ঢাকা , শুক্রবার, ১৪ মার্চ ২০২৫ , ৩০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সালমান এফ রহমানসহ ১১ জনের বিরুদ্ধে দুদকের মামলা খরায় পুড়ছে চা-বাগান উৎপাদন নিয়ে শঙ্কা ইফতারিতে দই-চিড়ার জাদু একরাতে দু’জনকে কুপিয়ে হত্যা এলাকায় আতঙ্ক স্বাভাবিক নিত্যপণ্যের বাজার, সংকট সয়াবিনে মামলা থেকে স্বামীর নাম বাদ দেয়ার কথা বলে স্ত্রীকে ধর্ষণ ছেঁউড়িয়ায় শুরু লালন স্মরণোৎসব দোহাজারীতে বাসচাপায় ৩ জন নিহত হেনস্তার পর ছাত্রীকে ফেলে দিলো দুর্বৃত্তরা ৫৬০ মডেল মসজিদ নির্মাণে ব্যাপক অনিয়ম ভ্যাট দেয় না বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান পরনের কাপড় টিভি ফ্রিজ খাট টাকা সব পুড়ে শেষ বস্তিতে আগুন ঢাকা মেডিকেলের আউটডোরে চিকিৎসা বন্ধ পোশাক রফতানিতে প্রবৃদ্ধির রেকর্ড ঠাকুরগাঁও হাসপাতাল থেকে চুরি হওয়া শিশু গাজীপুরে উদ্ধার মাগুরার সেই শিশুটির শারীরিক অবস্থার অবনতি হাসিনাসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ডাক্তার দেখাতে না পেরে রোগীদের বিক্ষোভ স্বাস্থ্য মন্ত্রণালয়ে অভিমুখী চিকিৎসকদের পদযাত্রায় বাধা প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষকদের রাস্তা থেকে সরিয়ে দিলো পুলিশ
* বালতির হাতল দিয়ে এক মাস ধরে ছাদ ফুটো করেন চার আসামি * অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন

বগুড়া কারাগার থেকে পালিয়ে ফের গ্রেফতার ৪ ফাঁসির আসামি

  • আপলোড সময় : ২৬-০৬-২০২৪ ১০:৩৯:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৬-২০২৪ ১০:০৪:৫৯ পূর্বাহ্ন
বগুড়া কারাগার থেকে পালিয়ে ফের গ্রেফতার ৪ ফাঁসির আসামি গতকাল মঙ্গলবার রাতে বগুড়া জেলা কারাগারের ছাদ কেটে রশির মাধ্যমে কারাগার থেকে পালিয়ে যাওয়া ফাঁসিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামিকে পুলিশ রাতেই অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছে
স্টাফ রিপোর্টার ও বগুড়া প্রতিনিধি
বগুড়া জেলা কারাগারের ছাদ ফুটো করে পালিয়ে যান মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামিএর কিছুক্ষণের মধ্যে শহরে চেলোপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশগত মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে কারাগারের কনডেম সেল থেকে পালান আসামিরাআর পালানোর পূর্বে তারা বালতির হাতল দিয়ে এক মাস ধরে ছাদ ফুটো করেনসামগ্রিক বিষয় বিবেচনা করে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিএম ইমরুল কায়েসকে প্রধান করে ৬ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছেএই কমিটিতে জেলা পুলিশ সুপারের একজন, র‌্যাব, ডিআইজি প্রিজন, ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ও গণপূর্তের নির্বাহী প্রকৌশলী বা তার প্রতিনিধি থাকবেনবগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন
পালিয়ে যাওয়ার পর পুলিশের হাতে গ্রেফতারকৃতরা হলেন কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী থানার দিয়াডাঙ্গা গ্রামের আজিজুল হকের ছেলে নজরুল ইসলাম ওরফে মজনু ওরফে মঞ্জু (৬০), নরসিংদী জেলার মাধবদী থানার ফজরকান্দি গ্রামের মৃত ইসরাফিলের ছেলে আমির হামজা ওরফে আমির হোসেন (৪১), বগুড়ার কাহালু উপজেলার উলট্ট গ্রামের আব্দুল মান্নানের ছেলে জাকারিয়া (৩৪) এবং বগুড়া সদরের কুটিরবাড়ী গ্রামের ইসরাইল শেখের ছেলে ফরিদ শেখ (৩০)তারা প্রত্যেকেই হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিগতকাল বুধবার ভোররাত ৩টা ৫৫ মিনিটে কারাগারের জাফলং ভবনের কনডেম সেলের চার আসামি কারাগার থেকে পালিয়ে গেলেও মাত্র ১৫ মিনিটের মাথায় পুলিশ তাদের গ্রেফতার করতে সক্ষম হয়
বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী বলেন, আসামিরা পালিয়ে যাওয়ার পর আমাদের সবচেয়ে বড় দায়িত্ব ছিল তাদের গ্রেফতার করাআমরা মাত্র ১৪ মিনিটের মাথায় তাদের গ্রেফতার করতে সক্ষম হইএটা একটা প্রাথমিক স্বস্তির বিষয়কারাগার থেকে আসামিদের পলায়নের ঘটনা বর্ণনা করে জেলা পুলিশের প্রধান বলেন, আসামিরা অভিনব পন্থা অবলম্বন করেছেভবনটি বেশ পুরানোতারা প্রায় এক মাস ধরে এই পরিকল্পনা করেছেতারা বালতির হাতল লোহা বা স্টিল নির্মিত সেটি সোজা করে ছাদের অংশ ফুটো করেছেধারাবাহিকভাবে তারা এটি করেছেভবনটিতে কোনো রড ছিল নাইট-সুরকির অনেক পুরনো ভবনফুটোটি তারা ধীরে ধীরে বড় করেছেএ ছাড়া পুরনো চাদর, গামছা ও কাপড় পর্যায়ক্রমে বেঁধে ছাদ পর্যন্ত একটি রশির মতো তৈরি করেএকটি পাটাতন তৈরি করেমূলত পাটাতনে পাড়া দিয়ে রশি বেয়ে ছাদের ফুটো দিয়ে বেরিয়ে যায়এরপর ছাদ থেকে নেমে প্রিজন সেলের সামনে একটি উন্মুক্ত প্রাঙ্গণ আছেসেটি লোহার খাঁচা দিয়ে বদ্ধসেই লোহার খাঁচার উপর দিয়ে ক্রলিং করে কারাগারের প্রাচীরের কাছে যায়এবং একইভাবে কাপড় জোড়া দিয়ে রশি তৈরি করে প্রাচীর টপকে যায়তারপর পাশের করতোয়া নদীর উপর যে ব্রিজ ছিল, সেটি দিয়ে পাশের চাষিবাজারে পৌঁছে যায় বলে জানান জেলা পুলিশ সুপারতিনি বলেন, তারা চারজনই সঙ্ঘবদ্ধ হয়ে কাজটি করেছেএই ভবনে পাশাপাশি চারটি ফাঁসির আসামিদের প্রকোস্ট রয়েছেএর একটিতে এই চারজন ছিলেনপ্রতিটি প্রকোস্ট আলাদাজেলা পুলিশ সুপার বলেন, আসামিরা ছাদের যে জায়গাটি ফুটো করার জন্য বেছে নিয়েছে সেটি বাইরে থেকে দেখা যায় নাকারারক্ষীদের চোখ ফাঁকি দিতে তারা ওই কর্নারের অংশটি বেছে নিয়েছিলঘটনার পর পরই জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন
বগুড়া জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম সাংবাদিকদের বলেন, বগুড়া কারাগার ব্রিটিশ আমলে তৈরিঘটনাস্থল পরিদর্শন করে দেখা গেছে ভবনের অনেক স্থান খারাপওই চার আসামিকে এ বছরের ১ জুন বিভিন্ন কারাগার থেকে বগুড়ায় নিয়ে আসা হয় জানিয়ে জেলা প্রশাসক জানান, এরপর তিনি ওই কারাগার পরিদর্শনও করেছিলেনতিনি বলেন, গতকাল বুধবারও পরিদর্শনের সময় দেখেছি, ওরা পুরাতন এবং নাজুক ছাদের যে অংশে ফুটো করেছে সেখানে ছাদে কোনো রড ছিল নাচুন-সুরকি দিয়ে তৈরি ছিল ওটাআমরা এসব স্থান সংস্কারের কথা বলেছিএছাড়া যেদিক দিয়ে পালিয়ে গিয়েছে আসামিরা সেখানে নিরাপত্তা চৌকি স্থাপনের কথা বলা হয়েছে
সামগ্রিক বিষয় বিবেচনা করে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পি এম ইমরুল কায়েসকে প্রধান করে ছয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছেএই কমিটিতে জেলা পুলিশ সুপারের একজন, র‌্যাব, ডিআইজি প্রিজন, ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ও গণপূর্তের নির্বাহী প্রকৌশলী বা তার প্রতিনিধি থাকবেনতদন্তের জন্য কোনো সময় বেঁধে দেয়া হয়নি তবে দ্রুততম সময়ে প্রতিবেদন জমা দেয়ার কথা বলা হয়েছে বলে জানান জেলা প্রশাসকতিনি বলেন, প্রতিবেদনটি ডিআইজি প্রিজনকে দেয়া হবেতার ওপর ভিত্তি করে কারাগার কর্তৃপক্ষ পরবর্তী সময়ে ব্যবস্থা নেবেন
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য