ঢাকা , মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ , ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
জরুরি অবস্থা ঘোষণায় মন্ত্রিসভার অনুমোদন লাগবে তারাকান্দায় ব্যক্তি মালিকানায় জমির উপর দিয়ে সরকারি রাস্তার প্রকল্প মামলা প্রত্যাহার না হলে বিএনপির সংবাদ বর্জনের হুঁশিয়ারি সংবাদিকদের সরকার সর্বক্ষেত্রেই ধারাবাহিক ব্যর্থতার প্রমাণ দিচ্ছে যশোর ক্ষণিকা পিকনিক কর্নারে বছরে কোটি টাকা লুটপাট ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪২০ দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারকে ক্ষমতা হস্তান্তর করতে হবে- আমীর খসরু অস্ত্র মামলায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের বিরুদ্ধে চার্জশিট যশোরে দুই কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ৩ বাউল সংগীতে হৃদয় ছোঁয়া কণ্ঠস্বর রফিক সরকারের সার মজুতে বাফার গোডাউন নির্মাণ প্রকল্প এখনো শেষ হয়নি ভাঙনের কবলে উপকূলবাসী লাল চাঁদ হত্যার বিচারে বিশ্বাসযোগ্য তদন্ত ও দৃষ্টান্তমূলক সাজার দাবি- মির্জা ফখরুল শ্যামলীতে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই খুলে নিয়ে গেলো জামা-জুতাও অদৃশ্য শত্রু ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে- তারেক রহমান দেশজুড়ে প্রতিবাদ-বিক্ষোভ ডাকসুর প্যানেল নিয়ে ছাত্র সংগঠনগুলোর লুকোচুরি ডিসেম্বরের মধ্যে নির্বাচনী প্রস্তুতি সম্পন্ন করা হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জামায়াত আমিরের উদ্বেগ চোখে অশ্রু-কণ্ঠে একরাশ হতাশা

প্রগতি ইন্স্যুরেন্সের ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

  • আপলোড সময় : ২৭-০৬-২০২৪ ১০:১৭:২০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৬-২০২৪ ১০:১৮:১৩ পূর্বাহ্ন
প্রগতি ইন্স্যুরেন্সের ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা গতকাল বুধবার প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেডের ৩৮তম বার্ষিক সাধারণ সভা ডিজিটাল প্লাটফরমের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে
প্রগতি  ইন্স্যুরেন্স  লিমিটেডের ৩৮তম বার্ষিক  সাধারণ সভা গতকাল বুধবার ডিজিটাল প্লাটফরমের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছেসভায় কোম্পানির শেয়ারহোল্ডারদের  ২০২৩  সালের জন্য  ২০% নগদ লভ্যাংশ এবং ৭% বোনাস  শেয়ার অনুমোদন করা হয়কোম্পানির চেয়ারম্যান সৈয়দ এম আলতাফ হোসাইন সভায়  সভাপতিত্ব  করেন। 
কোম্পানির ভাইস চেয়ারম্যান তাবিদ আউয়াল এবং পরিচালনা পর্ষদের সদস্য আব্দুল আউয়াল মিন্টু, মোহাম্মাদ আব্দুল আউয়াল, মোহাম্মাদ আব্দুল মালেক, নাসির লতিফ, সৈয়দ মোহাম্মাদ জান, তাজওয়ার এম আউয়াল, নিগার জাহান চৌধুরী, এন ইয়াহিয়া,   এ.এস.এম. মহিউদ্দিন মোনেম, স্বতন্ত্র পরিচালক মোহাম্মাদ জামালউদ্দিন, এইচ নাহার, মাহাবুব আনাম  এবং  কোম্পানির  উপদেষ্টা  মো. রেজাউল করিম, মুখ্য  নির্বাহী কর্মকর্তা  সৈয়দ সেহাব উল্লাহ্ আল-মনজুর (এসিআইআই), চীফ ফিনানসিয়াল অফিসার অমর কৃষ্ণ শীল, কোম্পানি সচিব সৈয়দ আনিসুল হকসহ আরও অনেক শেয়ারহোল্ডার ডিজিটাল প্লাটফরমের মাধ্যমে ৩৮তম বার্ষিক সাধারণ সভায় যুক্ত হনতারা তাদের মতামত জানান এবং ই-ভোটিং-এর মাধ্যমে প্রস্তাবিত আলোচ্যসূচিসমূহের অনুমোদন করেন
২০২৩ সালে কোম্পানি গ্রস প্রিমিয়াম বাবদ আয় করে ২৩৪ কোটি  টাকাউক্ত বছরে কোম্পানির কর পূর্ব মুনাফা আয় হয় ৪৯.৭৯  কোটি  টাকানীট দাবি পরিশোধের পরিমাণ ৩৭.৮৫ কোটি  টাকা যা গত বছরে ছিল ২৬.১৬  কোটি  টাকাবীমা খাত থেকে আয় হয়েছে ৩৪.১০ কোটি টাকামোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৬৩৪.০৯ কোটি টাকা
চেয়ারম্যান তার বক্তব্যে বলেন, এ বছর প্রগতি ইন্স্যুরেন্স তার শেয়ারহোল্ডারদের জন্য মোট ২৭% ডিভিডেন্ড ঘোষণা করেছেএটা প্রগতির সাফল্যএই সাফল্যের পিছনে রয়েছে সম্মানিত বীমা গ্রাহকদের অসীম অবদান, কোম্পানির পরিচালনা পর্ষদের সঠিক দিকনির্দেশনা, কোম্পানির সকল স্তরের কর্মকর্তা, কর্মচারীদের  অক্লান্ত পরিশ্রম  এবং কর্মনিষ্ঠাকোম্পানি সচিব এবং চীফ ফাইনানসিয়াল অফিসার শেয়ারহোল্ডারদের উত্থাপিত বিভিন্ন প্রশ্নের  উত্তর দেন
৩৮তম সাধারণ সভায় বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার অনলাইনে যুক্ত হয়ে তাদের মতামত এবং ই-ভোট প্রদান করেন এবং কোম্পানির কার্যক্রমে এবং অর্জিত সাফল্যে সন্তোষ প্রকাশ করেনবার্ষিক  সাধারণ সভা সঞ্চালনা করেন কোম্পানি সচিব সৈয়দ আনিসুল হক
সভায় উদ্যোক্তা পরিচালক হতে ৩ জন পরিচালক পুনঃনির্বাচিত হন তারা হলেন-আবদুল আউয়াল মিন্টু, মোহাম্মাদ আবদুল মালেক এবং হাজী নিগার জাহান চৌধুরীসাধারণ শেয়ারহোল্ডারের পক্ষ থেকে ২ জন পরিচালক নির্বাচিত হন তারা হলেন- তাজওয়ার মোহাম্মাদ আউয়াল এবং সৈয়দ মোহাম্মাদ জান

 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