ঢাকা , মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫ , ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
আদমদীঘিতে পুকুরে বিষ প্রয়োগ ৭০ হাজার টাকার মাছ বিনষ্ট ঈশ্বরগঞ্জে মামলা দায়েরের ৪৮ দিন পর ধর্ষক গ্রেফতার কলাপাড়ায় বিএনপির সাংগঠনিক সভা সুসংগঠিত হচ্ছে লোহাগড়ায় এইচএসসি পরীক্ষায় জালিয়াতি বিএনপি সভাপতিসহ তিন নেতার পরীক্ষা বাতিল কুমিল্লা গোমতী নদীর সকল অবৈধ স্থাপনা ৬ মাসের মধ্যে উচ্ছেদের নির্দেশ হাইকোর্টের মীরসরাইয়ে খানাখন্দে ভরা জোরারগঞ্জ মুহুরী প্রজেক্ট সড়ক যেন মৃত্যুফাঁদ কুষ্টিয়ায় স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ আটক ৫ ছাতক থানার ওসিকে প্রাণনাশের হুমকি মেহেরপুরে সেচযন্ত্রে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু সিরাজদিখানে আ’লীগ নেতা সুমন গ্রেফতার বরগুনায় ডেঙ্গু আক্রান্ত ৬৮ তহশিলদার রাশেদুল এর সীমাহীন দুর্নীতিতে হয়রান সেবা গ্রহীতারা ফরিদপুরে মাদক কে সয়লাব গাজায় প্রবেশ করা ৩৬ ত্রাণবাহী ট্রাকের বেশিরভাগই লুট বাড়ছে পরমাণু যুদ্ধের আশঙ্কা বর্ষণ-বন্যা-ভূমিধসে বিপর্যস্ত হিমাচল ট্রাম্পের শুল্কে হুমকির মুখে ভারতের রপ্তানি তালতলীতে বিএনপি অফিস ভাঙচুর মামলায় আ.লীগের সভাপতিসহ ১৮১ জনের বিরুদ্ধে মামলা দায়ের ওভালে রুদ্ধশ্বাস নাটকীয়তা, সিরিজে সমতা আনল ভারত মুকিমের আঁটসাঁট বোলিংয়েই ওয়েস্ট ইন্ডিজকে ফের হটিয়ে সিরিজ পাকিস্তানের

সাবেকদের গর্বিত করতে পেরে আনন্দিত মারক্রাম

  • আপলোড সময় : ২৭-০৬-২০২৪ ০৭:৪০:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৬-২০২৪ ০৭:৪০:০৯ অপরাহ্ন
সাবেকদের গর্বিত করতে পেরে আনন্দিত মারক্রাম
স্পোর্টস ডেস্ক
আফগানিস্তানকে হারিয়ে প্রথমবার কোনো বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকাদলটির পূর্ব অধিনায়কদের সর্বোচ্চ সাফল্য বলতে ছিল সেমিফাইনাল! হ্যানসি ক্রনিয়ে, গ্রায়েম স্মিথ বা এবি ডি ভিলিয়ার্সরা কখনও সেমির গণ্ডি পেরুতে পারেননি! ৭টি ভিন্ন বিশ্বকাপ এবং দীর্ঘ ৩২টি বছর পর প্রোটিয়ারা সেই বাঁধা অতিক্রম করেছে এইডেন মারক্রামের নেতৃত্বেবৃহস্পতিবার দলকে ফাইনালে তুলে পূর্বসূরীদের কথা স্মরণ করলেন তিনিখুব কাছে গিয়েও সেমিফাইনাল টপকাতে না পারায় চোকার্স তমকা সেঁটে যায় প্রোটিয়াদেরএবারও যখন দক্ষিণ আফ্রিকা সেমিফাইনালে উঠলো, বার বার ঘুরে ফিরে এসেছে এই প্রসঙ্গএবারও কি নিজেদের চোকার্স হিসেবে প্রমাণ করবেন তারা? সেটি হয়নিটুর্নামেন্টে দারুণ ক্রিকেট খেলা আফগানিস্তানকে গুড়িয়ে দিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছেআগের প্রজন্মে সেমিফাইনাল থেকে খালি হাতে ফেরাদের একজন ডেল স্টেইন২০১৫ ওয়ানডে বিশ্বকাপে তার বলে ছক্কা মেরেই ফাইনালে উঠার টিকিট পেয়েছিল নিউজিল্যান্ডস্টেইনের আগে, পরে সেমিফাইনালে হারের এমন মুহূর্ত আছে একাধিক১৯৯৯ ওয়ানডে বিশ্বকাপ সেমিতেও অ্যালান