স্পোর্টস ডেস্ক
কোপা আমেরিকায় কোস্টারিকাকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে কলম্বিয়া। এ জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে তারা। অ্যারিজোনা স্টেট ফার্ম স্টেডিয়ামে ভোর ৪টায় শুরু হওয়া ম্যাচে ৬৩ শতাংশ বলের দখল নিজেদের কাছে রেখেছে কলম্বিয়া। লক্ষ্যে করেছিল ৫ শট। বিপরিতে একটিও লক্ষ্যে রাখতে পারেনি কোস্টারিকা। ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক খেলতে শুরু করে কলম্বিয়া। একের পর এর আক্রমনেও গোলের দেখা পেতে দেরি হচ্ছিল তাদের। ৩১ মিনিটে কোস্টারিকার গোলরক্ষকের ফাউলে পেনাল্টি পায় কলম্বিয়া। সেই পেনাল্টিকে গোলে পরিণত করেন দিয়াজ। এতে ১-০ গোলে এগিয়ে যায় কলম্বিয়া। এই ব্যবধান নিয়েই বিরতিতে যায় তারা। বিরতির পর আক্রমণ বাড়ায় কলম্বিয়া। ৫৯ মিনিটে জন অ্যারিয়াসের নেয়া কর্নার কিক থেকে ভেসে আসা বলে দারুণ হেডে গোল করেন ডেভিনসন সানচেজ। ৩ মিনিট পর হামেস রদ্রিগেজের পাস থেকে জন করডোবা গোল করলে ব্যবধান দাঁড়ায় ৩-০। এই ব্যবধান নিয়েই জয় নিশ্চিত করে কলম্বিয়া। এ জয়ে টানা ১০ ম্যাচে জয় আর ২৫ ম্যাচে অপরাজিত থাকলো কলম্বিয়া।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
