ঢাকা , শুক্রবার, ১৪ মার্চ ২০২৫ , ৩০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সরকার সংস্কার কমিশন করলেও নদীর ক্ষেত্রে প্রতিফলন নেই-আনু মুহাম্মদ বাড্ডায় কিশোর গ্যাংয়ের সংঘর্ষে নিহত ১ আইন-শৃঙ্খলা রক্ষায় বিপুল খরচেও কমানো যাচ্ছে না নানামুখী আতঙ্ক রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হওয়ার আশঙ্কা সেই শিশু আছিয়া না ফেরার দেশে ধর্ষণে আতঙ্ক -উদ্বেগ ভারতকে অযাচিত বিভ্রান্তিকর মন্তব্যের পুনরাবৃত্তি রোধ করতে বলল ঢাকা প্রধান উপদেষ্টা চীন সফরে যাচ্ছেন ২৬ মার্চ সালমান এফ রহমানসহ ১১ জনের বিরুদ্ধে দুদকের মামলা খরায় পুড়ছে চা-বাগান উৎপাদন নিয়ে শঙ্কা ইফতারিতে দই-চিড়ার জাদু একরাতে দু’জনকে কুপিয়ে হত্যা এলাকায় আতঙ্ক স্বাভাবিক নিত্যপণ্যের বাজার, সংকট সয়াবিনে মামলা থেকে স্বামীর নাম বাদ দেয়ার কথা বলে স্ত্রীকে ধর্ষণ ছেঁউড়িয়ায় শুরু লালন স্মরণোৎসব দোহাজারীতে বাসচাপায় ৩ জন নিহত হেনস্তার পর ছাত্রীকে ফেলে দিলো দুর্বৃত্তরা ৫৬০ মডেল মসজিদ নির্মাণে ব্যাপক অনিয়ম ভ্যাট দেয় না বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান পরনের কাপড় টিভি ফ্রিজ খাট টাকা সব পুড়ে শেষ বস্তিতে আগুন

বিশ্বকাপের সেরা একাদশে ভারতের ৬ জন

  • আপলোড সময় : ০১-০৭-২০২৪ ০৭:১২:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৭-২০২৪ ০৭:১২:১৯ অপরাহ্ন
বিশ্বকাপের সেরা একাদশে ভারতের ৬ জন
স্পোর্টস ডেস্ক
দাপুটে ক্রিকেট খেলে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার পর টি-টোয়েন্টিতে বিশ্বকাপের সেরা একাদশেও ভারতীয় ক্রিকেটারদের জয়জয়কারশিরোপাধারী দলের ৬ জন সুযোগ পেলেন টুর্নামেন্টের সেরা একাদশেআইসিসি রোববার রাতে আনুষ্ঠানিক বিবৃতিতে চার দেশের ক্রিকেটার নিয়ে সেরা একাদশ ঘোষণা করেফাইনালে উঠলেও দক্ষিণ আফ্রিকার কোনো ক্রিকেটার নেই এই দলেসেমি-ফাইনাল খেলা ইংল্যান্ড থেকেও সুযোগ পাননি কেউসবাইকে চমকে দিয়ে সেমি-ফাইনালে ওঠা আফগানিস্তান থেকে ৩ জন ক্রিকেটার আছেন রোহিত শার্মার নেতৃত্বাধীন একাদশেআর সুপার এইট থেকে বাদ পড়লেও অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ থেকে ডাক পেয়েছেন ১ জন করে ক্রিকেটারইনিংস উদ্বোধন করবেন টুর্নামেন্টের দুই সর্বোচ্চ রান সংগ্রাহক রহমানউল্লাহ গুরবাজ ও রোহিতআসরে দুজনের ব্যাট থেকেই আসে ৩টি করে পঞ্চাশছোঁয়া ইনিংসপ্রথম দুই ম্যাচে ৭৬ ও ৮০ রানের ইনিংস খেলেন গুরবাজপরে সুপার এইটে অস্ট্রেলিয়াকে হারানোর ম্যাচেও তিনি করেন ৬০ রানসব মিলিয়ে ২৮১ রান করে এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান