে গ্রেফতার ৫০৯ বিপুলসংখ্যক কারখানা বন্ধে দিশেহারা হাজার হাজার শ্রমিক পোশাক রপ্তানির বিপুল টাকা বিদেশেই থেকে যাচ্ছে আশুলিয়ায় ১২শ’ পিস ইয়াবা উদ্ধার আটক ৩ ব্রাহ্মণবাড়িয়ায় হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড রামগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার চেষ্টা সরিষার বাম্পার ফলন কৃষক খুশি গাজি কালুর জীবন ও দর্শন নিয়ে শোকমেলা অনুষ্ঠিত গাজীপুরে চার সাংবাদিকের ওপর হামলা, আটক এক চোরাকারবারি ও চাঁদাবাজদের গ্রেফতারে নেই অভিযান
নতুন অর্থবছরের পথচলা শুরু * রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ৪ লাখ ৮০ হাজার কোটি টাকা

চ্যালেঞ্জিং রাজস্ব আদায়ের লক্ষ্যে কৌশলী এনবিআর

  • আপলোড সময় : ০১-০৭-২০২৪ ১০:১৫:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৭-২০২৪ ১১:২৩:৩২ পূর্বাহ্ন
চ্যালেঞ্জিং রাজস্ব আদায়ের লক্ষ্যে কৌশলী এনবিআর

চ্যালেঞ্জিং রাজস্ব আদায়ের লক্ষ্যে কৌশলী জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)গতকাল সোমবার থেকে নতুন অর্থবছর ২০২৪-২৫ কার্যকর হয়েছেগত রোববার সংসদে ২০২৪-২৫ অর্থবছরের জন্য ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার জাতীয় বাজেট পাস হয়েছেএবারের বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রার মধ্যে এনবিআরের লক্ষ্যমাত্রা ৪ লাখ ৮০ হাজার কোটি টাকা, যা বিগত অর্থবছরের চেয়ে প্রায় ৭০ হাজার কোটি টাকা বেশিউচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা, অর্থনৈতিক মন্দা ও যুদ্ধ সব মিলিয়ে প্রায় এক দশকের বেশি সময় ধরে রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারেনি এনবিআর
সংশ্লিষ্টরা জানান, বিগত অর্থবছরে ৪ লাখ ১০ হাজার কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন না হলেও, এবার লক্ষ্যমাত্রার কাছাকাছি থাকবে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সংস্থাটিনতুন অর্থবছরে ভ্যাট ও আয়কর খাতে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এক লাখ ৭৭ হাজার ৬০০ কোটি টাকাএছাড়া শুল্ক থেকে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এক লাখ ২৪ হাজার ৮০০ কোটি টাকালক্ষ্যমাত্রার বড় অংশ আসবে মূল্য সংযোজন কর বা ভ্যাট থেকেবিগত অর্থবছরে ভ্যাট আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয় ১ লাখ ৫১ হাজার ৭০০ কোটি টাকানতুন অর্থবছরে তা আরও ২৫ হাজার ৯০০ কোটি টাকা বাড়িয়েছে এনবিআরবিগত অর্থবছরে ১১ মাসে ১ লাখ ২৭ হাজার ৭৬৩ কোটি টাকার ভ্যাট আদায় হয়েছে২০২৪-২৫ অর্থবছরের বাজেটে সিগারেটের সব স্তরে সম্পূরক শুল্ক বাড়ানো হয়েছেএর মাধ্যমে আসবে ৬ হাজার কোটি টাকার বাড়তি ভ্যাটসিগারেটের তিন স্তরে সম্পূরক শুল্ক নির্ধারণ করা হয়েছে ৬৫ দশমিক ৫ শতাংশ
