ঢাকা , মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ , ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
জরুরি অবস্থা ঘোষণায় মন্ত্রিসভার অনুমোদন লাগবে তারাকান্দায় ব্যক্তি মালিকানায় জমির উপর দিয়ে সরকারি রাস্তার প্রকল্প মামলা প্রত্যাহার না হলে বিএনপির সংবাদ বর্জনের হুঁশিয়ারি সংবাদিকদের সরকার সর্বক্ষেত্রেই ধারাবাহিক ব্যর্থতার প্রমাণ দিচ্ছে যশোর ক্ষণিকা পিকনিক কর্নারে বছরে কোটি টাকা লুটপাট ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪২০ দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারকে ক্ষমতা হস্তান্তর করতে হবে- আমীর খসরু অস্ত্র মামলায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের বিরুদ্ধে চার্জশিট যশোরে দুই কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ৩ বাউল সংগীতে হৃদয় ছোঁয়া কণ্ঠস্বর রফিক সরকারের সার মজুতে বাফার গোডাউন নির্মাণ প্রকল্প এখনো শেষ হয়নি ভাঙনের কবলে উপকূলবাসী লাল চাঁদ হত্যার বিচারে বিশ্বাসযোগ্য তদন্ত ও দৃষ্টান্তমূলক সাজার দাবি- মির্জা ফখরুল শ্যামলীতে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই খুলে নিয়ে গেলো জামা-জুতাও অদৃশ্য শত্রু ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে- তারেক রহমান দেশজুড়ে প্রতিবাদ-বিক্ষোভ ডাকসুর প্যানেল নিয়ে ছাত্র সংগঠনগুলোর লুকোচুরি ডিসেম্বরের মধ্যে নির্বাচনী প্রস্তুতি সম্পন্ন করা হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জামায়াত আমিরের উদ্বেগ চোখে অশ্রু-কণ্ঠে একরাশ হতাশা

ভারতীয় গ্রিডের মাধ্যমে চলতি বছরেই আসছে নেপালের বিদ্যুৎ

  • আপলোড সময় : ২৭-০৬-২০২৪ ১০:১২:৩৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৬-২০২৪ ১০:১২:৩৮ পূর্বাহ্ন
ভারতীয় গ্রিডের মাধ্যমে চলতি বছরেই আসছে নেপালের বিদ্যুৎ
চলতি বছরের মধ্যেই ভারতের জাতীয় গ্রিড ব্যবহার করে নেপাল থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ আসবে দেশবিদ্যুৎ আমদানিতে মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি ইউনিট ৮ টাকা ১৭ পয়সাএ বিদ্যুতের জন্য বছরে প্রয়োজন প্রায় ১৩০ কোটি টাকাসম্প্রতি সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে নেপাল থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে বিদ্যুৎ কেনার এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুই থেকে আড়াই মাসের মধ্যে নেপালের বিদ্যুৎ বাংলাদেশে চলে আসবেবিদ্যুৎ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সরাসরি ক্রয় পদ্ধতি অবলম্বন করে এ বিদ্যুৎ কেনার পরিকল্পনা নেওয়া হয়েছেভারতের জাতীয় গ্রিড ব্যবহার করে নেপাল থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির জন্য পাঁচ বছরের চুক্তি করা হবেএতে নেপালের বিদ্যুতের জন্য পাঁচ বছরে ব্যয় হবে ৬৫০ কোটি টাকানেপাল থেকে বিদ্যুৎ আনার ক্ষেত্রে ভারতের মোজাফফরবাদ সাবস্টেশনে প্রতি কিলোওয়াট বিদ্যুতের দাম ধরা হচ্ছে ৬ দশমিক ৪০ ইউএস সেন্টএনভিভিএন ট্রেডেং মার্জিন হবে দশমিক শূন্য ৫৯৫ ভারতীয় রূপিআর