পেছনে সবার উপরেসুপার এইটে অস্ট্রেলিয়া বিপক্ষে রোহিত করেন ৯২ রানপরে সেমি-ফাইনালে ইংল্যান্ড ম্যাচে তার ব্যাট থেকে আসে ৫৭ রানসব মিলিয়ে ভারত অধিনায়কের ঝুলিতে ২৫৭ রানসুপার এইটে আফগানিস্তানের বিপক্ষে নিকোলাস পুরানের ৫৩ বলে ৯৮ রানের ইনিংসটি এবারের আসরের সর্বোচ্চসব মিলিয়ে ৩৮ গড়ে ২২৮ রান করে তিন নম্বরে জায়গা পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের এই বিস্ফোরক ব্যাটসম্যানচার নম্বরে আছেন সুরিয়াকুমার ইয়াদাভফাইনালে দুর্দান্ত ক্যাচ ছাড়াও সেমিতে ইংল্যান্ডের বিপক্ষে ৩৬ বলে ৪৭ ও সুপার এইটে আফগানিস্তানের বিপক্ষে ২৮ বলে ৫৩ রানের ইনিংস খেলেন ভারতের এই মিডল অর্ডার ব্যাটসম্যানদল প্রত্যাশা অনুযায়ী সাফল্য না পেলেও অলরাউন্ড নৈপুণ্য দেখানো অস্ট্রেলিয়ার মার্কাস স্টয়নিস জায়গা পেয়েছেন সেরা একাদশেটুর্নামেন্টে ৫ ইনিংসে ৪২.২৫ গড় ও ১৬৪.০৭ স্ট্রাইক রেটে ১৬৯ রানের সঙ্গে বল হাতে ১০ উইকেট নিয়েছেন তিনিএকাদশের পরের দুই অলরাউন্ডার চ্যাম্পিয়ন ভারত থেকে৪৮ গড়ে ১৪৪ রান করার পাশাপাশি ১১ উইকেট নিয়ে পেস বোলিং অলরাউন্ডারের জায়গা নিয়েছেন হার্দিক পান্ডিয়াস্পিন বোলিং অলরাউন্ডার হিসেবে থাকছেন ফাইনালে গুরুত্বপূর্ণ ৪৭ রান করা ও সেমি-ফাইনালে ৩ উইকেট নেওয়া আকসার প্যাটেলটুর্নামেন্টে ৮ ম্যাচে ১২.৭৮ গড় ও ওভারপ্রতি ৬.১৭ রান খরচ করে ১৪ উইকেট নেওয়া রাশিদ খান আছেন আট নম্বরেজাদুকরী এক বিশ্বকাপ কাটানো জাসপ্রিত বুমরাহ সুযোগ পেয়েছেন অনুমিতভাবেইপুরো আসরে মাত্র ৮.২৬ গড় ও ওভারপ্রতি ৪.১৭ রান খরচায় বুমরাহর শিকার ১৫ উইকেটটুর্নামেন্টের সেরা ক্রিকেটারের পুরস্কারও জেতেন তিনিএকাদশের শেষ দুটি নামও অনেকটা অনুমিতএক আসরে সর্বোচ্চ উইকেটের রেকর্ড গড়া দুই বাঁহাতি পেসার আর্শদিপ সিং ও ফাজালহাক ফারুকিদুজনই ৮ ম্যাচে নিয়েছেন ১৭টি করে উইকেটরানার্স-আপ দক্ষিণ আফ্রিকার থেকে দ্বাদশ ব্যক্তি হিসেবে রাখা হয়েছে আনরিক নরকিয়াকে৯ ম্যাচে ওভারপ্রতি ৬ রানের কম খরচ করে গতিময় পেসারের শিকার ১৫ উইকেট
বিশ্বকাপের সেরা একাদশ: রোহিত শার্মা (অধিনায়ক, ভারত), রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক, আফগানিস্তান), নিকোলাস পুরান (ওয়েস্ট ইন্ডিজ), সুরিয়াকুমার ইয়াদাভ (ভারত), মার্কাস স্টয়নিস (অস্ট্রেলিয়া), হার্দিক পান্ডিয়া (ভারত), আকসার প্যাটেল (ভারত), রাশিদ খান (আফগানিস্তান), জাসপ্রিত বুমরাহ (ভারত), আর্শদিপ সিং (ভারত), ফাজালহাক ফারুকি (আফগানিস্তান)
দ্বাদশ ব্যক্তি: আনরিক নরকিয়া (দক্ষিণ আফ্রিকা)
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য