অন্যদিকে, সম্পূরক শুল্ক বাড়ানো হয়েছে মোবাইল ফোন ও সেবার বিপরীতেওমোবাইল ফোনের টকটাইম ও সিম বিক্রি থেকে বাড়তি ভ্যাট আসবে এক হাজার ৮০০ কোটি টাকাদেশীয় এসি ও ফ্রিজের ভ্যাট অব্যাহতি সুবিধা বাতিল করা হয়েছেএর ফলে এ খাত থেকে আসবে ৪০০ কোটি টাকার ভ্যাটকোমল পানীয়, কার্বনেটেড বেভারেজ, এনার্জি ড্রিংকস, আমসত্ত্বের ওপর ভ্যাট বাড়িয়ে ৫ শতাংশ থেকে ১০ শতাংশ করা হয়েছেএসব থেকে আসবে বাড়তি ২০০ কোটি টাকাবাড়ানো হয়েছে আইসক্রিমের শুল্ক, যা থেকে ৫০ কোটি টাকা আসবেএছাড়া নির্মাণসামগ্রী ইটের ভ্যাট ১০ থেকে বাড়িয়ে ২০ শতাংশ করা করা হয়েছেএ খাত থেকে আসবে ৫০ কোটি টাকাট্যুর অপারেটর, অ্যামিউজমেন্ট পার্ক ও থিম পার্ক, সিকিউরিটি সার্ভিস, লটারির টিকিট বিক্রয়কারী সেবাসহ এ ধরনের ১১ আইটেমে ১৫ শতাংশ ভ্যাট আরোপ হয়েছেএসব থেকে আসবে বাড়তি ২০০ কোটি টাকাব্যাংকে জমা আবগারি শুল্কের বিভিন্ন স্তরে বাড়ানো হয়েছে করসেখান থেকে আসবে ২ হাজার কোটি টাকাএভাবে বাড়তি প্রায় ১২ হাজার কোটি টাকা ভ্যাট আদায়ের ছক বানিয়েছে এনবিআরএছাড়া মেট্রোরেল থেকেও বড় অঙ্কের ভ্যাট সংগ্রহের কথা ভাবা হচ্ছে
সূত্র জানায়, ঢাকার সিটি করপোরেশন ও নারায়ণগঞ্জ শহর এলাকায় বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) বর্তমান গ্রাহকসংখ্যা প্রায় ২২ লাখ ৬১ হাজারএনবিআর সংশ্লিষ্টদের দাবি, করজালের বাইরে আছেন অন্তত ৬০ শতাংশ বিদ্যুতের গ্রাহকযাদের একটা বড় অংশই বাড়ি বা ফ্ল্যাটের মালিকবাড়ির মালিক হওয়া সত্ত্বেও আয়কর রিটার্ন বা আয়কর দেন না তারা
সংশ্লিষ্টরা জানান, কর ফাঁকি রোধে এবার বাড়তি মনোযোগ দিয়েছে এনবিআরফ্ল্যাট-বাড়ির মালিকদের ও সেবাগ্রহীতাদের করজালের আওতায় আনতে নতুন পরিকল্পনা করেছে সংস্থাটিপরিকল্পনার অংশ হিসেবে সরকারি-বেসরকারি অন্তত ১৬টি প্রতিষ্ঠানের সিস্টেমে আন্তঃসংযোগ স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে২০২৫ সালের মধ্যে ২৫ শতাংশ আর ২০৪১ সালের মধ্যে শতভাগ আন্তঃসংযোগ স্থাপন করতে কাজও শুরু করেছে সংস্থাটি
আয়কর কর্মকর্তাদের দাবি, সেবা নিলেও গ্রাহকরা প্রতিবছর হাজার হাজার কোটি টাকার কর ফাঁকি দিচ্ছেনএসব গ্রাহকের মনিটরিং ও তাদের কাছ থেকে কর আদায় করতে এনবিআর তৃতীয় পক্ষ হিসেবে ১৬টি সংস্থার সঙ্গে থাকবেবিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ডিপিডিসি ও ডেসকো, বিআরটিএ, প্রধান আমদানি ও রফতানি নিয়ন্ত্রকের দফতর (সিসিআইঅ্যান্ডই), ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি), বিডা, বেপজা, বেজা, বিজিএমইএ, বিকেএমইএ, বাংলাদেশ ব্যাংক, আইবাস, বিভিন্ন তফসিলি ব্যাংক, সিটি করপোরেশন, ভূমি মন্ত্রণালয় ও বিটিআরসিকে যুক্ত করার পরিকল্পনা রয়েছে
সংশ্লিষ্ট সূত্র জানায়, করের আওতা বাড়াতে গত কয়েক বছরে বিপুলসংখ্যক ব্যক্তি ও প্রতিষ্ঠানকে টিআইএনের আওতায় আনা হয়েছেএ জন্য সরকারি-বেসরকারি ৪৪টি সেবার বিপরীতে রিটার্ন বাধ্যতামূলক করা হয়েছেযার ইতিবাচক প্রভাব হিসেবে বর্তমানে টিআইএনধারীর সংখ্যা কোটি ছাড়িয়েছেআয়কর আইন-২০২৩ অনুযায়ী, ই-টিআইএন থাকলে রিটার্ন দাখিল বাধ্যতামূলকতবে অনেকেই আয় গোপন ও কর পরিহারের উদ্দেশ্যে রিটার্ন দাখিল থেকে বিরত থাকেনসর্বশেষ তথ্যানুসারে, দেশে টিআইএনধারীর সংখ্যা এক কোটি ছাড়িয়েছেযার মধ্যে আয়কর