
এবারই প্রথম ইংল্যান্ড টেস্ট দলে পেনিংটন ও স্মিথ


স্পোর্টস ডেস্ক
ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে আলো ছড়ানোর পুরস্কার পেয়েছেন ডিলন পেনিংটন ও জেমি স্মিথ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসছে টেস্ট সিরিজের ইংল্যান্ড দলে জায়গা পেয়েছেন তারা। তিন ম্যাচ সিরিজের প্রথম দুটির জন্য রোববার ১৪ সদস্যের দল দেয় ইংল্যান্ড। এবারই প্রথম টেস্ট দলে ডাক পেলেন পেনিংটন ও স্মিথ। লর্ডসে আগামী ১০ জুলাই শুরু প্রথম টেস্ট। ম্যাচটি খেলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলবেন টেস্ট ইতিহাসের সফলতম পেসার জেমস অ্যান্ডারসন। চলতি কাউন্টি চ্যাম্পিয়নশিপে নটিংহ্যামশায়ারের হয়ে ২৩.০৩ গড়ে ২৯ উইকেট নিয়েছেন পেনিংটন। সব মিলিয়ে প্রথম শ্রেণির ক্যারিয়ার বেশ উজ্জ্বল ডানহাতি এই পেসারের। ৫২ ম্যাচে ১৬৯ উইকেট নিয়েছেন তিনি ২৭.২৬ গড়ে। দুইবার পেয়েছেন ইনিংসে পাঁচ উইকেট, চারটি করে শিকার ধরেছেন ৯ বার। সারের কিপার-ব্যাটসম্যান স্মিথও আছেন দারুণ ছন্দে। চলতি কাউন্টিতে ৫০৭ রান করেছেন তিনি ৫০.৭০ গড়ে। গত সেপ্টেম্বরে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ পাওয়া আগ্রাসী ব্যাটসম্যানের প্রথম শ্রেণির ক্রিকেটে রান তিন হাজার ২৬৪, ব্যাটিং গড় ৪০.৮০। সেঞ্চুরি ৯টি, ফিফটি ১৩টি। লর্ডস টেস্ট দিয়ে এই সংস্করণে ২৩ বছর বয়সী স্মিথের অভিষেক হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। কারণ, ক্যারিবিয়ানদের বিপক্ষে প্রথম দুই টেস্টের দলে কিপার-ব্যাটসম্যান বেন ফোকস ও জনি বেয়ারস্টোকে রাখেনি ইংল্যান্ড। বাদ পড়াদের মধ্যে উল্লেখযোগ্য নাম টম হার্টলি, অলি রবিনসন, জ্যাক লিচ ও মার্ক উড। জায়গা ধরে রেখেছেন তরুণ অফ স্পিনার শোয়েব বাশির। দলে একমাত্র বিশেষজ্ঞ স্পিনার তিনি। পেসারদের মধ্যে অ্যান্ডারসনের সঙ্গে আছেন ক্রিস ওকস, ম্যাথু পটস ও গাস অ্যাটকিনসন। পুরোপুরি ফিট থাকলে বোলিং করতে পারেন অধিনায়ক বেন স্টোকসও। সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু ১৮ জুলাই, নটিংহ্যামে। তৃতীয় ও শেষ টেস্টটি হবে বার্মিংহ্যামে, আগামী ২৬ জুলাই থেকে। শেষ ম্যাচের দল পরে ঘোষণা করবে ইংল্যান্ড।
ইংল্যান্ড টেস্ট দল: বেন স্টোকস (অধিনায়ক), জেমস অ্যান্ডারসন (কেবল প্রথম টেস্ট), গাস অ্যাটকিনসন, শোয়েব বাশির, হ্যারি ব্রুক, জ্যাক ক্রলি, জো রুট, বেন ডাকেট, ড্যান লরেন্স, ডিলন পেনিংটন, অলি পোপ, ম্যাথু পটস, জেমি স্মিথ, ক্রিস ওকস।
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