নিজ সংসদীয় এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি চলার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও পাবনা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শামসুল হক টুকু। পরে জরুরি চিকিৎসার জন্য তাকে হেলিকপ্টারযোগে ঢাকায় আনা হয়েছে। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৩টায় বেড়া আবদুল খালেক স্টেডিয়াম থেকে নৌবাহিনীর হেলিকপ্টারযোগে তাকে ঢাকায় আনা হয়। এর আগে বেলা ১১টার দিকে বেড়া বিপিন বিহারী পাইলট উচ্চবিদ্যালয় মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। উদ্বোধন শেষে নিজ বাড়ির সংলগ্ন নৌকা চত্বরে বৃক্ষরোপণের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় হঠাৎ তিনি অসুস্থতা বোধ করেন? এবং হেলে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কিছুটা সুস্থতাবোধ করায় তাকে উন্নত চিকিৎসার জন্য তাকে নৌবাহিনীর হেলিকপ্টারযোগে ঢাকায় আনা হয়েছে। হাসপাতালে অবস্থানরত তার পরিবারের এক সদস্যে জানান, নিজ এলাকাতে গিয়ে সামাজিক ও রাজনৈতিক কাজ করার সময় অসুস্থ হয়ে পড়েন স্পিকার। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসাসেবা দিয়ে দ্রুত হেলিকপ্টারযোগে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) আইসিইউতে ভর্তি করা হয়। তিনি আরও জানান, সেখানে চিকিৎসক দল পরীক্ষা নিরীক্ষার করে তাকে ক্যাবিনে স্থানান্তর করেছেন। এখন তিনি সুস্থ ও স্বাভাবিক রয়েছেন। পরিবারের পক্ষ থেকে তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার পরিবার। বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোরশেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুপুরে একটি অনুষ্ঠান শেষে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এখন তিনি মোটামুটি সুস্থ আছেন কিন্তু ওঁর হার্টের অবস্থা ততটা ভালো নয় এজন্য সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
হঠাৎ অসুস্থ ডেপুটি স্পিকার, হেলিকপ্টারে আনা হলো ঢাকায়
- আপলোড সময় : ২৮-০৬-২০২৪ ১১:০৩:৩৬ অপরাহ্ন
- আপডেট সময় : ২৮-০৬-২০২৪ ১১:০৩:৩৬ অপরাহ্ন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