ঢাকা , শনিবার, ১৯ জুলাই ২০২৫ , ৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
শিক্ষক সঙ্কটে প্রাথমিক শিক্ষার বেহাল দশা আড়ালে শক্তির জানান দিতে চায় জামায়াত নির্বাচন নিয়ে সংশয় উৎকণ্ঠায় বিএনপি পিআর পদ্ধতি খায় না মাথায় দেয়-প্রশ্ন সালাহউদ্দিনের ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪ গুলিতে নিহতদের ময়নাতদন্ত কেন হয়নি হামলার ঘটনায় গোয়েন্দা ব্যর্থতা ছিল-সাবেক আইজিপি গোপালগঞ্জে গ্রেফতার আতঙ্ক ক্ষতির মুখে ব্যবসায়ীরা মাদ্রাসার মোহতামিমকে অবরুদ্ধ করে কমিটিতে বিএনপি নেতার স্বাক্ষর কুষ্টিয়ায় ‘চাঁদা না পেয়ে’ হামলার অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে গাজীপুরে কাভার্ড ভ্যানচাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত সুনামগঞ্জে পানিতে ডুবে মা-মেয়ের মৃত্যু সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত র‌্যাবের পোশাকে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৫ জন কারাগারে যান্ত্রিক ত্রুটির কবলে পড়া বিমান দুবাই থেকে ফিরল ৩০ ঘণ্টা বিলম্বে সাঁতার জানতেন ইবি শিক্ষার্থী সাজিদ, পুকুরে ডুবে মৃত্যু রহস্যজনক চট্টগ্রামে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ বিএনপির ইন্টারনেট শাটডাউন রোধে আসছে আইন : ফয়েজ আহমদ তিন লাখ মানুষের জন্য তিনজন চিকিৎসক গোপালগঞ্জে হামলাকারীদের ছাড় দেওয়া হবে না-স্বরাষ্ট্র উপদেষ্টা

মশার উপদ্রবে অতিষ্ঠ নগরবাসী

  • আপলোড সময় : ৩০-০৬-২০২৪ ১০:১৪:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৬-২০২৪ ১০:১৪:১৮ পূর্বাহ্ন
মশার উপদ্রবে অতিষ্ঠ নগরবাসী
নীলুফার ইয়াসমিন চৌধুরী
রাজধানীতে কিউলেক্স মশার উপদ্রবে অতিষ্ঠ নগরবাসী। মশা দমনে নগর প্রশাসনের পক্ষ থেকে নানা পদক্ষেপ নেয়ার পরও নগরীতে মশার উপদ্রব কমেনি। দিনরাত মশার ৎপাতে সমান দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরবাসীকে। কখনো ফগার দিয়ে, কখনো স্প্রেয়ারের সাহায্যে ছিটানো হচ্ছে ওষুধ কিন্তু তারপরও কমছে না মশার ¦ালাতন। জনগণের মধ্যে মশা প্রতিরোধে সচেতনতার অভাবও রয়েছে। ফলে দেখা যাচ্ছে পদক্ষেপ নিলেও তা খুব একটা উপকারে আসছে না। বাংলাদেশে ১২৩ প্রজাতির মশা আছে। এর মধ্যে ঢাকায় কিউলেক্স এডিস মশার আধিপত্য বেশি। আর একটা প্রজাতির মশা ঢাকায় আছে, তবে সেটি তুলনামূলক কম। এই প্রজাতির মশা ম্যানসোনিয়া মশা নামে পরিচিত। মূলত এই প্রজাতির মশা কচুরিপানা ভর্তি ডোবা বা পুকুরে বেশি জন্মায়। শীতকালে ঢাকায় কিউলেক্স মশার ৎপাত অনেক বেশি বেড়ে যায়। এরপর বর্ষা মৌসুমে এডিস মশার উপদ্রব বাড়ে। এডিস মশা খুব অল্প পরিমাণ পানিতে বংশবৃদ্ধি করতে পারে। এই মশা সাধারণত পরিষ্কার পানিতে বংশবৃদ্ধি করে। দেখা যায় মানুষ যত্রতত্র পলিথিনের ব্যাগ, ডাবের খোসা, বোতল, ক্যান, পরিত্যক্ত টায়ার বা বিভিন্ন ধরনের পাত্র ফেলে রাখে। সেগুলোতে জমা বৃষ্টির পানিতে এডিস মশা অনায়াসে বংশবিস্তার করে থাকে পাশাপাশি ফুলের টবে কিংবা ছোটখাটো পাত্রে পানি জমে থাকলে তাতেও বংশবিস্তার হয়। এতে করে নগরীতে বারো মাসই মশার উপদ্রব থাকে। সারা বছরই এডিস কিউলেক্স মশা দেখা যায়। তবে নভেম্বর থেকে মার্চ পর্যন্ত এর ৎপাত বেশি হয়। মার্চের শেষের দিকে বৃষ্টি শুরু হলে তখন এর আধিক্য কমতে শুরু করে। এক গবেষণায় দেখা যায় যখন পানির দূষণ বাড়তে থাকে তখন কিউলেক্সের আধিক্য বেড়ে যায়। কারণ দূষিত পানিতে কিউলেক্সের মশা খাবার পায়। এডিস মশার মতো কিউলেক্স মশা ভয়াবহ না হলেও মশার কামড়ে অনেক সময় গোদরোগ হয়। এটি হলে হাত-পা ফুলে শরীরের বিভিন্ন অংশ বড় হয়ে যায়। ড্রেন বা ডোবাগুলোতে পানির ফ্লো যত কম থাকবে তত এই মশার প্রজনন বাড়তে থাকবে। বৃষ্টির সময়ে ড্রেন বা ডোবাতে ফ্লো থাকে বেশি। তাই তখন এর ডিম থেকে বাচ্চা বের হতে পারে না। তাই বৃষ্টির সময়ে এর আধিক্য অনেক কম থাকে। নগরবাসী এই মশার অত্যাচার থেকে বাঁচতে চায়। তাই এখনি কর্তৃপক্ষকে নিতে হবে কার্যকরী পদক্ষেপ। প্রথমত মশা নিয়ন্ত্রণ করতে হলে মশার বংশবিস্তারের সুযোগ নষ্ট করতে হবে। সেইসঙ্গে পূর্ণাঙ্গ মশা লার্ভানাশক ওষুধও যথেষ্ট পরিমাণে ছিটাতে হবে। মশার হটস্পটগুলো চিহ্নিত করে সেসব জায়গায় অভিযান সর্বাধিক জোরদার করতে হবে। মশার বংশবৃদ্ধির অন্যতম কারণগুলোর মধ্যে রয়েছে বর্জ্য নিষ্কাশন, অপরিকল্পিত নির্মাণ কাজ এবং সঠিক পয়ঃনিষ্কাশন রক্ষণাবেক্ষণের অভাব। তাই ড্রেনগুলোর ফ্লো সচল রাখতে যেখানে-সেখানে বর্জ্য ফেলা বন্ধ করতে হবে। যে কোনো উপায়ে মশা নির্মূল করতে হবে। মশা নিয়ন্ত্রণে এখনই কঠোর ব্যবস্থা না নিলে মশার ঘনত্ব অনেক বেড়ে যেতে পারে এবং যা ভবিষ্যতে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

সমাজকর্মী, খিলগাঁও
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য