ঢাকা , বুধবার, ০৯ এপ্রিল ২০২৫ , ২৬ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বেড়েছে আদানির বকেয়া পরিশোধ ও বিদ্যুৎ আমদানির পরিমাণ জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে ৫৫ বিনিয়োগকারী ৪৬তম বিসিএস লিখিত পরীক্ষা পেছাতে পিএসসিতে পরীক্ষার্থীদের অবস্থান এসএসসির পরীক্ষার প্রশ্নফাঁসের গুজব ছড়ালে শাস্তিমূলক ব্যবস্থা বাংলাদেশে আরও এক বিলিয়ন ডলার বিনিয়োগ করবে এনডিবি প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে পাইলট প্রকল্প চালু করবে ইসি ক্রয়াদেশ স্থগিত করছেন মার্কিন ক্রেতারা নকল ঠেকাতে কঠোর নির্দেশনা মাউশির আবারও ফেসবুক লাইভে এলেন শেখ হাসিনা হাসিনাকে নিয়ে মোদির সঙ্গে চূড়ান্ত কথা হয়নি-পররাষ্ট্র উপদেষ্টা হাসিনাকে নিয়ে মোদির সঙ্গে চূড়ান্ত কথা হয়নি-পররাষ্ট্র উপদেষ্টা পহেলা বৈশাখে কোনো হুমকি নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা স্বস্তির বাহন মেট্রোরেলে বাড়ছে যাত্রী অসন্তোষ দোকান-সুপারশপে ইসরায়েলি পণ্য না রাখতে হুমকি আতঙ্কে ব্যবসায়ীরা শুল্ক ইস্যুতে আশায় গুড়েবালি বিনিয়োগের সেরা সময় এখন : ড. ইউনূস খেলাপি ঋণ ও টাকা পাচারে বিপর্যস্ত ব্যাংকখাত ফের আইটেম গানে নাচবেন তামান্না সম্মানসূচক পাম ডি’অর পাচ্ছেন রবার্ট ডি নিরো মালাইকার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
বিশিষ্টজনদের আহ্বান

জলবায়ু পরিবর্তনে টেকসই নগর উন্নয়ন অপরিহার্য

  • আপলোড সময় : ২৭-০৬-২০২৪ ১০:১৪:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৬-২০২৪ ১০:১৪:১৬ পূর্বাহ্ন
জলবায়ু পরিবর্তনে টেকসই নগর উন্নয়ন অপরিহার্য
দ্রুত নগরায়ণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় টেকসই নগর উন্নয়নের আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনরাগতকাল বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হওয়া দুই দিনের আরবান রেজিলেন্স ফোরামএর প্রথম দিনে এ আহ্বান জানানো হয়এই সম্মেলনটি স্থানীয় সরকার বিভাগ, যুক্তরাজ্য সরকার এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এর নগর দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পএর অংশ হিসেবে আয়োজিত হয়েছেযার লক্ষ্য হচ্ছে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে টেকসই নগর নীতি বাস্তবায়ন করাসম্মেলনের উদ্দেশ্য হলো টেকসই নগর নীতির উপর গুরুত্বারোপ করাযাতে টেকসই শহর এবং কমিউনিটি গঠন করা যায়এছাড়া সাশ্রয়ী মূল্যে বাসস্থান (হাউজিং), নগরের সামাজিক নিরাপত্তা, ইনোভেশন ও স্মার্ট সিটি ও আরবান রেজিলিয়েন্সের জন্য স্থানীয় পদ্ধতি ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরা হয়প্রথম সেশনে প্রধান অতিথির বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম, বিশেষ অতিথি ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার, বিশেষ অতিথি বাংলাদেশে ব্রিটিশ হাইকমিশনার সারা কুক, স্থানীয় সরকার বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামান অধিবেশনটির সভাপতিত্ব করেন, স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মো. মাসুম পাটোয়ারী স্বাগত বক্তব্য দেনমূল প্রবন্ধ উপস্থাপন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আরবার এন্ড রিজিওনাল প্ল্যানিং এর অধ্যাপক ড. আখতার মাহমুদ
