ঢাকা , শনিবার, ০৫ এপ্রিল ২০২৫ , ২২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে বড় আঘাত গণতান্ত্রিক স্থিতিশীল শান্তিপূর্ণ বাংলাদেশের প্রতি সমর্থন মোদির দুর্নীতি প্রতিরোধে কাজ করতে বাংলাদেশ-থাইল্যান্ড এমওইউ মোদীকে দশ বছর আগের কথা মনে করিয়ে ছবি উপহার ইউনূসের নতুন সমীকরণে বাংলাদেশ-ভারত বাস চালকের হদিস মেলেনি আহত শিশু আরাধ্যকে ঢাকায় হস্তান্তর নিহত বেড়ে ১১ স্বস্তির ঈদযাত্রায় সড়কে ঝরলো ৬০ প্রাণ চালের চেয়েও ছোট পেসমেকার বানালেন মার্কিন বিজ্ঞানীরা আ’লীগের নেতাদের রাজকীয় ঈদ উদযাপনে ক্ষুব্ধ কর্মীরা আন্দোলনে ফিরবেন বেসরকারি কলেজ শিক্ষকরা মাদারীপুরে আগুনে পুড়ল ২ বাড়ি ভৈরবের ত্রি-সেতুতে দর্শনার্থীদের ভিড় বর্ষবরণের আয়োজন, পাহাড়ে উৎসবের রঙ ঈদের আমেজ কাটেনি বিনোদন স্পটে ভিড় আ’লীগকে নিষিদ্ধ করা বিএনপির দায়িত্ব নয় নতুন নিয়মে বিপাকে ট্রাভেল এজেন্সিগুলো ঈদের আগে বেতন-বোনাস পেয়ে স্বস্তিতে সাড়ে ৩ লাখ এমপিওভুক্ত শিক্ষক ঈদযাত্রায় সদরঘাটে চিরচেনা ভিড় মিয়ানমারে ভূমিকম্পে শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা
এসএসএফের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

যুদ্ধ না করলেও সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুতি থাকতে হবে

  • আপলোড সময় : ২৬-০৬-২০২৪ ১০:৩৫:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৬-২০২৪ ১০:০৪:২৯ পূর্বাহ্ন
যুদ্ধ না করলেও সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুতি থাকতে হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গতকাল বুধবার তাঁর কার্যালয়ে স্পেশাল সিকিউরিটি ফোর্সের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান ফুল দিয়ে শুভেচ্ছা জানান
বাংলাদেশ কারও সঙ্গে আগ বাড়িয়ে যুদ্ধ করতে যাবে নাতবে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুতি থাকতে হবে বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাএজন্য সশস্ত্র বাহিনীকে দেশ রক্ষার প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন তিনিগতকাল বুধবার দুপুরে স্পেশাল সিকিউরিটি ফোর্স-এসএসএফের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেনপ্রধানমন্ত্রীর কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়
যুদ্ধবিধ্বস্ত দেশে সশস্ত্র বাহিনী গড়ে তুলেছিলেন বঙ্গবন্ধু : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ে তোলার সময় স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক আমাদের সশস্ত্র বাহিনী, তিনি সেই বাহিনীও গড়ে তুলেছিলেনবন্ধুপ্রতীম দেশগুলোর সহায়তায় দেশকে যেমন গড়ে তুলেছিলেন তিনি, সেই সাথে সশস্ত্র বাহিনীকেও গড়ে তুলেছিলেনযারা একটি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবে, তারা যেন সুপ্রশিক্ষিত ও উপযুক্ত হয় সে পদক্ষেপটাও তিনি নিয়েছিলেনআমরা তারই পদাঙ্ক অনুসারণ করে কাজ করে যাচ্ছিআমাদের সশস্ত্র বাহিনীকে আধুনিক প্রযুক্তি জ্ঞানসম্পন্ন যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তুলতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নেয়া