ঢাকার অপরাধ দুনিয়ার এক সময়ের ত্রাস পিচ্চি হান্নান। ২০০৪ সালের ২৬ জুন র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয় শীর্ষ এই সন্ত্রাসী। এবার তাকে নিয়ে টালিউডে তৈরি হচ্ছে সিনেমা। নাম ‘হান্নান’। এটি নির্মাণ করছেন কলকাতার শুভজিৎ রায় চক্রবর্তী।
আর বাণিজ্যিক ঘরানায় নির্মিতব্য এই সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করবেন বাংলাদেশের জয় চৌধুরী। তার সঙ্গে থাকছেন ওপার বাংলার দুই নায়িকা পূজা বন্দ্যোপাধ্যায় ও মধুরিমা বসাক। তবে ‘হান্নান’ সম্পর্কে এখনই মুখ খুলতে নারাজ জয় চৌধুরী। জানান, সব কিছু এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। প্রযোজনা প্রতিষ্ঠান আনুষ্ঠানিকভাবে ঘোষণার পরই এ বিষয়ে কথা বলতে চান তিনি। তবে ভারতীয় একটি সংবাদমাধ্যমে সিনেমার বিষয়ে নিশ্চিত করেছেন এর প্রযোজক অরিত্র দাস। তার সঙ্গে যৌথ প্রযোজনায় রয়েছে বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান জোনাস ফিল্মস ইন্টারন্যাশনাল। অরিত্র বলেন, ‘একদম মশালা সিনেমা যাকে বলে, সেটাই বানাতে চলেছি। রোমান্স আছে, থাকবে ভরপুর অ্যাকশনও। মুসলিম পরিবারের গল্প বলবে এই সিনেমা।’ তিনি জানান, সিনেমার চিত্রনাট্য লেখার কাজ প্রায় শেষের পথে। খুব শিগগিরই লুক সেট হবে। তারপর তিন মাসের মহড়া। আগামী মে মাসে সিনেমার শুটিং শুরুর কথা রয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

এবার টালিউডে ঢাকার শীর্ষ সন্ত্রাসীকে নিয়ে সিনেমা
- আপলোড সময় : ২৮-০২-২০২৪ ১০:০৭:৫৫ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৮-০২-২০২৪ ১০:০৭:৫৫ পূর্বাহ্ন


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