ঢাকা , বুধবার, ০৯ জুলাই ২০২৫ , ২৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ইনজুরিতে টি-টোয়েন্টি দল থেকে ছিটকে গেলেন হাসারাঙ্গা টিভি স্বত্ব বিক্রি করতে পারছে না বিসিবি টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশায় আজ মাঠে নামবে টাইগাররা বৈষম্য নিরসনে ৮ দফা বড়ুয়া জনগোষ্ঠীর অব্যাহতি বেআইনি চুন্নু এখনো মহাসচিব-আনিসুল নওগাঁর পোরশায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ইউপি মেম্বার মৃত্যু ৬ দাবিতে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট তত্ত্বাবধায়ক সরকার বাতিলসহ কয়েকটি সংশোধনী অবৈধ ঘোষণার রায় প্রকাশ রাজধানীতে মহা-শোডাউনের প্রস্তুতি নিচ্ছে জামায়াত পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল ডিপোতে সংঘবদ্ধ সিন্ডিকেট ১১৯ বার পেছালো সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন সাংবাদিক দম্পতি শাকিল-রুপার গ্রেফতারের বিষয়ে জাতিসংঘকে ব্যাখ্যা দিল সরকার ডেঙ্গুতে আক্রান্ত আরও ৩ মৃত্যু ৪২৫ হাসপাতালে ভর্তি দুই শতাধিক এনবিআর কর্মকর্তার ক্ষমা প্রার্থনা শৃঙ্খলায় ফেরার ইঙ্গিত ৩ দাবিতে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনায় কাজ করছে সরকার-উপদেষ্টা যারা পিআর চায় তারা আ’লীগকে ফেরাতে চায় : দুদু যুক্তরাষ্ট্রের ঘোষিত ৩৫ শতাংশ শুল্ক চূড়ান্ত না-অর্থ উপদেষ্টা বাংলাদেশি পণ্যে ৩৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের ভাবমূর্তি পুনরুদ্ধারে এটাই সুযোগ-সিইসি

বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকা

  • আপলোড সময় : ২৭-০৬-২০২৪ ০৭:৩৯:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৬-২০২৪ ০৭:৪০:৩০ অপরাহ্ন
বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকা
স্পোর্টস ডেস্ক
সেমিফাইনালে এসে এমন একপেশে এক ম্যাচ দেখতে হবে কে ভেবেছিলক্রিকেট বিশ্বে প্রবাদের মতো করে প্রচলিত এক কথা, দক্ষিণ আফ্রিকার দৌড় সেমিফাইনাল পর্যন্তপ্রতিটা বৈশ্বিক টুর্নামেন্টে ফেবারিট হিসেবেই নামে প্রোটিয়ারাকিন্তু সেমিতে গিয়েই খেই হারানো স্বভাব তাদেরতার ওপর এবারে প্রতিপক্ষ টুর্নামেন্টের বে সারপ্রাইজ প্যাকেজ আফগানিস্তানত্রিনাদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল হলো ভীষণ একপেশে৯ উইকেটের বিশাল জয়ে ফাইনাল নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকাআফগান রূপকথা আর প্রলম্বিত হতে দিল না দক্ষিণ আফ্রিকাপ্রোটিয়া পেসারদের বিধ্বংসী বোলিংয়ে ক্রিকেট বিশ্বকাপ দেখল সবচেয়ে সংক্ষিপ্ততম সেমিফাইনালমার্কো ইয়ানসেন, কাগিসো রাবাদা, আনরিক নরকিয়ার সঙ্গ ঝলক দেখান স্পিনার তাবরাইজ শামসিওতাদের ঝাঁজে সেমিফাইনাল মঞ্চে স্রেফ ৫৬ রানে গুটিয়ে যায় আফগানিস্তানযা অনেকটা তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে এইডেন মার্করামের দলত্রিনাদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল হলো ভীষণ একপেশে৯ উইকেটের বিশাল জয়ে ফাইনাল নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকাআগে ব্যাটিং বেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নকআউট পর্বে সবচেয়ে কম ৫৬ রানে গুটিয়ে যাওয়ার তিক্ত রেকর্ডে নাম লেখায় আফগানিস্তান৬৭ বল বাকি থাকতে ওই রান তুলে আনন্দে মাতে ক্রিকেটের অন্যতম ঐতিহ্যবাহী দল দক্ষিণ আফ্রিকাওয়ানডে টি-টোয়েন্টি মিলিয়ে সাতবার বিশ্বকাপের সেমিফাইনালে উঠলেও প্রতিবারই যন্ত্রণায় পুড়তে হয়েছে দক্ষিণ আফ্রিকাকেফাইনালে উঠতে না পারায় চোকার্স তকমাও জুটেছে তাদেরএবার সব চাপা দিলেন মার্করামরা৫৭ রান তাড়ায় দ্বিতীয় ওভারে ফজলহক ফারুকির বলে কুইন্টেন ডি কক ফিরেছিলেন বটে তবে তাতে ম্যাচের প্রভাব ছিলো নাএবার বিশ্বকাপে রান না পাওয়া দুই ব্যাটার রেজা হেনড্রিকস ও অধিনায়ক মার্করাম মিলে কাজটা সারেন অনায়াসেটস জিতে ব্যাটিং বেছে যেন নিজেদের মহাবিপদ ডেকে আনে আফগানিস্তানপ্রোটিয়া পেসারদের আগুনে পুড়ে ছারখার হতে থাকে তারাইয়ানসেনের প্রথম ওভারে লোভনীয় ড্রাইভ খেলতে গিয়ে স্লিপে ক্যাচ দেন কোন রান না করা রাহমানুল্লাহ গুরবাজএই বিশ্বকাপে আফগানিস্তানের ওপেনাররা ব্যর্থ হলে মিডল অর্ডার সেটা সামাল দিতে পারেনি, এবার তাদের কোন অর্ডারই তাল পায়নিইয়ানসেন তার পরের ওভারে ভেতরে ঢোকা বলে উড়িয়ে দেন গুলবদিন নাইবের স্টাম্পরাবাদা বল করতে এসে পর পর দুই বলে স্টাম্প উপড়ান ইব্রাহিম জাদরান ও মোহাম্মদ নবিরনাঙ্গিয়াল খারোতিকে আগে নামানো হয়েছিলোইয়ানসেনের পেস বুঝতে পারেননি তিনিওএকমাত্র যে ব্যাটার দুই চারে দুই অঙ্কে গেছেন সেই আজমতুল্লাহ ওমরজাই শিকার আনরিক নরকিয়ার তাতে ২৮ রানে ৬ উইকেট হারিয়ে খাদের কিনারে চলে যায় আফগানরাপেসাররা ৬ উইকেট ফেলার পর আক্রমণে আসেন তাবরাইজ শামসিএসেই তিনি এক ওভারে তুলে নেন করিম জানাত ও নূর আহমেদকেশেষ দিকে নাবিন উল হককে এলবিডব্লিউ করে ইনিংস মুড়েও দেন তিনিএর আগে আফগান অধিনায়ক রশিদ খানের স্টাম্প উড়িয়ে দক্ষিণ আফ্রিকার পেস শক্তির ছবি দেখান নরকিয়াপ্রথম ইনিংসেরই পরই মোটামুটি নিশ্চিত হয়ে যায় ম্যাচের ফলবাকি সময়ে চলেছে স্রেফ আনুষ্ঠানিকতা সারার কাজ
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

রাজধানীতে মহা-শোডাউনের প্রস্তুতি নিচ্ছে জামায়াত

রাজধানীতে মহা-শোডাউনের প্রস্তুতি নিচ্ছে জামায়াত