ঢাকা , সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫ , ১৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ভায়োকানোর বিপক্ষে হোঁচট খেলো বার্সা মাঠে ডিম পাড়লো পাখি, এক মাসের জন্য বন্ধ ঘোষণা করা হলো স্টেডিয়াম পুরুষদের থেকেও বেশি প্রাইজমানি ঘোষণা নারী বিশ্বকাপে! পোরশায় ডেঙ্গু সহ মশাবাহিত রোগ প্রতিরোধে এক বর্ণাঢ্য র‍্যালিও পরিছন্নতা অভিযান অনুষ্ঠিত অক্টোবরে বাংলাদেশ সফরে আসছে উন্ডিজ বিপিএলে ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্ব পেল ‘আইএমজি’ সাইমন টোফেলকে নিয়োগ দিলো বিসিবি কর্মশালার মাধ্যমে জাপানিজ ভাষা শিক্ষা দিচ্ছে আর আর গ্রুপ নির্বাচন সামনে রেখে ষড়যন্ত্রের ডালপালা মেলতে শুরু করেছে নুর ভালো আছেন তবে ব্যথা আছে -ঢামেক পরিচালক বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ফের রাজনীতিতে বাড়ছে উত্তাপ হলে রাত্রিকালীন বিধিনিষেধ প্রত্যাহার চায় বাম ছাত্রসংগঠনগুলো পরিবেশবান্ধব বৈদ্যুতিক থ্রি-হুইলার ‘বাঘ’ আসতে বাধা কোথায় ১২৩ সংগঠন ১৬০৪ বার অবরোধ করেছে-স্বরাষ্ট্র উপদেষ্টা চবিতে সংঘর্ষে আহত দেড় শতাধিক নুরের শারীরিক অবস্থার খোঁজ নিলেন রাষ্ট্রপতি বই মুদ্রণে আন্তর্জাতিক দরপত্রের সিদ্ধান্ত হয়নি ঢাবি শিক্ষক কার্জনসহ ২ জনের জামিন মেলেনি ডাকসুতে ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিট, শুনানি আগামীকাল

রোহিতের অর্জনে উচ্ছ্বসিত সৌরভ

  • আপলোড সময় : ৩০-০৬-২০২৪ ১১:১০:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৬-২০২৪ ১১:১০:০০ পূর্বাহ্ন
রোহিতের অর্জনে উচ্ছ্বসিত সৌরভ
স্পোর্টস ডেস্ক
সৌরভ গাঙ্গুলি যখন বিসিসিআইয়ের সভাপতি, সেই সময়টাতেই নাটকীয় ঘটনাপ্রবাহের পর ভারতের অধিনায়কের দায়িত্ব পেয়েছিলেন রোহিত শার্মা। অধিনায়কত্ব নিতে তিনি প্রস্তুত ছিলেন না তেমন একটা। অনেক বুঝিয়ে কিছুটা জোর করেই তাকে নেতৃত্বে এনেছিলেন সৌরভরা। সেই রোহিতের নেতৃত্বেই এখন সাত মাসের মধ্যে দুই সংস্করণের দুটি বিশ্বকাপে অপরাজিত থেকে ফাইনালে উঠল ভারত। সৌরভই তাই তৃপ্তির ছবি আঁকছেন। ভারতীয় দলের নিয়মিত অধিনায়ক হওয়ার আগে আইপিএলে সবচেয়ে সফল অধিনায়ক ছিলেন রোহিত। তার নেতৃত্বে ৫টি আইপিএল ট্রফি জয় করে মুম্বাই ইন্ডিয়ান্স (পরে সেই রেকর্ড স্পর্শ করেন মাহেন্দ্র সিং ধোনি) রোহিত মুম্বাইয়ের অধিনায়কত্ব ছিল সমার্থক। কিন্তু গত মৌসুমের আগে আচমকাই রোহিতকে সরিয়ে দেওয়া হয় মুম্বাইয়ের অধিনায়কত্ব থেকে। সেটা নিয়ে প্রকাশ্যে তেমন কোনো ক্ষোভ-অভিমানের কথা বলেননি তিনি। তবে অভিজ্ঞ এই ক্রিকেটার যে বিস্মিত অসন্তুষ্ট হয়েছেন, তা উঠে আসে ভারতীয় সংবাদমাধ্যমে। সেই রোহিতের সামনে এখন বিশ্ব চ্যাম্পিয়ন অধিনায়ক হওয়ার হাতছানি। ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে সেটিই মনে করিয়ে দিলেন সৌরভ।রোহিত শার্মার জন্য আমি খুবই খুশি। জীবনের চক্রপূরণ এভাবেই হয়। ছয় মাস আগে, সে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়কও ছিল না। এখন সেই মানুষটির নেতৃত্বেই ভারত অপরাজিত থেকে বিশ্বকাপের ফাইনালে খেলছে।ভারতের সর্বকালের সেরা অধিনায়কদের একজন বলে বিবেচিত সৌরভ ফিরে গেলেন পেছনে, যখন তিনি ছিলেন ভারতীয় বোর্ডের প্রধান রোহিতকে দায়িত্ব দেওয়া হয়েছিল জাতীয় দলের। সেই পালাবদল নিয়ে বিতর্ক, সমালোচনা কম হয়নি ভারতীয় ক্রিকেটে। ভিরাট কোহলি আর সৌরভ গাঙ্গুলির দ্বন্দ্ব নিয়েও অনেক কথা হয়েছে, কাঠগড়ায় তোলা হয়েছে সৌরভকে।
এখন অধিনায়ক রোহিতে সাফল্যে সৌরভের ভালোগাও যেন একটু বাড়তি।দুটি বিশ্বকাপে তার নেতৃত্বে অপরাজিত থেকে ফাইনালে উঠল ভারত। তার নেতৃত্বের মান ফুটে উঠছে এতেই। আমি অবশ্য তার সাফল্যে খুব একটা বিস্মিত নই। আমি বিসিসিআই সভাপতি থাকার সময় তাকে অধিনায়ক করা হয়েছিল, যখন ভিরাট কোহলি আর দায়িত্বে থাকতে চায়নি।” “তাকে অধিনায়ক করতে অনেকটা সময় লেগেছিল, কারণ সে দায়িত্ব নিতে তৈরি ছিল না। অনেক বুঝিয়ে অনেকটা জোর করেই আমরা তাকে অধিনায়ক করেছিলাম। এখন তার নেতৃত্বে ভারতীয় ক্রিকেটের অগ্রগতি দেখে আমি খুবই খুশি।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য