ঢাকা , শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫ , ১৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
দুর্গাপূজা ভারত বাংলাদেশ যৌথ ঐতিহ্যের প্রতিফলন-ভারতীয় হাইকমিশনার বাড্ডায় মন্দিরে দায়িত্বরত পুলিশের গুলি চুরি, ওসিসহ ৮ জন প্রত্যাহার মণ্ডপে মণ্ডপে পুণ্যার্থী দর্শনার্থীদের ভিড় অপরাধীদের বিরুদ্ধে হার্ডলাইনে এনসিপি গণপিটুনি ও আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে মৃত্যু বেড়েছে অচলের বোঝা বইছে রেল দেশের রেললাইন ঝুঁকিতে ডিসেম্বরে চালু হবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রাষ্ট্র মানে কিন্তু গ্রামীণ ব্যাংক চালানো নয়-ফরহাদ মজহার পাচার হওয়া অর্থের একটি অংশ ফেব্রুয়ারির মধ্যেই ফিরবে, আশা অর্থ উপদেষ্টার বদলে গেছে আদালতের সংস্কৃতি ও জনগণের প্রত্যাশা : প্রধান বিচারপতি অক্টোবরে ১২ দিনের কর্মসূচি দিলো জামায়াত বিভাগ হচ্ছে ফরিদপুর ও কুমিল্লা খাগড়াছড়িতে কিশোরী ধর্ষণ ও সহিংসতার ঘটনায় ৪১ নাগরিকের বিবৃতি পাহাড়ে বহিরাগত দিয়ে দেশীয়-অটোম্যাটিক অস্ত্রে গুলি করা হচ্ছে কেউ বলে, এই সরকার ৫-১০ বছর, এমনকি ৫০ বছর পর্যন্ত থাকুক মধ্যস্বত্বভোগীর কারসাজিতে খাদ্যপণ্যে ভোক্তার নাভিশ্বাস উগ্রবাদীগোষ্ঠী বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা দখল করতে না পারে সে জন্য সকলকে সতর্ক থাকতে হবে - ফরিদপুরে কেন্দ্রীয় যুবদল নেতা পিংকু পার্বত্য চট্টগ্রামের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সকলের প্রতি আহবান স্বচ্ছতা ও সততার পথে পরিচালক মোবারক হোসেন বাসে নারীর শ্লীলতাহানির অভিযোগ, আটক ২

আজিজের দেয়া ফ্ল্যাট-গাড়ি নিয়ে যা বললেন মাহি

  • আপলোড সময় : ০১-০৭-২০২৪ ০৭:১৮:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৭-২০২৪ ০৭:১৮:৩০ অপরাহ্ন
আজিজের দেয়া ফ্ল্যাট-গাড়ি নিয়ে যা বললেন মাহি
বিনোদন ডেস্ক
ঢাকাই সিনেমার অগ্নিকন্যাখ্যাত নায়িকা মাহিয়া মাহিপ্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার হাত ধরেই সিনেমা জগতে প্রবেশ করেন তিনিশুরুর দিকে এই নায়িকার ওপর আস্থা রেখেছিলেন প্রতিষ্ঠানটির কর্ণধার প্রযোজক আবদুল আজিজএরপর জাজের ব্যানারে বেশ কয়েকটি ছবি করেন তিনিবেশ কয়েকটি সিনেমায় মাহি কাজ করার পর একটা সময় তার সঙ্গে আজিজের প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে চারদিকেযে কারণে জাজের সঙ্গে নায়িকার সম্পর্কে ভাঙন ধরেজাজ ছেড়ে বেরিয়ে যান মাহিএরপর দীর্ঘদিন মাহি ও আজিজকে একমঞ্চে দেখা যায়নিতবে সম্প্রতি এক সাক্ষাৎকারে আবদুল আজিজ জানান, সিনেমার জগতে মাহিকে নিয়ে আসার পরে তাকে দুটি গাড়ি ও একটি ফ্ল্যাট কিনে দিয়েছিলেন তিনিসে যখন জাজের সঙ্গে ছিল তখনই এই উপহার দেওয়া হয়েছিলবিষয়টি নিয়ে এবার মুখ খুলেছেন মাহিআজিজের উপহার প্রসঙ্গে অভিনেত্রী বলেছেন, ‘চারটা ছিল! কেন কমিয়ে বলল!এরপর অভিনেত্রী বলেন, আজিজ ভাই থেকে শুরু করে পুরো জাজ মাল্টিমিডিয়া, তারা আমাকে আজকের মাহিয়া মাহি বানিয়েছেতাদের প্রতি আমি কৃতজ্ঞতাদেরকে কখনোই খাটো করে কথা বলতে চাই নাপারবও নাসুতরাং ফ্ল্যাট ও গাড়ি- এগুলো তো অনেক ক্ষুদ্র বিষয়তারা যদি এটা বলে থাকে, আমি এ নিয়ে কোনো কিছু বলব নাআমি জাজকে অনেক সম্মানের একটা জায়গায় রেখেছি, আজীবন রাখব; এটা নিয়ে কোনো কিছু বলব নাতবে মাহির অনুরোধ, জাজকে তিনি যেমন সম্মান করেন, তাদের কাছ থেকেও যেন তেমনটাই ফেরত পানঅভিনেত্রী বলেন, ‘আমি যেহেতু আপনাদেরকে (জাজ) সম্মান করি, তো সেই সম্মানটা আমিও চাইব যে আপনারাও আমাকে সবসময় দিয়ে আসবেনআমি তাদেরকে অনুরোধ করেছি, আমার মনে হয় সামনে এ ধরনের কোনো কিছু আর শোনা যাবে নাপ্রসঙ্গত, ২০১৫ সালে সংবাদ সম্মেলন করে জাজ মাল্টিমিডিয়া থেকে বহিষ্কার করা হয়েছিল মাহিকেতারপর দীর্ঘ সময় জাজের সঙ্গে কোনো কাজ করতে দেখা যায়নি এই নায়িকাকেমাহির ক্যারিয়ারে অন্যতম সফল সিনেমা অগ্নিঅগ্নি ২দুটি সিনেমাই নারীকেন্দ্রিকএগুলোতে মাহিকে দেখা গেছে অ্যাকশন অবতারেদর্শকের কাছে সিনেমা দুটি ব্যাপক গ্রহণযোগ্যতা পেয়েছিলভক্তদের কাছে মাহি পরিচিতি পান অগ্নিকন্যাহিসেবেএই দুটি সিনেমাই জাজের ব্যানারে নির্মিত হয়েছিল
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
মণ্ডপে মণ্ডপে পুণ্যার্থী দর্শনার্থীদের ভিড়

মণ্ডপে মণ্ডপে পুণ্যার্থী দর্শনার্থীদের ভিড়