ঢাকা , শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫ , ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ঈদের আগে বেতন-বোনাস পেয়ে স্বস্তিতে সাড়ে ৩ লাখ এমপিওভুক্ত শিক্ষক ঈদযাত্রায় সদরঘাটে চিরচেনা ভিড় মিয়ানমারে ভূমিকম্পে শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা অব্যাহত রাখার অঙ্গীকার চীনের ব্যাপক আকারে চীনের বিনিয়োগ আসবে, আশা প্রেস সচিবের নদী ও পানি ব্যবস্থাপনায় বেইজিংয়ের কাছে ‘মাস্টারপ্ল্যান’ চায় ঢাকা ঢাকা-বেইজিংয়ের মধ্যে ৯ চুক্তি ও সমঝোতা স্মারক সই ডাকাতি বৃদ্ধিতে উদ্বেগ নিরাপত্তা দাবি স্বর্ণ ব্যবসায়ীদের সুনামগঞ্জে বালু উত্তোলন নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ আহত ৬ নব্বইয়ের গণঅভ্যুত্থান সংস্কারের কথা বলেও পরে কথা রাখেনি- নাহিদ ঈদে ফিরতি যাত্রায় ৮ এপ্রিলের টিকিট মিলবে আজ মিয়ানমারে দু’দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল বাংলাদেশও পানি সঙ্কটে উত্তরাঞ্চলের কৃষি বাংলাদেশে কারখানা স্থানান্তরে সহায়তা করবে চীনা এক্সিম ব্যাংক ভারত থেকে কেনা হবে আরও ৫০ হাজার টন চাল ঈদযাত্রা নির্বিঘ্নে তিন স্তরের নিরাপত্তা ২৬ দিনে রেমিট্যান্স এলো প্রায় ৩ বিলিয়ন ডলার ঈদের ছুটি দীর্ঘ হলেও অর্থনীতিতে স্থবিরতা আসবে না-অর্থ উপদেষ্টা মিয়ানমারে সশস্ত্র যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে রোহিঙ্গারা নাড়ির টানে ছুটছে মানুষ রাজধানীতে তীব্র যানজট

প্রগতি ইন্স্যুরেন্সের ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

  • আপলোড সময় : ২৭-০৬-২০২৪ ১০:১৭:২০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৬-২০২৪ ১০:১৮:১৩ পূর্বাহ্ন
প্রগতি ইন্স্যুরেন্সের ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা গতকাল বুধবার প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেডের ৩৮তম বার্ষিক সাধারণ সভা ডিজিটাল প্লাটফরমের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে
প্রগতি  ইন্স্যুরেন্স  লিমিটেডের ৩৮তম বার্ষিক  সাধারণ সভা গতকাল বুধবার ডিজিটাল প্লাটফরমের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছেসভায় কোম্পানির শেয়ারহোল্ডারদের  ২০২৩  সালের জন্য  ২০% নগদ লভ্যাংশ এবং ৭% বোনাস  শেয়ার অনুমোদন করা হয়কোম্পানির চেয়ারম্যান সৈয়দ এম আলতাফ হোসাইন সভায়  সভাপতিত্ব  করেন। 
কোম্পানির ভাইস চেয়ারম্যান তাবিদ আউয়াল এবং পরিচালনা পর্ষদের সদস্য আব্দুল আউয়াল মিন্টু, মোহাম্মাদ আব্দুল আউয়াল, মোহাম্মাদ আব্দুল মালেক, নাসির লতিফ, সৈয়দ মোহাম্মাদ জান, তাজওয়ার এম আউয়াল, নিগার জাহান চৌধুরী, এন ইয়াহিয়া,   এ.এস.এম. মহিউদ্দিন মোনেম, স্বতন্ত্র পরিচালক মোহাম্মাদ জামালউদ্দিন, এইচ নাহার, মাহাবুব আনাম  এবং  কোম্পানির  উপদেষ্টা  মো. রেজাউল করিম, মুখ্য  নির্বাহী কর্মকর্তা  সৈয়দ সেহাব উল্লাহ্ আল-মনজুর (এসিআইআই), চীফ ফিনানসিয়াল অফিসার অমর কৃষ্ণ শীল, কোম্পানি সচিব সৈয়দ আনিসুল হকসহ আরও অনেক শেয়ারহোল্ডার ডিজিটাল প্লাটফরমের মাধ্যমে ৩৮তম বার্ষিক সাধারণ সভায় যুক্ত হনতারা তাদের মতামত জানান এবং ই-ভোটিং-এর মাধ্যমে প্রস্তাবিত আলোচ্যসূচিসমূহের অনুমোদন করেন
২০২৩ সালে কোম্পানি গ্রস প্রিমিয়াম বাবদ আয় করে ২৩৪ কোটি  টাকাউক্ত বছরে কোম্পানির কর পূর্ব মুনাফা আয় হয় ৪৯.৭৯  কোটি  টাকানীট দাবি পরিশোধের পরিমাণ ৩৭.৮৫ কোটি  টাকা যা গত বছরে ছিল ২৬.১৬  কোটি  টাকাবীমা খাত থেকে আয় হয়েছে ৩৪.১০ কোটি টাকামোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৬৩৪.০৯ কোটি টাকা
চেয়ারম্যান তার বক্তব্যে বলেন, এ বছর প্রগতি ইন্স্যুরেন্স তার শেয়ারহোল্ডারদের জন্য মোট ২৭% ডিভিডেন্ড ঘোষণা করেছেএটা প্রগতির সাফল্যএই সাফল্যের পিছনে রয়েছে সম্মানিত বীমা গ্রাহকদের অসীম অবদান, কোম্পানির পরিচালনা পর্ষদের সঠিক দিকনির্দেশনা, কোম্পানির সকল স্তরের কর্মকর্তা, কর্মচারীদের  অক্লান্ত পরিশ্রম  এবং কর্মনিষ্ঠাকোম্পানি সচিব এবং চীফ ফাইনানসিয়াল অফিসার শেয়ারহোল্ডারদের উত্থাপিত বিভিন্ন প্রশ্নের  উত্তর দেন
৩৮তম সাধারণ সভায় বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার অনলাইনে যুক্ত হয়ে তাদের মতামত এবং ই-ভোট প্রদান করেন এবং কোম্পানির কার্যক্রমে এবং অর্জিত সাফল্যে সন্তোষ প্রকাশ করেনবার্ষিক  সাধারণ সভা সঞ্চালনা করেন কোম্পানি সচিব সৈয়দ আনিসুল হক
সভায় উদ্যোক্তা পরিচালক হতে ৩ জন পরিচালক পুনঃনির্বাচিত হন তারা হলেন-আবদুল আউয়াল মিন্টু, মোহাম্মাদ আবদুল মালেক এবং হাজী নিগার জাহান চৌধুরীসাধারণ শেয়ারহোল্ডারের পক্ষ থেকে ২ জন পরিচালক নির্বাচিত হন তারা হলেন- তাজওয়ার মোহাম্মাদ আউয়াল এবং সৈয়দ মোহাম্মাদ জান

 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