ঢাকা , শনিবার, ১২ জুলাই ২০২৫ , ২৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ধর্ষণ-গণপিটুনিতে হত্যা বেড়েছে জুনে, কমছে না অজ্ঞাত লাশের সংখ্যা-এমএসএফ খুনের পর লাশের ওপর লাফায় ঘাতকরা দেশজুড়ে রোমহর্ষক-বীভৎস হত্যাকাণ্ডে বাড়ছে উদ্বেগ সভ্যতার ইতিহাস আর সৌন্দর্যে মোড়া বিশ্বের সেরা ৭ দুর্গ ইউক্রেনকে অস্ত্র দেবে যুক্তরাষ্ট্র অর্থ দেবে ন্যাটো: ট্রাম্প ভুল স্বীকার করে ক্ষতিপূরণ দিলে আলোচনায় বসবে ইরান পাকিস্তানে ৯ বাসযাত্রীকে অপহরণের পর গুলি করে হত্যা নতুন মোড় নিলো দিয়েগো জোতার মৃত্যু নেইমারের গোলে ফেরোভিয়ারিয়ার বিপক্ষে জয় পেলো সান্তোস শ্রীলঙ্কার জালে বাংলাদেশের গোল বন্যা তোমার অবশ্যই সেই রেকর্ডের দিকে যাওয়া উচিত ছিল : লারা রুটের ব্যাটে ভর করে লড়ছে ইংল্যান্ড ৫ বলে ৫ উইকেট নিয়ে ইতিহাসে নাম লেখালেন ক্যাম্ফার বড় হার দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করলো টাইগাররা শ্বাসরুদ্ধকর ম্যাচে গায়ানার সাথে জয় পেলো রংপুর ১১৫ প্রতীকের তালিকা আইন মন্ত্রণালয়ে নেই শাপলা বন্যা পরিস্থিতি নিয়ে উপদেষ্টা পরিষদে আলোচনা গড় পাসের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ, কমেছে জিপিএ-৫ বিবিসির প্রতিবেদনের তীব্র সমালোচনা হাসিনাপুত্র জয়ের তরুণ প্রজন্মকে দক্ষ হিসেবে গড়ে তোলা আবশ্যক : প্রধান উপদেষ্টা

বিয়ে করছেন সংগীতশিল্পী নন্দিতা

  • আপলোড সময় : ২৮-০২-২০২৪ ০৯:৫৭:৫৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০২-২০২৪ ০৯:৫৭:৫৫ পূর্বাহ্ন
বিয়ে করছেন সংগীতশিল্পী নন্দিতা সংগীতশিল্পী নন্দিতা
ছাদনাতলায় বসছেন সংগীতশিল্পী সানজিদা মাহমুদ নন্দিতা। সোশ্যাল মিডিয়া ফেসবুকে এক পোস্টে এ তথ্য গায়িকা নিজেই নিশ্চিত করেছেন। গত রোববার বিকেল চারটায় ফেসবুক অ্যাকাউন্টে তিনটি ছবি পোস্ট করে ক্যাপশনে তিনি লেখেন, ‘এই আংটি পেলাম।’ ছবিতে অনামিকায় পরা আংটিতে একজনের হাত ধরা অবস্থায় দেখা গেছে গায়িকাকে। নন্দিতার ছবিগুলো পোস্ট করার পর তাকে সংগীতশিল্পী আঁখি আলমগীর, পুতুল, সুনিধি নায়েক, ঝিলিক, অভিনেত্রী ঐন্দ্রিলাসহ আরও অনেকে অভিনন্দন জানিয়েছেন। এদিকে জানা গেছে, আগামী শুক্রবার ঘরোয়া আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে তার। পাত্রের নাম মুফরাত; তিনি নন্দিত সংগীতশিল্পী শাকিলা শর্মা (শাকিলা জাফর)-এর ছেলে। নন্দিতার বাড়ি ফরিদপুর হলেও তিনি পড়ালেখা করেছেন মুন্সিগঞ্জে। এরপর রাজধানীর ঢাকার সিটি কলেজে ভর্তি হন। ওই সময় ছায়ানটে গান শিখতে শুরু করেন তিনি। ২০১৩ সালে আহছানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে পড়ার সময় ‘বাংলাদেশি আইডল’ রিয়েলিটি শোয়ে অংশ নেন নন্দিতা। সেখানে সেরা ১০-এ সপ্তম স্থানে জায়গা করে নেন। তারপর থেকে নিয়মিত গান করছেন। পাশাপাশি উপস্থাপনাও করছেন নন্দিতা। এছাড়া কোক স্টুডিও বাংলায় ‘বুলবুলি’, ‘দাঁড়ালে দুয়ারে’র মতো গানে কণ্ঠ দিয়ে শ্রোতামহলে পরিচিতি লাভ করেছেন নন্দিতা।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স