ঢাকা , সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫ , ১৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবির গুরুত্ব তুলে ধরেছেন ড. কুদরত এ খোদা সিরাজগঞ্জে দ্ইু নৌকার সংঘর্ষে নিহত ২, আহত ১৫ তফসিল ঘোষণায় সিইসির তড়িঘড়ি সন্দেহের কারণ- গোলাম পরওয়ার রাজউকের এস্টেট ভ‚মি ২-এর এডি আব্দুস সাত্তারের বিরুদ্ধে অভিযোগের পাহাড় বেসরকারি স্বাস্থ্যখাত হবে সেবামুখী ব্যবসা -ডা. তাহের সাগরে ভেসে যাওয়া ২ বন্ধু সৈকতে ফিরলো লাশ হয়ে কক্সবাজারে নদী-পরিবেশ দূষণ করলে হোটেল বন্ধ করে দেওয়ার নির্দেশ -নৌপরিবহন উপদেষ্টা নুরের মাথায় রক্তক্ষরণসহ নাকের হাড় ভেঙেছে তিন দফা দাবিতে শহীদ মিনারে শিক্ষকদের মহাসমাবেশ নুরের ওপর হামলার নির্দেশের অডিওটি ভুয়া- স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভিপি নুরুল হকের সুস্থতা কামনা করছি- মহাসচিব জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা অগ্নিসংযোগ বাতিল হওয়া এনআইডি সংশোধনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত দু’ রাজনৈতিক দলের সহিংস পরিস্থিতি নিয়ে যা জানালো আইএসপিআর বিভিন্ন এজেন্সি থেকে জঙ্গি লিস্ট দিয়ে বলা হতো ছাড়া যাবে না- আসিফ নজরুল জমে উঠেছে ভোটের মাঠ একে একে চলে গেলেন সাতজন হাসপাতাল-ফার্মাসিউটিক্যাল সরকারের নিয়ন্ত্রণমুক্ত করবে বিএনপি-আমির খসরু খাদ্য, পানি, বায়ু ও প্রকৃতি সুরক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে-পরিবেশ উপদেষ্টা খাদ্য, পানি, বায়ু ও প্রকৃতি সুরক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে-পরিবেশ উপদেষ্টা

কলারোয়ায় সমাজসেবা অফিস থেকে ফ্রি সেবা প্রদান 

  • আপলোড সময় : ২৮-০২-২০২৪ ১০:১৭:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০২-২০২৪ ১০:১৭:৪৬ পূর্বাহ্ন
কলারোয়ায় সমাজসেবা অফিস থেকে ফ্রি সেবা প্রদান  কলারোয়ায় সমাজসেবা অফিস

কলারোয়ায় ভালোবাসা দিয়ে অসহায় ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাড়িয়েছে উপজেলা সমাজসেবা অফিস। এই উপজেলায় বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা, অসচ্ছল প্রতিবন্ধী ভাতা, প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি, হিজড়া জনগোষ্ঠীর শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি, হিজড়া জনগোষ্ঠীর বিশেষ ভাতা, বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি, ক্যান্সার, কিডনি লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, থ্যালাসেমিয়া ও জন্মগত হৃদরোগীর আর্থিক সহায়তা কর্মসূচি, ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পূর্নবাসন ও বিকল্প কর্মসংস্থান, প্রতিবন্ধিতা সনাক্তকরণ ও কার্ড প্রদান, রোগী কল্যাণ সমিতির মাধ্যমে গরীব রোগীদের সহায়তা প্রদান, দরিদ্র/অসহায় ব্যক্তিদের আর্থিক সহায়তা প্রদান সহ ৫৪প্রকল্প সেবা দেয়া হয়। প্রতিবছর ক্যান্সার রোগীদের এ উপজেলা থেকে ২০ লাখ টাকা দেয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায় বলেন-উপজেলায় সমাজসেবা অফিস ২৫হাজার মানুষকে নিয়মিত ভাবে সেবা দিয়ে যাচ্ছে। তিনি সমাজসেবা অফিসের কার্যক্রমকে স্বাগত জানান। তালা-কলারোয়ার সংসদ সদস্য ফিরোজ আহম্মেদ স্বপন বলেন-উপজেলায় ২৫হাজার ২শ ৪৩জন ব্যক্তি নিয়মিত ভাবে সেবা নিচ্ছেন। সব মিলে সমাজসেবা অফিস কলারোয়ায় ভাল সেবা দিয়ে যাচ্ছে। 
কচুয়ায় বীর মুক্তিযোদ্ধার মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন 
কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি 
কচুয়ায় বীর মুক্তিযোদ্ধার মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। কচুয়া উপজেলার গজালিয়া ইউনিয়নের গজালিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা ডা. আবদুল গফফার কাজী (৭৫) পিতা মৃত-মমিন উদ্দিন কাজী গত রাত ১২টা ৪৫ ঘটিকায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 
গত সোমবার দুপুর ১টা ৫০ মিনিটে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অর্নার শেষে স্থানীয় ঈদগাহ ময়দানে নামাজে জানাজা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে মরহুমের পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন হয়। তিনি মৃত্যুকালে ১ স্ত্রী, ৩ পুত্র সন্তান ও ৩ কন্যাসন্তান রেখে যান। 
গার্ড অব অনারে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা নির্র্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জী, ওসি তদন্ত প্রভাস মল্লিক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মো. সাইফুল ইসলাম, আওয়ামী লীগের সাধরণ সম্পাদক (ভারপ্রাপ্ত) শিকদার কামরুল হাসান কচি, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শিকদার হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মো. আলী আকবর, বীর মুক্তিযোদ্ধা আ. ছত্তার তালুকদার, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মীর জয়েসী আশরাফী জেমস, জেলা আওয়ামী লীগ নেতা কে এম ফরিদ হাসান, যুবলীগ নেতা সুজন দিদার স্থানীয় বীরমুক্তিযোদ্ধা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