ঢাকা , শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬ , ১০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
চলতি বোরো মৌসুমে ইউরিয়া সার উৎপাদন ব্যাহতের শঙ্কা ‘হ্যাঁ’ সিল দিলে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে যাবে-আলী রীয়াজ আজকের লড়াই স্বাধীনতাবিরোধীদের বিরুদ্ধে-মির্জা ফখরুল ইসলামপন্থি দলগুলোর প্রার্থীর সংখ্যা বড় আকারে বেড়েছে -টিআইবি নির্বাচনে ১০ দলীয় জোট বিপুল ভোটে জয়ী হবে-নাহিদ ইসলাম জঙ্গল সলিমপুরে র‌্যাব কর্মকর্তা নিহতের ঘটনায় মামলা, গ্রেফতার ৩ ফেসবুকে বিভিন্ন পরিচয়ে প্রতারণা, প্রতারকের ৭৬ লাখ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত অন্যের এনআইডি বহন কিংবা হস্তান্তর করা যাবে না-ইসি ৮ লাখ ভোট কর্মকর্তার প্রশিক্ষণ শুরু, চলবে ৭ জানুয়ারি পর্যন্ত নির্বাচন ও গণভোট উপলক্ষে কার্যক্রম পর্যবেক্ষণ সেনাপ্রধানের ত্রয়োদশ নির্বাচনে পোস্টার নেই নির্বাচনী প্রচারে প্রার্থীদের করণীয় ও নিষেধাজ্ঞা ৪৮তম বিশেষ বিসিএস থেকে ৩২৬৩ জনকে ক্যাডার পদে নিয়োগ ত্রয়োদশ নির্বাচনে এনসিপির প্রার্থী তালিকায় তারুণ্য মেলবন্ধনে চমক ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ অনুমোদন উল্লাসে মুখর শিক্ষার্থীরা প্রচার-প্রচারণায় চাঙা নির্বাচনী মাঠ মানুষই হচ্ছে রাজনৈতিক সকল ক্ষমতার উৎস প্রবাসী নারীকে বিয়ের ফাঁদে ফেলে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ইমাম-মুয়াজ্জিনের বেতন নির্ধারণ করেছে সরকার ঢাকায় গত এক বছরে ৪০৯টি সড়ক দুর্ঘটনায় নিহত ২১৯
প্রচারে হারিয়েছে জৌলুস, ভোটাররা চিনতে পারছেন না প্রার্থীদের

ত্রয়োদশ নির্বাচনে পোস্টার নেই

  • আপলোড সময় : ২৩-০১-২০২৬ ১২:২০:৩০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০১-২০২৬ ১২:২০:৩০ পূর্বাহ্ন
ত্রয়োদশ নির্বাচনে পোস্টার নেই

