ঢাকা , সোমবার, ০৭ জুলাই ২০২৫ , ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বিষাক্ত মাশরুম খাইয়ে তিন আত্মীয়কে হত্যায় এরিন প্যাটারসন দোষী সাব্যস্ত মাস্কের ‘রাজনৈতিক দল’ গঠনের উদ্যোগকে ‘হাস্যকর’ বললেন ট্রাম্প খারকিভে রুশ ড্রোন হামলায় বহুতল ভবন ও কিন্ডারগার্টেনে বিস্ফোরণ, আহত ২৭ ব্রাজিলে ব্রিকস নেতাদের বৈঠকে ট্রাম্পের অতিরিক্ত ১০% শুল্ক আরোপের হুমকি যুদ্ধবিরতির আভাসের মধ্যেই গাজায় ইসরায়েলি হামলা, নিহত অন্তত ৮২ ইয়েমেনে হুতিদের লক্ষ্য করে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলা, অচল বন্দর-বিদ্যুৎকেন্দ্র টেক্সাসের ভয়াবহ বন্যায় মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৮২ জনে, নিখোঁজ ৪১ ছয় মাস মাঠের বাইরে জামাল মুসিয়ালা, বড় ধাক্কায় বায়ার্ন ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে টানা ৩০ বছরের আধিপত্য ধরে রাখল অস্ট্রেলিয়া গোল্ড কাপের মুকুট ফিরল মেক্সিকোর ঘরে ইউরোপের বদলে নেপালের পথেই বাংলাদেশ, সেপ্টেম্বরে কাঠমান্ডুতে দুটি প্রীতি ম্যাচ লারার ৪০০ ছোঁয়ার দোরগোড়ায় দাঁড়িয়ে মুল্ডারের বিস্ময়কর সিদ্ধান্ত আইসিসির মাসসেরা ক্রিকেটারের লড়াইয়ে দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কার তিন তারকা গোল্ডেন বুটের দৌড়ে কে থাকবেন শীর্ষে, চমক দেখাতে পারেন হাকিমিও বাংলাদেশ সফরের আগে ইনজুরির ধাক্কায় পাকিস্তান দিনাজপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৮ জন দগ্ধ গণহত্যার বিচার ও সংস্কারের পরেই নির্বাচন-নাহিদ মব বন্ধ না করে কীভাবে সুষ্ঠু নির্বাচন হবে, প্রশ্ন মান্নার জঙ্গিসংশ্লিষ্টতা তদন্তে কুয়ালালামপুরকে সহযোগিতা করবে ঢাকা আরও ২৯৪ জনের ডেঙ্গু শনাক্ত

ঝিনাইদহে খাদ্যের অভাবে গ্রামে গ্রামে ঘুরছে দুই শতাধিক হনুমান

  • আপলোড সময় : ৩০-০৬-২০২৪ ১১:১২:২৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৬-২০২৪ ১১:১২:২৫ পূর্বাহ্ন
ঝিনাইদহে খাদ্যের অভাবে গ্রামে গ্রামে ঘুরছে দুই শতাধিক হনুমান
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভারতীয় সীমান্তবর্তী গ্রাম ভবনগর। গ্রামে রয়েছে বিরল প্রজাতির দুই শতাধিক কালোমুখো হনুমান। দিন যত যাচ্ছে হনুমানের সংখ্যা ততই বাড়ছে। দিনের বেলায় তারা এক সঙ্গে দল বেঁধে পার্শ্ববর্তী গ্রামের মাঠে খাবারের সন্ধ্যানে বের হয়। সন্ধ্যা নামলে আবার ফিরে যায় ভবনগরে। জেলা বন বিভাগ সূত্রে জানা গেছে, ২০২০ সাল থেকে সরকারিভাবে প্রতিদিন হনুমানদের খাবারের জন্য ১৬ কেজি কলা, কেজি বাদাম, ১০০ পিস পাউরুটি কেজি সবজি বরাদ্দ করা হয়েছিল।
স্থানীয়রা জানায়, বন বিভাগের পক্ষ থেকে যে পরিমাণ খাবার দেয়া হয় তা দিয়ে ২০০ হনুমানের ক্ষুধা মেটে না। আগের চেয়ে হনুমান বেড়ে যাওয়ায় তাদের খাদ্য সংকট দেখা দিয়েছে। বিরল প্রজাতির হনুমান রক্ষা তাদের অভয়ারণ্য তৈরির জন্য সংশ্লিষ্টদের উদ্যোগ নেয়ার দাবি জানান তারা। স্থানীয় প্রকৃতিপ্রেমী সংগঠনের সভাপতি নাজমুল হাসান বলেন, বন বিভাগ থেকে হনুমানদের জন্য যে পরিমাণ খাবার দেয়া হয় তা চাহিদার তুলনায় খুবই স্বল্প। ফলে খাবারের সন্ধানে হনুমানগুলো বিভিন্ন এলাকার খেতের ফসল নষ্ট করছে।
অনেক সময় কৃষকদের পেতে রাখা ফাঁদে তারা মারা যাচ্ছে। হনুমানগুলোর নিরাপদ থাকার জায়গা চাহিদামতো খাবার জরুরি হয়ে দাঁড়িয়েছে। বিষয়ে জেলা বন বিভাগের কর্মকতা খন্দকার গিয়াস উদ্দিন বলেন, ভারতীয় সীমান্তবর্তী ভবনগর গ্রামে বিরল প্রজাতির দুই শতাধিক কালামুখো হনুমান রয়েছে। হনুমানগুলোর জন্য চার বছর ধরে আমাদের পক্ষ থেকে নিয়মিত খাবার দেয়া হচ্ছে। দিন দিন হনুমানের সংখ্যা বেড়ে যাওয়ায় খাদ্য সংকট দেখা দিয়েছে। ব্যাপারে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবগত করা হয়েছে। খুব দ্রুতই সংকটের সমাধান হবে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