ঢাকা , বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫ , ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
মেধাস্বত্ব সংরক্ষণে সেল প্রতিষ্ঠার উদ্যোগ ইউজিসির বিপুল আমদানিতেও ভোজ্যতেলের বাজার অস্থিতিশীল চিন্ময় দাসের জামিন প্রশ্নে হাইকোর্টের রুল মুক্তিযোদ্ধা তথ্যভাণ্ডার তৈরিতে অনিয়ম এ সরকারও কুমিল্লা থেকে খুনের ইতিহাস শুরু করেছে-শামসুজ্জামান দুদু যুব সমাজ দেশে জীবন ও জীবিকার নিশ্চয়তা পাচ্ছে না-জিএম কাদের ট্রাম্পের শুল্কনীতির অস্থিরতায় বিশ্ব অর্থনীতির ঝুঁকি বাড়ছে সাংবাদিকদের ওপর নির্যাতন বাড়ছে পাচার অর্থ ফেরাতে কানাডার সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা ২৩৯৯ কোটি টাকা ব্যয়ে ক্রয় কমিটিতে ১২ প্রস্তাব অনুমোদন প্রশাসন ক্যাডারের তরুণদের হতাশা-ক্ষোভ গুচ্ছে থাকছে ২০ বিশ্ববিদ্যালয় ৯ বছরেও ফেরেনি রিজার্ভ চুরির অর্থ কারাগার থেকে ফেসবুক চালানো সম্ভব নয় ৮ ফেব্রুয়ারি ছয় সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ-আসিফ নজরুল এক সপ্তাহ পর ক্লাসে ফিরলেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা কোটায় উত্তাল জাবি সংখ্যানুপাতিক নির্বাচনব্যবস্থা সমর্থন করছি না-মান্না চট্টগ্রামে আওয়ামী লীগ-ছাত্রলীগের ৪৬ নেতাকর্মী গ্রেফতার বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত আজ
শীঘ্রই রদবদল আসছে গুরুত্বপূর্ণ মন্ত্রীদের দপ্তর

বড় হচ্ছে মন্ত্রিসভার আকার

  • আপলোড সময় : ২৮-০৬-২০২৪ ০৮:৫৯:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৬-২০২৪ ০২:৩৯:৩১ অপরাহ্ন
বড় হচ্ছে মন্ত্রিসভার আকার
মন্ত্রিসভার সম্প্রসারণের বিষয়টি নতুন করে সামনে এসেছেবাজেটের পরে অর্থাৎ আগামী জুলাই মাসের যে কোন সময় মন্ত্রিসভার সম্প্রসারণ হতে পারে এমন গুঞ্জন হচ্ছে আওয়ামী লীগ মহলেবিভিন্ন সূত্র গুলো বলছেন, মন্ত্রিসভায় আরও নতুন মুখ আসতে পারেএজন্য একাধিকজনের নামের লিস্ট তৈরি করেছেন প্রধানমন্ত্রীদু একজন মন্ত্রীর দপ্তর পরিবর্তনের বিষয়টিও ভাবা হচ্ছে বলে দায়িত্বশীল একাধিক সুত্র নিশ্চিত করেছে
আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর সপ্তাহব্যাপী নানা রকম অনুষ্ঠানের আয়োজন চলছেএরআগে গত ২১ জুন দুদিনের ভারত সফর করেন প্রধানমন্ত্রীআজ শনিবার (২৯ জুন) জাতীয় সংসদে বাজেট পাশ করা হবেআগামীকাল রোববার (৩০জুন) পাস হবে অর্থবিলসবকিছু মিলিয়ে গোটা জুন মাস জুড়েই প্রধানমন্ত্রী শেখ হাসিনার টানা ব্যস্ততাতাই এই বাজেট অধিবেশনের পরপরই রদবদল হতে পারে টানা চার মেয়াদে শেখ হাসিনার নেতৃত্বাধীণ সরকারের মন্ত্রিসভার। ( সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে)
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গত ১১ জানুয়ারি প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভায় ৩৭ জন সদস্য শপথ নেনপরে গত ২ মার্চ দ্বিতীয় দফায় আরও ৭ জন প্রতিমন্ত্রী যুক্ত হন মন্ত্রিসভায়এতে করে মন্ত্রিসভার সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ৪৪ জনে২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পাস হতে পারে ৩০ জুনএরপর যেকোনো দিন মন্ত্রিসভায় রদবদল হতে পারেকোনো কোনো মন্ত্রণালয়ে যুক্ত হতে পারে নতুন মন্ত্রী. প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী অথবা বর্তমান মন্ত্রীদেরও হতে পারে মন্ত্রণালয় রদবদল
আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী মন্ত্রিসভা বড় করার জন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছেনইতোমধ্যে তিনি প্রাথমিক আলাপ আলোচনা শুরু করেছেনমন্ত্রিসভার এই রদবদলে এবারও রাজনৈতিক নেতৃবৃন্দকে গুরুত্ব দেওয়া হবে বলে ধারণা করা হচ্ছেগুরুত্বপূর্ণ কয়েকজন আওয়ামী লীগের ত্যাগী নেতা মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হতে পারেন বলে বিভিন্ন মহলে গুঞ্জন রয়েছে।  তবে আওয়ামী লীগের একজন সভাপতিমণ্ডলীর সদস্য বলেছেন, মন্ত্রিসভার রদবদলের বিষয়টি তিনিও শুনেছেনতবে এটি প্রধানমন্ত্রীর একক এখতিয়ারতিনি কখন কীভাবে মন্ত্রিসভা রদবদল করবেন তা একান্তই তার সিদ্ধান্তকিন্তু মন্ত্রিসভার রদবদলের ব্যাপারে ক্ষমতাসীন দলের মধ্যে নানা রকম আলাপ আলোচনা এবং উত্তেজনা এখন দৃশ্যমান