ট্রান্সমিশন চার্জ হবে ভারতের সেন্ট্রাল ইলেক্ট্রিসিটি রেগুলেটরি কমিশন (সিইআরসি)-এর নিয়ম অনুযায়ীনেপাল থেকে বিদ্যুৎ আসলে আমরা কী ধরনের সুবিধা পাবো? এমন প্রশ্নে বিদ্যুৎ বিভাগের শীর্ষ পর্যায়ের এক কর্মকর্তা বলেন, এটা মাত্র ৪০ মেগাওয়াট৪০ মেগাওয়াট হলো সাগরের মধ্যে এক বালতি পানি ফেলার মতোএটা হলো প্রতীকী, যাতে ভবিষ্যতে আরও বেশি জলবিদ্যুৎ আমরা আনতে পারবো নেপাল থেকেসেটার একটা সম্ভাবনা হয়তো তৈরি হবেআমার এখনকার চাহিদার তুলনায় এটা তেমন কিছু নাজানা গেছে, বিদ্যুৎ আমাদনির বিষয়ে গত বছরের মে মাসে বাংলাদেশ ও নেপালের মধ্যে একটি চুক্তি হয়চুক্তি অনুযায়ী নেপালের ত্রিশুলি প্রকল্প থেকে ২৪ মেগাওয়াট এবং অন্য একটি বিদ্যুৎকেন্দ্র থেকে ১৬ মেগাওয়াটসহ মোট ৪০ মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশে আসবেভারত হয়ে বাংলাদেশের ভেড়ামারায় জাতীয় গ্রিডে এ বিদ্যুৎ আসবেমন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সংস্কার ও সমন্বয়) মাহমুদুল হোসাইন খান জানান, ভারতীয় গ্রিড ব্যবহার করে এই বিদ্যুৎ আনতে ভারতকে ট্রেডিং মার্জিন হিসেবে দিতে হবে ইউনিটপ্রতি ঘণ্টায় দশমিক শূন্য ৫৯ ভারতীয় রুপিপাঁচ বছরের জন্য এ বিদ্যুৎ কিনতে ৬৫০ কোটি টাকার একটি প্রকল্প হাতে নিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)সচিব জানান, নেপাল ইলেকট্রিসিটি অথরিটি (এনইএ) ও বিউবো এ বিষয়ে চুক্তি করবেপ্রধানমন্ত্রী শেখ হাসিনার নেপাল সফরের কথা রয়েছেবাংলাদেশে কবে থেকে বিদ্যুৎ সরবরাহ হবে, বিষয়টি তখন নির্ধারণ করা হবেকনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জ¦ালানি উপদেষ্টা শামসুল আলম  বলেন, পানিবিদ্যুতে এত খরচ হওয়ার কথা নয়আমার প্রশ্ন, ৮ টাকা ১৭ পয়সা কীভাবে নির্ধারণ হলো? ভারত কি এখানে আন্তর্দেশীয় বাণিজ্যের অংশীদার? বিষয়গুলো পরিষ্কার নয়তিনি আরও বলেন, ভারতকে আমরা অনেক ধরনের সুবিধাই দিচ্ছিবন্ধুপ্রতিম দেশ হিসেবে ভারত কী দিচ্ছে, তা-ও আমাদের দেখার বিষয়সূত্রগুলো জানায়, নেপাল থেকে বিদ্যুৎ আমদানিতে দরকার হবে ত্রিপক্ষীয় চুক্তিরআর এর মাধ্যমে নতুন যুগের সূচনা হবেঅন্যান্য দেশ থেকে জলবিদ্যুৎ আমদানির পথও খুলবেউল্লেখ্য, নেপাল থেকে এ বিদ্যুৎ আমদানি করতে গত বছরের সেপ্টেম্বরে বৈঠক করে বিদ্যুৎ খাত উন্নয়ন ও আমদানি’-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিভারত, নেপাল, ভুটান ও মিয়ানমার থেকে বিদ্যুৎ আমদানির ক্ষেত্রে পরামর্শ দেওয়ার জন্য এ মন্ত্রিসভা কমিটি গঠিত হয়সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকের আলোচনায় উঠে এসেছিল, বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানির পাশাপাশি বাংলাদেশ থেকে বিদ্যুৎ আমদানিও করতে চায় নেপালবাংলাদেশের শীতের মৌসুমে দেশটি বিদ্যুৎ নিতে আগ্রহীএদিকে গত বছরের মে মাসে বিউবো এবং ভারতের বিদ্যুৎ উন্নয়ন কর্তৃপক্ষের মধ্যে বিদ্যুতের দাম নিয়ে সমঝোতা স্মারক হয়েছেসে অনুযায়ী, বাংলাদেশের পক্ষ থেকে সঞ্চালন ও সেবা মাশুল পরিশোধ করতে হবে ভারতকে
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