রিটার্ন দাখিল করেছেন ৪১ লাখ ৪৫ হাজার ব্যক্তিকরের আওতা বাড়াতে ও কর ফাঁকি বন্ধ করতে মোটরযান ও নৌযান নিবন্ধন, সব ধরনের ট্রেড লাইসেন্স এবং ঠিকাদার তালিকাভুক্তি কিংবা নবায়নে আয়কর রিটার্ন বাধ্যতামূলক করতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, নৌপরিবহন এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছে এনবিআরএসব সংস্থা রিটার্ন বাধ্যতামূলক করলে বড় অঙ্কের রাজস্ব আসবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারাপ্রত্যক্ষ করের হিস্যা বাড়ানোর মাধ্যমে রাজস্ব আদায় করার পরিকল্পনাকে সাধুবাদ জানিয়েছেন অর্থনীতিবিদরাতবে লক্ষ্যমাত্রা অর্জন কঠিন হবে বলে মনে করেন তারা
এ প্রসঙ্গে জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে এনবিআরের এক কর্মকর্তা বলেন, রাজস্ব ফাঁকি প্রতিরোধ ও রাজস্ব লক্ষ্যমাত্রার হার কয়েক গুণ বৃদ্ধির পরিকল্পনা রয়েছেএ জন্য আন্তঃসংযোগ স্থাপনের কাজ চলছেএর ফলে করজাল আরও বাড়বে এবং রাজস্ব আদায় বহুগুণ বৃদ্ধি পাবেসেবা গ্রহীতাদের পূর্ণাঙ্গ ডাটাবেজ থাকলে বড় অঙ্কের রাজস্ব আদায় করা সহজ হবেআমরা চাই গ্রাহকরা স্বতঃস্ফূর্তভাবে কর প্রদানে অংশগ্রহণ করুকওই কর্মকর্তার দাবি, শুধু বিদ্যুৎ, গ্যাস সিটি করপোরেশনের গ্রাহকদের ডাটাবেইসের সঙ্গে আন্তঃসংযোগ করতে পারলে কয়েক কোটি নতুন করদাতা বেরিয়ে আসবেনএতে আয়কর আদায়ও বাড়বেবর্তমানে বিআরটিএ থেকে গাড়ির মালিকদের ও জাতীয় সঞ্চয় অধিদফতর থেকে সঞ্চয়পত্রে বিনিয়োগকারীদের ডাটা নিয়ে তথ্য যাচাই করার সুযোগ পাচ্ছে আয়কর বিভাগযার সুফল আসতে শুরু করেছে বলে জানিয়েছেন কর কর্মকর্তারা
অর্থনীতিবিদ ড. মাহফুজ কবীর বলেন, গত বছরের তুলনায় অর্থনীতি যে খুব ভালো হয়েছে সেটা বলা যাবে নাঅর্থনীতি সার্বিক ধারায় ফেরেনিএমন অবস্থায় নতুন অর্থবছরে লক্ষ্যমাত্রা অর্জন কঠিন হবে
এনবিআরের সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ মনে করেন ইউরোপ যুদ্ধসহ বৈশ্বিক মন্দা নতুন অর্থবছরে চলমান থাকতে পারেএর ফলে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন করাও কঠিন হবেতিনি আরও বলেন, লক্ষমাত্রা অর্জনে যে ধরনের সংস্কার পরিকল্পনা নেওয়া প্রয়োজন ছিল সেগুলো অনুপস্থিতএনবিআরে প্রযুক্তিগত, প্রশাসনিক ও আইনি কাঠামোগত সংস্কার করতে হবে
গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ফাহমিদা বলেন, রাজস্ব আদায়, জিডিপি, মূল্যস্ফীতিসহ অর্থনৈতিক সূচকে যেসব লক্ষ্যমাত্রা ধরা হয়েছে বাজেটে সেগুলো কোনটাই বাস্তব সম্মত নয়রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণে অর্থনীতির বাস্তবতা বিবেচনায় নেয়া হয়নিএমন একটা সময় এবারের বাজেট পাস হলো যখন সামষ্টিক অর্থনীতি নেতিবাচক ধারায় রয়েছেঅর্থনীতির বিভিন্ন সংকট তুলে ধরে তিনি বলেন, উচ্চ মূল্যস্ফীতি, ব্যাংকের তারল্য সংকট, নিম্নগামী রিজার্ভসহ নানান সংকটে ভুগছে অর্থনীতিফলে চাইলেই এ সময় রাজস্ব আহরণে এ বিপুল প্রবৃদ্ধি কোনোভাবেই সম্ভব নয়
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স