সরকারের উচ্চ পর্যায়ের সূত্র জানায়, বর্তমান মন্ত্রিসভায় প্রধানমন্ত্রীসহ সদস্য সংখ্যা রয়েছে ৪৪ জনচলতি বছরের ১১ জানুয়ারি মন্ত্রিসভায় প্রধানমন্ত্রীসহ ৩৭ সদস্য শপথ নেনএর মধ্যে পূর্ণ মন্ত্রী ২৫ জনপ্রতিমন্ত্রী ১১ জনপরে গত ২ মার্চ নতুন সাত প্রতিমন্ত্রী শপথ নিলে প্রতিমন্ত্রীর সংখ্যা দাঁড়ায় ১৮ জনেসব মিলিয়ে মন্ত্রিসভার সদস্য সংখ্যা ৪৪ জনযদিও গত মন্ত্রিসভার সদস্য সংখ্যা ছিল ৪৯সে তুলনায় এখন আরও ৫ জন মন্ত্রিসভার সদস্য বাকি রয়েছেনগত মন্ত্রিসভায় তিন উপমন্ত্রী থাকলেও বর্তমান মন্ত্রিসভায় কোনো উপমন্ত্রী নেইফলে কয়েকজন উপমন্ত্রী যুক্ত হতে পারেনআবার কয়েকটি মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী থাকলেও পূর্ণ মন্ত্রী নেইমন্ত্রিসভা সম্প্রসারণে এ বিষয়গুলো বিবেচনায় আসতে পারেএ ছাড়া আরও কয়েকজনকে মন্ত্রী করা হতে পারেবিষয়টি নিয়ে হোম ওয়ার্ক করছেন স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনাএ ছাড়া সরকারপ্রধান শেখ হাসিনা বর্তমান মন্ত্রিসভার কোনো মন্ত্রী-প্রতিমন্ত্রীকে অবজারভেশনে রেখেছেনতবে অবজারভেশনে কোনো কোনো মন্ত্রি-প্রতিমন্ত্রীর কর্মকাণ্ডে সন্তুষ্ট নন প্রধানমন্ত্রীতিনি কোনো মন্ত্রী-প্রতিমন্ত্রীকে মন্ত্রিসভা থেকে বাদ না দিলেও তাদের মন্ত্রণালয় রদবদল করার কথা ভাবছেনএর মধ্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে নতুন মন্ত্রী যুক্ত হতে পারেরদবদল হতে পারে অর্থ মন্ত্রণালয়েপল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে আসতে পারে রদবদলভিন্ন কোনো মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীকে রদবদল করে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যুক্ত করা হতে পারেবেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে হতে পারে রদবদলপরিকল্পনা মন্ত্রণালয়ে আসতে পারে রদবদলএকই সঙ্গে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়েও একজন প্রতিমন্ত্রী যুক্ত হতে পারেনজনপ্রশাসন মন্ত্রণালয় যেহেতু অনেক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় সে কারণে একজন প্রতিমন্ত্রী যুক্ত হতে পারেনশিক্ষা মন্ত্রণালয়ে আসতে পারে রদবদলশিল্প মন্ত্রণালয়েও আসতে পারে রদবদলপানি সম্পদ মন্ত্রণালয়ে একজন প্রতিমন্ত্রী যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছেতথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে একজন পূর্ণমন্ত্রী দেওয়া হতে পারেপ্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে পরিবর্তন আসতে পারেবাণিজ্য মন্ত্রণালয়ে একজন পূর্ণমন্ত্রী যুক্ত হতে পারে অথবা বাণিজ্য মন্ত্রণালয়ে আসতে পারে রদবদলশ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে একজন মন্ত্রী যুক্ত হতে পারেন
খোঁজ নিয়ে জানা গেছে, শেখ হাসিনার নেতৃত্বে টানা চার মেয়াদে ক্ষমতায় আছে আওয়ামী লীগ সরকারতাই এবারের মন্ত্রীসভায় যারা আসবেন তাদের মধ্যে তরুণদের প্রাধান্য দেওয়া হতে পারেযারা দলের জন্য নিবেদিত প্রাণ, সৎ, শিক্ষিত, দক্ষ তাদেরই মন্ত্রিসভায় নিয়ে আসা হবেএটিই হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চমকতবে তিনি যাকে ভালো মনে করবেন তাকেই মন্ত্রিসভায় রাখবেনএর মধ্যে আলোচনায় রয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, নুরুল ইসলাম নাহিদ, সভাপতিমণ্ডলীর সদস্য ড. মো. আবদুর রাজ্জাক, শাহজাহান খান, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনের এমপি আ ফ ম বাহাউদ্দিন নাছিম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর, তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম ও এস এম কামাল হোসেন, ১৪ দলের অন্যতম শরিক দল বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ, আহমদ কায়কাউস, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, আ স ম ফিরোজ, নুরুন্নবী চৌধুরী, আসাদুজ্জামান নূর, তানভীর শাকিল জয়, মাশরাফি বিন মর্তুজা, এ কে এম এনামুল হক শামীম, সাজ্জাদুল হাসানতবে আওয়ামী লীগের নেতারা বলছেন, এ সমস্ত নেতাকর্মীদের আকাঙ্খাশেখ হাসিনা কী করবেন সেটি সম্পর্কে সকলেই অন্ধকারে রয়েছেনসংবিধান অনুযায়ী এটি প্রধানমন্ত্রীর একক এখতিয়ারমন্ত্রিসভার সম্প্রসারণের পাশাপাশি বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীর দপ্তর বণ্টন নিয়ে জোর আলোচনা চলছেতবে একাধিক মন্ত্রী ধারণা করছেন, সামনে যে মন্ত্রিসভার সম্প্রসারণ হবে সেখানে কয়েকজন গুরুত্বপূর্ণ মন্ত্রীর দপ্তর পরিবর্তন হতে পারেবিশেষ করে বাণিজ্য মন্ত্রণালয়ে একজন পূর্ণাঙ্গ মন্ত্রী আসতে যাচ্ছেন এটা মোটামুটি নিশ্চিততবে কে পূর্ণাঙ্গ বাণিজ্য মন্ত্রী হবেন-এ সম্পর্কে নিশ্চিত করে কেউ কিছু বলতে পারেননিঅন্যদিকে তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত পূর্ণমন্ত্রী হচ্ছেন-এটা মোটামুটি নিশ্চিত বলে একাধিক সূত্র জানিয়েছেতবে মোহাম্মদ আলী আরাফাত পূর্ণমন্ত্রী হলে তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে থাকবেন নাকি অন্য কোন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে যাবেন সেটি নিয়েও বিভিন্ন মহলে আলোচনা চলছেতবে কেউ কেউ মনে করছেন, বর্তমান স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলামকে বাণিজ্য মন্ত্রণালয়ে দায়িত্ব দেওয়া হতে পারেআর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব আসতে পারেন বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদআর পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন মোহাম্মদ আলী আরাফাতআবার কারও কারও মতে ড. হাছান মাহমুদ পররাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করছেন এবং তিনি ইতিবাচক ভূমিকা পালন করছেনপররাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি যথেষ্ট সুনাম কুড়িয়েছেন স্বল্প সময়েএ কারণে তার চটজলদি অন্য মন্ত্রণালয়ে যাওয়ার সম্ভাবনা নেইতিনি একই মন্ত্রণালয়ে থাকবেনতবে সেখানে ড. সেলিম মাহমুদকে প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হতে পারেমোহাম্মদ আলী আরাফাত পূর্ণমন্ত্রী হিসেবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে থাকতে পারেন বলে কেউ কেউ বলছেন
এ বিষয়ে জানতে চাইলে সরকারের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমরা যতটুকু শুনেছি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভায় রদবদল আনছেনতিনি এ বিষয়টি নিয়ে হোম ওয়ার্ক করছেনএমনকি কাকে কাকে মন্ত্রিসভায় যুক্ত করবেন, এমন একাধিকজনের নামের লিস্ট তৈরি করেছেন তিনিতবে চলতি মাসে হচ্ছে নাপ্রধানমন্ত্রী যখন চাইবেন, তখন হতে পারেকারণ এটি সম্পূর্ণ তার এখতিয়ারএর বেশি কিছু বলতে পারছি নাতবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, মন্ত্রিসভায় কোনো রদবদল আসছে কি না এমন খবর আমার জানা নেইআর যদি রদবদল হয়ও সেটি একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার এখতিয়ারতিনি যদি মনে করেন, মন্ত্রিসভায় রদবদল করতে পারেনতিনি চাইলে কেউকে মন্ত্রিসভা থেকে বাদ দিতে পারেনআবার যুক্তও করতে পারেনএটি সম্পূর্ণ প্রধানমন্ত্রীর বিষয়একইকথা বলেছেন আওয়ামী লীগের সিনিয়র বেশ কয়েকজন দায়িত্বশীল নেতাতবে তারা কোনো বক্ত দিতে রাজি হননি

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স