দেশে প্রথমবারের মতো পোস্টার ছাড়াই শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণা। বুধবার দিবাগত রাত থেকে শুরু হওয়া ভোটের এ প্রচারণা চলবে আগামী ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। তবে এবারের নির্বাচনে পোস্টার না থাকায় প্রচার-প্রচারণা অনেকটাই জৌলুস হারিয়েছে। ভোটাররাও বুঝতে পারছেন না নির্বাচনের আমেজ। পোস্টার না থাকায় অনেকেই বিভিন্ন দলের বা স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের চিনতে পারছেন না। গতকাল বৃহস্পতিবার নির্বাচনি প্রচারণা শুরুর প্রথম দিনে ঢাকা-২, ঢাকা- ঢাকা-৪,ঢাকা-৫, ঢাকা-১৩, ঢাকা-১৪ ও ঢাকা-১৫ এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে। এদিন সরেজমিনে শুধু পোস্টার নয়; মাইকিং ও বিলবোর্ডও চোখে পড়েনি কোথাও।
মোহাম্মদপুর ভাঙা মসজিদ এলাকার বাসিন্দা সাদিক খান মিল্কি বলেন, পোস্টার ছাড়া জাতীয় নির্বাচন কেমন যেন ফ্যাকাসে লাগছে। কে দাঁড়াইছে না দাঁড়াইছে বুঝতে পারছি না।ভোটের প্রচারণার কোনো আমেজ নেই। সবজি বিক্রেতা শেখ ফরিদের বাড়ি বগুড়ার কাহালু উপজেলায়। তিনি বলেন, ভোটে কে দাঁড়াইছে বুঝতেছি না। কাহাক ভোট দিমু। মোহাম্মদপুর চাঁনমিয়া হাউজিং এলাকার বাসিন্দা নিজাম উদ্দিন (৭৫)। দীর্ঘ দিন এলাকায় চা বিক্রি করেন। তিনিও এখনো নির্বাচনের আমেজ আঁচ করতে পারছেন না।
নিজাম উদ্দিনের দোকানে চায়ের কাপে চুমুক দিয়ে শফিকুল ইসলাম নামের একজন বলেন, প্রার্থী কে চিনতে পারি না। ১২ তারিখে যে নির্বাচন তা-ও বুঝতে পারছি না।অনলাইনে প্রচার কীভাবে বুঝবো। সবার কাছে তো স্মার্ট ফোন নাই। আপনার (প্রতিবেদককে ইঙ্গিত করে) হাতে আছে, আমার হাতে কিন্তু নাই। আমার এলাকায় কে ভোটে দাঁড়িয়েছে আমি চিনতে পারছি না।
নতুন বিধিমালায় প্রযুক্তি ও পরিবেশ সুরক্ষায়ও কঠোরতা আনা হয়েছে। প্রচারে ড্রোন বা কোয়াডকপ্টারের ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। দলের সাধারণ সম্পাদক বা সমপর্যায়ের নেতারা হেলিকপ্টার ব্যবহার করতে পারবেন, তবে আকাশ থেকে লিফলেট বা অন্য কোনো প্রচারসামগ্রী বিতরণ করা যাবে না। কোনো ভোটকেন্দ্রের ১৮০ মিটারের মধ্যে ভোটার স্লিপ বিতরণ নিষিদ্ধ। আর স্লিপের আকার সর্বোচ্চ ১২ সেন্টিমিটার গুণ ৮ সেন্টিমিটার নির্ধারণ করা হয়েছে। এবার ভোটের প্রচারণায় মাইক ব্যবহারের ক্ষেত্রেও সীমাবদ্ধতা রাখা হয়েছে দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত মাইক ব্যবহার করা যাবে। তবে শব্দসীমা সর্বোচ্চ ৬০ ডেসিবেল রাখতে হবে।নির্বাচনে ভোটার স্লিপ দেওয়ার যে প্রথা রয়েছে তার আইনগত ভিত্তি দেওয়া হয়েছে আচরণ বিধিমালায়।প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা তার পক্ষে অন্য কোনো প্রার্থী ও প্রতিষ্ঠান ভোটার স্লিপ বিতরণ করতে পারবে।তবে ভোটার স্লিপে প্রার্থীর নাম, ছবি, পদের নাম ও প্রতীক উল্লেখ করতে পারবে না। এসব প্রচারণাও চোখে পড়েনি। রিকশাচালক জমির বাদশা। নগরীর বিভিন্ন এলাকায় রিকশা চালিয়ে জীবনধারণ করেন। থাকেন শ্যামলী এলাকায়। কথা হলে তিনি বলেন, পোস্টার না হলে জাতীয় নির্বাচনে কাকে ভোট দিমু। ভোটে কে খাঁড়াইলো, নিজেগো লোক খাঁড়াইলো নাকি বাইরের লোক খাঁড়াইলো কিছু তো বুঝি না। আমরা ভোটটা দিমু কারে, পোস্টার না থাকলে প্রার্থী ক্যারা খাঁড়াইছে আমরা জানমু ক্যামতে। পোস্টার থাকলে তো মার্কা ও চেহারা দেইখা বুঝন যায়। মোহাম্মদ আলমগীর হোসেন। বয়স ৬০ ছুঁই ছুঁই। জন্মস্থান ভোলার লালমোহনে। থাকেন ঢাকার মোহাম্মদপুরের সাত মসজিদ হাউজিং এলাকায়। কথা হলে তিনি বলেন, ভোটের আমেজ বোঝা যাচ্ছে না। পোস্টার ছাড়া নির্বাচন আরও খারাপ লাগছে। প্রচারণা শুরু হয়েছে কি না কিছুই বোঝা যাচ্ছে না। একইসুরে কথা বলেছেন অর্ন্তত আরও ১৫ থেকে ২০জন নানা পেশায় জড়িত ভোটাররা।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চলতি বোরো মৌসুমে ইউরিয়া সার উৎপাদন ব্যাহতের শঙ্কা

চলতি বোরো মৌসুমে ইউরিয়া সার উৎপাদন ব্যাহতের শঙ্কা