ঢাকা , রবিবার, ৩১ অগাস্ট ২০২৫ , ১৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
নুরের ওপর হামলার প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ নুরের ওপর হামলা গভীর ষড়যন্ত্র ও চক্রান্তের অংশ- অ্যাটর্নি জেনারেল একটি গোষ্ঠী নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে নুরের ওপর হামলায় জড়িত কেউ রেহাই পাবে না সাত বছর পর চীন সফরে গেলেন নরেন্দ্র মোদি অন্তর্ভুক্তিমূলক নিরাপদ বাংলাদেশ গড়তে বিএনপি বদ্ধপরিকর- তারেক রহমান অদৃশ্য অরাজকতায় ষড়যন্ত্রের আভাস পোরশায় সবজি বাজারে ঊর্ধ্বগতি, কিনতে ক্রেতাদের পকেট খালি ধানের প্রকৃত নামেই চাল বাজারজাত করতে হবে গোমস্তাপুরে হাঁস পালন করে ভাগ্য পরিবর্তন, তরুণদের অনুপ্রেরণা শরিফুল ইসলাম গোমস্তাপুরে বারোমাসি আম চাষে সাফল্যের গল্প নির্বাচনী রোডম্যাপ নিয়ে দু-একটি দল ধোঁয়াশা সৃষ্টি করছে-সালাহউদ্দিন আহমদ ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হিসেবে দেখছে ইসি রোডম্যাপ ঘোষণা সুষ্ঠু নির্বাচন ভন্ডুলের নীল নকশা-তাহের আদালতের প্রতি ‘আস্থা’ নেই বলে জামিন চাননি লতিফ সিদ্দিকী বিচার-সংস্কার নির্বাচনের মুখোমুখি গ্রহণযোগ্য নয়-সাকি তথ্য ক্যাডারে অসন্তোষ হতাশা সিনিয়রদের নির্বাচন না হলে জাতি ক্ষতিগ্রস্ত হবে-মির্জা ফখরুল আমরা পুরোনো রাজনৈতিক ব্যবস্থায় ফিরতে চাই না : পররাষ্ট্র উপদেষ্টা নির্বাচনী রোডম্যাপ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ

৩ বছর প্রেমের পর বিয়ের আয়োজন  যৌতুক চাওয়ায় কনের আত্মহত্যা

  • আপলোড সময় : ৩০-০৬-২০২৪ ১০:৪০:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৬-২০২৪ ১০:৪০:৩৬ পূর্বাহ্ন
৩ বছর প্রেমের পর বিয়ের আয়োজন  যৌতুক চাওয়ায় কনের আত্মহত্যা