হয়েছে এবং সেভাবে কাজ করছে সরকারতিনি বলেন, যে কোনোভাবে দেশকে রক্ষা করা, বহিঃশত্রুর আক্রমণ থেকে নিজেদের রক্ষা করতে হবেআমরা কারও সঙ্গে যুদ্ধে করতে যাবো না, কিন্তু আক্রান্ত হলে যেন নিজেদের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করতে পারি, সেভাবেই প্রস্তুতি নিয়ে রাখতে হবেসেভাবেই লক্ষ্য রেখে আমরা কাজ করে যাচ্ছিসরকারে আসার পর প্রত্যেক প্রতিষ্ঠানকে আমরা গড়ে তুলছি সেভাবেইযাতে সশস্ত্র বাহিনী উৎকর্ষ অর্জন করতে পারে, সেভাবে কাজ করছি
যুদ্ধ না করলেও সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুতি থাকতে হবে : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যেকোনোভাবে দেশকে রক্ষা করা, বহিঃশত্রুর আক্রমণ থেকে নিজেদের রক্ষা করতে হবেআমরা কারও সঙ্গে যুদ্ধে করতে যাবো না, কিন্তু আক্রান্ত হলে যেন নিজেদের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করতে পারি, সেভাবেই প্রস্তুতি নিয়ে রাখতে হবেসেভাবেই লক্ষ্য রেখে আমরা কাজ করে যাচ্ছিতিনি বলেন, সরকারে আসার পর প্রত্যেক প্রতিষ্ঠানকে আমরা গড়ে তুলছি সেভাবেইযাতে সশস্ত্র বাহিনী উৎকর্ষতা অর্জন করতে পারে, সেভাবে কাজ করছিসশস্ত্র বাহিনীর জন্য ফোর্সেস গোল ২০৩০ প্রণয়ন করে বাস্তবায়ন করা হচ্ছে বলেও জানান শেখ হাসিনাতিনি বলেন, ১৫ আগস্টের পর যারা ক্ষমতায় এসেছিল তারা দেশকে এগিয়ে নিতে পারেনি, বরং ক্যু হয়েছেবিমান বাহিনীর হাজার হাজার সদস্যকে হত্যা করা হয়েছিলদেশ যে তিমিরে সেই তিমিরেই রয়ে গিয়েছিলএসএসএফ অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, যারা আমার দায়িত্ব পালন করে যাচ্ছেন, তাদের জীবনও ঝুঁকির মধ্যে থাকেযারা আমার নিরাপত্তায় থাকে, তাদের জন্য চিন্তিত থাকি আমি নিজেওকারণ আমার ওপর বারবার আঘাত এসেছেনেতাকর্মীরা জীবন দিয়ে আমাকে রক্ষা করেছেনআমি দোয়া করি, যারা আমার নিরাপত্তায় নিয়োজিত, আল্লাহ সবাইকে যেন সুরক্ষিত রাখেন
জনগণই আমার শক্তি : আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, আমরা রাজনীতি করি, জনগণই আমার শক্তিকাজেই এসএসএফের নিরাপত্তার কড়াকড়িতে যেন আবার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে না যাইকারণ মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে আর গুলি করা লাগবে না, এমনিতেই শেষ হয়ে যাবোআমি জানি, এ কাজটা খুবই কঠিনপ্রধানমন্ত্রী বলেন, ক্ষমতায় আসার পর থেকেই আমার প্রচেষ্টা ছিল দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ারআবার বিরোধী দলে থেকেও দেশকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, তারও পরিকল্পনা করেছিতবে ২০০৯ থেকে টানা ক্ষমতায় আছি বলেই, দেশের উন্নয়ন দৃশ্যমান করতে পেরেছিস্থায়ী উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে পেরেছিবাংলাদেশ আজকে যে পরিবর্তন হয়েছে, সে ধারা অব্যাহত রেখেই দেশকে এগিয়ে নিতে চাইদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে
