ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের মালামাল চুরির অভিযোগে মো. সাদ্দাম হোসেন (৩০) ও মো. মোরশেদ (২৯) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার তেজগাঁও থানার ওসি মো. মহসিন এ তথ্য নিশ্চিত করেন। গত বৃহস্পতিবার তেজগাঁওয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে চুরি করা মালামাল উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, গ্রেপ্তার সাদ্দাম ট্রাক ভাড়া করে এক্সপ্রেসওয়ের মালামাল চুরি করেন। ট্রাক ভাড়া করে প্রথমে এক্সপ্রেসওয়ের বিভিন্ন স্পটে যান। এরপর সুযোগ বুঝে এক্সপ্রেসওয়ের বিভিন্ন মালামাল চুরি করেন। গত বৃহস্পতিবার এক্সপ্রেসওয়েতে দায়িত্ব পালনকালে সেখানকার নিরাপত্তারক্ষীরা সিসিটিভিতে মালামাল চুরির বিষয়টি শনাক্ত করেন। সাদ্দাম এক্সপ্রেসওয়েতে উঠে সেখানে থাকা রোড ব্যারিয়ার চুরি করেন। পরে নিরাপত্তারক্ষীরা ধাওয়া দিয়ে সাদ্দাম ও মোরশেদকে আটক করে পুলিশে সোপর্দ করেন। জিজ্ঞাসাবাদে সাদ্দাম জানান, চুরি করা এসব মালামাল তিনি বিভিন্ন হাউজিং সোসাইটির কাছে বিক্রি করেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় তিনটি মামলা রয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

ট্রাক ভাড়া করে এক্সপ্রেসওয়ের মালামাল চুরি, গ্রেফতার ২
- আপলোড সময় : ২৯-০৬-২০২৪ ০৭:৪০:১৬ অপরাহ্ন
- আপডেট সময় : ২৯-০৬-২০২৪ ০৭:৪০:১৬ অপরাহ্ন


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