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
গায়ে হলুদের অনুষ্ঠানের প্রস্তুতি চলছে। পরের দিন দুপুরে বিয়ে। আত্মীয়-স্বজনরা আসতে শুরু করেছে। এরই মাঝে ঘটল মর্মান্তিক এক ঘটনা। অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে কনে আত্মহত্যা করেন। লিখে রেখে গেছেন একটি চিরকুট। চট্টগ্রামের পটিয়ার হাইদগাঁও ইউনিয়নের নম্বর ওয়ার্ডে গত বৃহস্পতিবার বিকেল এমন হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে।
এদিন সিরাজ গাজী তালুকদারের বাড়িতে সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দেন ২০ বছর বয়সী রিমা আকতার। সময় ঘরের দরজা বন্ধ পেয়ে ডাকতে থাকে রিমার পরিবারের সদস্যরা। কোনো সাড়া শব্দ না পেয়ে দরজা ভাঙে তারা। ভেতরে গিয়ে তারা রিমাকে ঝুলন্ত অবস্থায় দেখে। রিমাকে তখনই উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টার দিকে মারা যান রিমা। নিহত রিমা পটিয়া সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রী।
জানা যায়, এদিন রাতেই রিমার গায়ে হলুদ এবং গত শুক্রবার দুপুরে বিয়ে হওয়ার কথা ছিল। রিমার হবু স্বামী মিজানুর রহমান মোরশেদ একজন ব্যাংকার। তিনি আল আরাফাহ ইসলামি ব্যাংকে কর্মরত আছেন। তারা দুজনই একই এলাকার বাসিন্দা। তাদের মাঝে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। সে সম্পর্কই শেষ পর্যন্ত গড়ায় বিয়ে পর্যন্ত। কিন্তু যৌতুকের জন্য অকালেই বলি হতে হলো রিমাকে। রিমার পরিবার জানায়, দুদিন আগেও রিমার কৃষক বাবা মনির আহমদ নগদ দুই লাখ টাকা দিয়েছিলেন বর মোরশেদের পরিবারকে। তার পরও ফার্নিচার নিয়ে চলছিল দুই পক্ষের মধ্যে নানা হিসাব-নিকাশ। নিয়ে কয়েক দিন ধরে রিমাকে ফোনে নানা ধরনের হুমকি দিয়ে আসছিলেন মোরশেদ। সেই অপমানে রিমা আত্মহত্যা করেন। এদিকে আত্মহত্যার আগে একটি চিরকুট লিখে রেখে গেছেন রিমা। সেখানে লেখা আছে, ‘প্রিয় শখের পুরুষ, তুমি করো তোমার বিয়ে। অনেক ভালোবেসেছি এবং অতিরিক্ত যন্ত্রণাও দিয়েছো। আমি পারছি না, এত যন্ত্রণা নিতে। বাকি জীবনটা সুন্দর করে উপভোগ করতে পারলাম না। ভালো থেকো, আজকের দিনেও তোমার যন্ত্রণা আমি নিতে পারছি না। আমার পরিবার থেকে যে যৌতুকের টাকা তোমাদের দিয়েছে সেগুলো শোধ করে দিও। তুমি আমাকে বাঁচতে দিলে না, আমি বাঁচতে পারতাম যদি আমি বেশি মানসম্মানওয়ালা পরিবারে জন্মগ্রহণ না করতাম। সবাই আমাকে ক্ষমা করে দিও। আর আমার পোস্ট মর্টেম করে আমার সব যন্ত্রণা ধুয়েমুছে আমাকে কবরে পাঠিয়ো। রিমার ছোট চাচা নাছির উদ্দিন বলেন, ‘তিন বছর ধরে একই এলাকার মিজানুর রহমানের ছেলের সঙ্গে রিমার প্রেমের সম্পর্ক চলছিল। আমরা পারিবারিকভাবেই গত শুক্রবার বিয়ের তারিখ ঠিক করি। অনুষ্ঠান উপলক্ষে গত বৃহস্পতিবার সকালে রিমা মোরশেদ মোবাইলে ভিডিও কলে কথা বলছিল। এরপর ঘরের দরজা বন্ধ করে রিমা আত্মহত্যা করে। নিহত রিমার ভাই আজগর হোসেন বলেন, ‘বিয়েতে বরযাত্রীর খাওয়া-দাওয়া বাবদ মোরশেদের পরিবারকে নগদ দুই লাখ টাকা দেয়া হয়েছে। তার পরও আমার বোনের কাছে যৌতুক হিসেবে ফার্নিচার, টিভি, ফ্রিজ বিয়ের খরচ হিসেবে আরো নগদ টাকা দাবি করে। উভয়ের প্রেমের সম্পর্ক থাকা সত্ত্বেও যৌতুক দাবি করার অপমান সইতে না পেরে আমার বোন আত্মহত্যার পথ বেছে নেন। তারা যে এতটা যৌতুক লোভী হবে আমরা জানতাম না। নিজের প্রাণ দিয়ে আমার বোন তাদের মুখোশ উন্মোচন করে দিয়ে গেছেন। মৃত্যুর আগে সে সুইসাইড নোটে নানা কথা লিখে রেখে গেছেন। রিমার লাশ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। গত শুক্রবার ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।
পটিয়া থানার ওসি জসিম উদ্দিন বলেন, হাইদগাঁও এলাকায় এক তরুণীর আত্মহত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। কিন্তু লাশ পাওয়া যায়নি। তার লাশটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনায় নিহতের পরিবারের কাছ থেকে লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য