ইউক্রেন-রাশিয়া যুদ্ধে দেশে খাদ্যদ্রব্যের উর্ধ্বগতি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের ফলে দেশে খাদ্যদ্রব্যের উর্ধ্বগতি এবং প্রতিটি জিনিসের দাম বেড়ে গেছেতবে যতক্ষণ আমার নিঃশ্বাস আছে, লক্ষ্য একটাই মানুষের জীবন উন্নত করাএসএসএফের সদস্যদের প্রশংসা করে তিনি বলেন, যারা আমার দায়িত্ব পালন করে যাচ্ছেন, তাদের জীবনও ঝুঁকির মধ্যে থাকেযারা আমার নিরাপত্তায় থাকে, তাদের জন্য চিন্তিত থাকি আমি নিজেওকারণ আমার ওপর বারবার আঘাত এসেছেনেতাকর্মীরা জীবন দিয়ে আমাকে রক্ষা করেছেনআমি দোয়া করি, যারা আমার নিরাপত্তায় নিয়োজিত আল্লাহ সবাইকে যেন সুরক্ষিত রাখেন
টানা ক্ষমতায় আছি বলেই দেশের উন্নয়ন দৃশ্যমান : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ক্ষমতায় আসার পর থেকেই তার প্রচেষ্টা ছিল দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ারআবার বিরোধী দলে থেকেও দেশকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় তারও পরিকল্পনা করেছেনতবে ২০০৯ থেকে টানা ক্ষমতায় আছেন বলেই, দেশের উন্নয়ন দৃশ্যমান করতে পেরেছেনস্থায়ী উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে পেরেছেন
স্কুলজীবন থেকে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত শেখ হাসিনা : আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, স্কুলজীবন থেকে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলাম, কলেজে ওঠার পর ভাইস প্রেসিডেন্টও নির্বাচিত হয়েছিলামছাত্র রাজনীতির সঙ্গে সক্রিয় ও বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় প্রতিটি আন্দোলন এবং সংগ্রামে অংশ নিয়েছিলামতবে এত বড় গুরুদায়িত্ব নিতে হবে, সেটা কখনও চিন্তাতেও আসেনিআর সে ধরনের কোনো আকাক্সক্ষাও ছিল নামানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য বাবা (বঙ্গবন্ধু) রাজনীতি করতেন, মা তার পাশে সব সময় ছিলেন আর আমরাও সেভাবে কাজ করে গেছিতিনি বলেন, দীর্ঘ পরবাস জীবন পার করে ১৯৮১ সালে যখন দেশে ফিরে আসি, তখন দেশ ঘুরে যে দুরবস্থা দেখেছিলাম, সেটা সহ্য করার মতো ছিল নাপ্রতিবছর দুর্ভিক্ষ লেগেই থাকত, মানুষের গায়ে কাপড় ছিল না, বিদেশ থেকে পুরানো কাপড় এনে পরানো হতোএকবেলা খাবার জুটত না তাদেরআর রোগের চিকিৎসা ও শিক্ষা সে তো ছিল সুদূর পরাহতএদেশটা স্বাধীন সার্বভৌম দেশ, এই সার্বভৌমত্ব রক্ষা ও স্বাধীন দেশ হিসেবে বিশ্ব দরবারে নিয়ে যাওয়া এটাই ছিল তার (বঙ্গবন্ধু) একমাত্র লক্ষ্যমানুষ যখন উন্নত জীবনের স্বপ্ন দেখতে শুরু করে ঠিক তখনই আসে ১৫ আগস্টের আঘাতছোট্ট শেখ রাসেলের স্বপ্ন ছিল সেনাবাহিনীতে যোগ দেয়ারতাকেও হত্যা করা হয়কখনও চিন্তাতেও আসেনি আওয়ামী লীগের সভাপতির মতো গুরু-দায়িত্ব নেয়ারতবে নিতে হয়েছিল। 
দক্ষিণ এশিয়ায় আমাদের দেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ : শেখ হাসিনা বলেছেন, আমাদের দেশ দক্ষিণ এশিয়ায় অত্যন্ত গুরুত্বপূর্ণবাংলাদেশকে এখন আর কেউ করুণা করে না, সবাই মর্যাদা দেয়আমরা দেশে-বিদেশে যে মর্যাদা পেয়েছি, তা ধরে রাখতে হবেতিনি বলেন, আমার জীবন যে কোনো সময়ই চলে যেতে পারেকিন্তু আমি পিছিয়ে যাইনিসব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিচ্ছি
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স