মো. তাজুল ইসলাম বলেছেন, স্থিতিশীল শহর ও নগর গড়তে সরকার এখন স্থির অবকাঠামো, সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা, কমিউনিটি-ভিত্তিক অভিযোজন, বনায়ন ও ইকোসিস্টেম পুনরুদ্ধার এবং সামাজিক সুরক্ষা কর্মসূচিকে অগ্রাধিকার দিচ্ছেতিনি বলেছেন, সাইক্লোন, বন্যা সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে উন্নত জীবনের আশায় উপকূলীয় অঞ্চলের প্রচুর মানুষ অভ্যন্তরীণ অভিবাসন করছেতিনি জানান, ঢাকা ও এর আশেপাশে ভূমির সংখ্যা কম এবং ঢাকায় প্রতি বর্গকিলোমিটারে প্রায় ৪৯হাজার মানুষ বাস করছেসবার জন্য সমান নাগরিক সুবিধা দেয়া সরকারের জন্য কিছুটা চ্যালেঞ্জতারপরও সরকার দেশকে ক্লাইমেট রিজিলিয়েন্ট করে গড়ে তোলার জন্য জাতীয় অভিযোজন পরিকল্পনা ও বাংলাদেশ ডেল্টা প্ল্যান প্রণয়ন করেছেস্টেফান লিলার বলেন, সাশ্রয়ী আবাসন এবং জলবায়ু পরিবর্তনের কারণে গৃহহারা মোকাবেলার গুরুত্ব অপরিসীমএই লক্ষ্য অর্জনে তৃণমূল থেকে উপর মহল পর্যন্ত একসাথে কাজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণএকটি শক্তিশালী জাতীয় নগর নীতি পরিকল্পিত উন্নয়নের জন্য অপরিহার্য এবং বাংলাদেশের জন্য একটি জলবায়ু-স্মার্ট, টেকসই নগর উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সহায়কইউএনডিপি টেকসই উন্নয়ন নিশ্চিতের জন্য প্রযুক্তিগত সহযোগিতা অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধসারা কুক বাংলাদেশে দ্রুত নগরায়ণের মাঝে চরম দারিদ্র্য কমানোর জন্য দেশের সাফল্যের প্রশংসা করেন, যদিও তিনি উল্লেখ করেন যে শহরগুলি এখনও এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে সংগ্রাম করছেতিনি বলেন, আরবান রেজিলেন্স ফোরাম বাংলাদেশ সরকারের এবং উন্নয়ন অংশীদারদের অন্তর্ভুক্তিমূলক জলবায়ু-স্মার্ট নগর উন্নয়ন নিশ্চিতকল্পে একটি মাইলফলকঅধ্যাপক ড. আখতার মাহমুদ বলেছেন, বাংলাদেশ একটি দ্রুত নগরায়ণ দেশ২০৩৫ সালের মধ্যে এর জনসংখ্যার ৫০ শতাংশ শহরাঞ্চলে থাকবে বলে আশা করছেন বিশেষজ্ঞরানগরায়ণ এবং শিল্পায়ন জিডিপির বৃদ্ধিকে ত্বরান্বিত করেছেকিন্তু একই সময়ে, দ্রুত এবং অপরিকল্পিত নগর রূপান্তর উল্লেখযোগ্য চ্যালেঞ্জ নিয়ে এসেছেযার মধ্যে রয়েছে নিয়ন্ত্রণের অযোগ্য উচ্চ ঘনত্ব, তীব্র যানজট, অপর্যাপ্ত আবাসন, বস্তির বিস্তার, অতিরিক্ত চাপযুক্ত পানি ও স্যানিটেশন ব্যবস্থা এবং ক্রমবর্ধমান বায়ু ও পানি দূষণঅতিরিক্তভাবে, প্রয়োজনীয় পরিষেবাগুলিতে সীমিত প্রবেশগম্যতা এবং সামাজিক বৈষম্যদ্বিতীয় সেশনে মাহমুদা আলমের সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বুয়েটের আরবার এন্ড রিজিওনাল প্ল্যানিং বিভাগের অধ্যাপক ড. ইশরাত ইসলামআলোচনায় অংশ নেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নায়লা আহমেদ, রিহাবের সভাপতি মো. ওহিদুজ্জামান, নোয়াখালী পৌরসভার মেয়র শহীদুল্লাহ খান, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স এর সভাপতি অধ্যাপক ড. আদিল মোহাম্মদ খান এবং এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী শেখ মুজাক্কা জাহের প্রমুখ
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স