ঢাকা , শনিবার, ১৯ এপ্রিল ২০২৫ , ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
গাজায় ইসরায়েলি নির্মম গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ নড়াইলে সৌদি প্রবাসী হত্যা হামলা-ভাঙচুরের পর পুরুষশূন্য গ্রাম প্রেস সচিবের মন্তব্যকে ‘অযাচিত’ বলছে ভারত রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল পলিটেকনিক শিক্ষার্থীদের ‘কাফন মিছিল’ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা অনৈক্যের সুর রাজনীতিতে বাড়ছে অবিশ্বাস দলিতদের পরিবর্তনে সরকারের ভূমিকা গুরুত্বপূর্ণ- আনু মুহাম্মদ মালয়েশিয়ায় অভিযানে ১৬৫ বাংলাদেশি আটক জাবির থিসিসের ফলাফল বিপর্যয়ের অভিযোগ ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০ জন হাসপাতালে ভর্তি চীনের অর্থায়নে পঞ্চগড়ে হাসপাতাল নির্মাণের দাবি যশোরে আগুনে পুড়লো ফার্মের ৪৪ হাজার মুরগি ঈদের পর থেকে বাজারে সবজির দাম বাড়তি চার মাসের সন্তানকে বিক্রি করে মোবাইল কেনেন মা! মানহীন কিন্ডারগার্টেনে ধ্বংস শিশুর ভবিষ্যৎ টিসিবির জন্য কেনা হবে ৫৪২ কোটি টাকার তেল সৌদি আরব-মরক্কো থেকে ৪৬৬ কোটি টাকার সার কিনবে সরকার জেলা হিসাবরক্ষণ কর্মকর্তাসহ ৫ জন দুদকের হাতে গ্রেফতার টিপাইমুখ বাঁধ দেয়ার প্রতিবাদ করায় ইলিয়াস আলী গুম হন- রিজভী কনটেইনারবাহী জাহাজ চলবে দুই বন্দরে

চট্টগ্রামে অগ্নিকাণ্ডে ৩ জনের মৃত্যু

  • আপলোড সময় : ২৯-০৬-২০২৪ ০৭:৩৭:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৬-২০২৪ ০৭:৩৭:২৯ অপরাহ্ন
চট্টগ্রামে অগ্নিকাণ্ডে ৩ জনের মৃত্যু
চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রাম নগরীর রিয়াজুদ্দিন বাজারের মোহাম্মদিয়া ও রিজওয়ান কমপ্লেক্স মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন জন নিহত হয়েছেনঅগ্নিদগ্ধ হয়েছেন আরও কয়েকজনতাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছেগত বৃহস্পতিবার রাত ১টা ৪০ মিনিটে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়অগ্নিকাণ্ডে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশিকআগুনে নিহতরা হলেন সাতকানিয়া উপজেলার পশ্চিম গাড়িয়ান টাঙ্গা এ ও সিয়া ইউনিয়নের শামসুল আলমের ছেলে মো. রিদুয়ান (৪৫) ও সাতকানিয়া উপজেলার কুতুবপাড়া মিজ্জারকিল বাংলাবাজার এলাকার বেঠা মিয়ার ছেলে মো. শাহেদ (১৮)অপরজনের নাম পরিচয় জানাতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মকর্তারালামার বাজার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. আলীবলেন, আগ্রাবাদ, লামারবাজার, নন্দনকানন ও চন্দনপুরাসহ চারটি স্টেশনের ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেভোর সাড়ে ৫টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছুই জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তাচট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশিকবলেন, কোতোয়ালি থানাধীন রিয়াজুদ্দিন বাজার রিজওয়ান কমপ্লেক্স ও মোহাম্মদিয়া প্লাজায় অগ্নিকাণ্ড ঘটেএতে মার্কেটের পাঁচতলার বাসা থেকে আগুনের ধোঁয়ায় নিশ্বাস নিতে না পারায় অজ্ঞান হওয়া পাঁচ জনকে চমেক হাসপাতালে আনা হয়হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তিন