ডোনাল্ড ও ল্যান্স ক্লুজনারের ভুল বোঝাবুঝিতে ফাইনালের টিকিট হারায় তারাম্যাচ টাই হওয়ার পর সুপার সিক্সের ফলের ভিত্তিতে প্রোটিয়ারা বাদ পড়েশুধু স্টেইন-ডোনাল্ডই নন, সেমিফাইনাল থেকে খালি হাতে ফেরাদের তালিকায় আছেন শন পোলক, গ্রায়েম স্মিথ, এবি ডি ভিলিয়ার্স, জ্যাক ক্যালিস, হ্যানসি ক্রনিয়ের মতো দক্ষিণ আফ্রিকার অনেক কিংবদন্তিফাইনালের দেখা পাওয়ার মুহূর্তে ধারাভাষ্য কক্ষে ছিলেন পোলক, তার পাশেই ছিলেন স্টেইনম্যাচ শেষের সংবাদ সম্মেলনে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক মারক্রাম জানালেন পূর্বসূরীদের গর্বিত করতে পেরে দারুণ খুশি তিনি, ‘দুর্ভাগ্যবশত স্টেইনের সাথে কথা হয়নিআমি মনে করি, তারা এই খেলাটির কিংবদন্তি, দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের কিংবদন্তিতাই আমার চোখে, তারা ফাইনাল খেললেন কি খেললেন না, সেটি কোনো বিষয়ই নাকারণ তারা আমাদেরকে দক্ষিণ আফ্রিকার হয়ে খেলার জন্য অনুপ্রাণিত করেছেনতাদের কারণেই আমাদের আগে যারা খেলেছে তাদের সবারই প্রতিনিধিত্ব করছিতাই তাদের গর্বিত করতে পেরে আমরা আনন্দিতযদিও আমি মনে করি, এখনও একটি ধাপ বাকি আছেতবে আপাতত ডেল স্টেইনের মতো একজনকে খুশি হতে দেখে আমি খুবই আনন্দিত আফগানিস্তানকে হারানোর পেছনে টস হারকে নিজেদের সৌভাগ্য হিসেবে দেখছেন প্রোটিয়া অধিনায়কতিনি বলেছেন, ‘আমরা সৌভাগ্যবান যে টসটা হেরেছি, কারণ টস জিতলে আমরাও ব্যাটিং নিতামতবে আমাদের বোলাররা ঠিক সময় ঠিক কাজটা করেছে দশ বছর আগের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে মারক্রামের হাত ধরেই শিরোপা জিতেছিল দক্ষিণ আফ্রিকাসেবারও কোন ম্যাচ হারেনি তারাএবারও প্রেক্ষাপট এমনইবিষয়টি মনে করিয়ে দেওয়ার পর মারক্রাম বললেন, ‘সত্যি বলতে সেটির (২০১৪ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ) কথা চিন্তা করিনিঅনেক আগের কথা এবং আমার স্মৃতিশক্তি অত ভালো নয়তবে হ্যাঁ, আপনি যখন জানেন কোনো একপর্যায়ে আগে এটি করেছেন, তখন কিছুটা আত্মবিশ্বাস পাওয়া যায় তিনি আরও যোগ করেছেন, ‘আমার মনে হয় না, দুটো পুরোপুরি একতবে ফাইনালে উঠলে একই ধরনের চাপ নিতে হয় এবং আমরা ২০১৪ সালে সেই অভিজ্ঞতা পেয়েছিতাই কিছুটা আত্মবিশ্বাস সেখান থেকে নিতে পারিযা সম্ভাব্য সেরা উপায়ে কাজে লাগানোর চেষ্টা করবো বারবাডোজে আগামী শনিবার হবে শিরোপা নির্ধারণী ম্যাচপ্রথমবার ফাইনালে উঠে ট্রফি জিতে দেশে ফেরার জন্য মুখিয়ে মারক্রামপ্রোটিয়া অধিনায়ক বলেছেন, ‘এবারের বিশ্বকাপে কিছুটা ভাগ্য আমাদের সহায় থেকেছেঅনেকগুলো কঠিন ম্যাচও সামান্য ব্যবধানে জিতে গেছিফাইনাল খেলার সুযোগ এর আগে কখনও পাইনি, তাই এই সুযোগ কাজে লাগাতে চাইএই জয় আমাদের কাছে অত্যন্ত স্পেশালদলে বহু ভালো মানের ক্রিকেটার রয়েছে, যারা ঠিক সময় জ¦লে উঠেছে বলেই এই পারফরম্যান্স এসেছে
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