জনকে মৃত ঘোষণা করেনআহত বাকি দুজন নারীকে ৩৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছেজানা যায়, সাতকানিয়া উপজেলার মির্জাখীল কুতুবপাড়া এলাকায় মো. শাহেদ ও মো. ইকবাল দুই বন্ধুছোটবেলা থেকেই একসঙ্গে চলাফেরা তাদেরশাহেদ চলে আসেন শহরেবন্ধুত্বের টানে ইকবালও চলে আসেনশাহেদ চাকরি নেন রিয়াজুদ্দিন বাজারের আজওয়ার টেলিকমেইকবালের চাকরি শহরের অন্য জায়গায়গতকাল শুক্রবার মার্কেট বন্ধ হলে গত বৃহস্পতিবার রাতেই দুই বন্ধু একত্র হনভয়াবহ অগ্নিকাণ্ডে তাদের মৃত্যুও হলো একসঙ্গেগত বৃহস্পতিবার গভীর রাতে রিয়াজুদ্দিন বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুন মূহুর্তেই ছড়িয়ে পড়েধোঁয়ায় অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে মোহাম্মদীয়া মার্কেটএ সময় কোন উপায় খুঁজে না পেয়ে শাহেদ ফোন করেন দোকানের মালিক সাজ্জাদ মিয়াকেতখন সময় রাত পৌরে ২টাফোন পেয়েই দোকান মালিক শাহেদকে নির্দেশনা দেন- সে যেন সিঁড়ি বেয়ে ছাদের উপরে উঠে যায়কিন্তু ধোঁয়ায় চোখ-মুখ বন্ধ হয়ে যায় শাহেদেরসবদিকে অন্ধকারপরে আবারও ফোন দেন শাহেদতখন সাজ্জাদ পরামর্শ দেন-চোখে মুখে কাপড় মুড়িয়ে হলেও যেন ছাদে দৌড়ে চলে যায়কিন্তু নিরুপায় শাহেদনিজেকে বাঁচাতে হামাগুড়ি দিয়ে খুঁজে নেন টয়লেটসেখান থেকে মালিককে ফোন দিয়ে জানান- আমি টয়লেটেআমার জন্য দোয়া করবেনকালেমা পড়তে পড়তে মোবাইল সংযোগ বিচ্ছিন্ন করেন শাহেদগতকাল শুক্রবার সাপ্তাহিক ছুটিতে গ্রামের বাড়ি সাতকানিয়ায় চলে গিয়েছিলেন দোকানের মালিক সাজ্জাদ মিয়াআগুন লাগার খবর পেয়ে মোটরসাইকেলে ছুটে আসেন রিয়াজুদ্দিন বাজারেততক্ষণে সবকিছু শেষ হয়ে গেছেধোঁয়ার কারণে ভেতরে ঢুকতে পারেননি সাজ্জাদ মিয়াঅন্য ভবনের ২য় তলা দিয়ে মার্কেটে প্রবেশ করেন তিনিদ্বিতীয় তলায় গিয়ে দেখেন- টয়লেটে পড়ে আছে শাহেদের নিথর দেহসেখান থেকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেনআজওয়ার টেলিকমের মালিক সাজ্জাদ মিয়া বলেন, যখন আমি তার ফোন পেয়েছি সঙ্গে সঙ্গে আমার নির্দেশনা ছিল- সে যেন ছাদে চলে আসেদোকানের সব গলিই তার মুখস্থচোখ বন্ধ করেও সে ছাদে চলে আসতে পারবে- এমন ধারণা ছিল আমারকিন্তু পরে আমি সাতকানিয়া থেকে ছুটে এসে দেখলাম, ধোঁয়ার কারণে হাঁটাচলা তো দূরের কথা চোখের জ¦ালা যন্ত্রণায় টিকে থাকাটায় দায় হয়ে গেছেচোখেমুখে কাপড় মুড়িয়ে দোকানের ভেতরে গিয়ে দেখি, সে টয়লেটের মধ্যে পড়ে আছেসর্বশেষ যখন আমার সঙ্গে কথা হয় তখন সে শুধু কালেমা পড়ছিলএদিকে অগ্নিকাণ্ডে নিহতদের দেখতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যান চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরীগতকাল শুক্রবার সকালে চমেক হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি হওয়া রোগীদের সমবেদনা জানান মেয়রদুর্ঘটনায় নিহতদের লাশ জরুরি ভিত্তিতে বাড়িতে পাঠানোর ব্যবস্থা করেন মেয়র এবং চিকিৎসারতদের যাতে কোন অসুবিধা মোকাবিলা করতে না হয় সেজন্য কর্তব্যরত চিকিৎসকদের সতর্ক থাকার নির্দেশ দেনমেয়র নিহতদের জন্য শোক জানান এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করেন
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য