গবেষণা উপ-প্রকল্প বাস্তবায়নে দেশের ১২টি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ৩৮ দশমিক ২১ কোটি টাকার চুক্তি সই করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। অ্যাকাডেমিক প্রতিষ্ঠান ও শিল্প খাতের অংশীদারত্বের মাধ্যমে উদ্ভাবনী পণ্য উন্নয়ন, আন্তবিষয়ক গবেষণা ও উন্নয়ন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ও তথ্যপ্রযুক্তি বিষয়ে অত্যাধুনিক গবেষণা পরিচালনা এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য আইটি-ভিত্তিক সমাধান উন্নয়নের জন্য ২০টি গবেষণা উপ-প্রকল্প বাস্তবায়নে এই চুক্তি সই করা হয়। গতকাল মঙ্গলবার একটি ত্রিপীয় চুক্তি সই অনুষ্ঠিত হয়। চুক্তিতে সই করেন ইউজিসি সচিব, অনুদানপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্য এবং সংশ্লিষ্ট উপ-প্রকল্পের প্রধান গবেষককরা। বাংলাদেশ সরকার ও এশিয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে ইউজিসি বাস্তবায়নাধীন ‘ইম্প্রুভিং কম্পিউটার অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং টারশিয়ারি এডুকেশন (আইসিএসইটিইপি)’ প্রকল্পের ‘গবেষণা ও উন্নয়ন অনুদান’ উপখাত থেকে এই অর্থায়ন করা হচ্ছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসি সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান, অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, অধ্যাপক ড. মাছুমা হাবিব, অধ্যাপক ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এবং এশিয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কান্ট্রি ডিরেক্টর হোয়ে ইউন জিয়ং। ইউজিসি সদস্য অধ্যাপক ড. মো. সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউজিসি সচিব ড. মো. ফখরুল ইসলাম এবং আইসিএসইটিইপি প্রকল্পের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর গাজী মো. নজরুল ইসলাম। ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে তথ্যপ্রযুক্তি খাতে এই গবেষণা সহায়তা কার্যকর ভূমিকা রাখবে। আইসিএসইটিইপি একটি প্রাতিষ্ঠানিক প্রকল্প হওয়ায় বরাদ্দকৃত অর্থের সঠিক ও দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করতে হবে। বিশ্ববিদ্যালয় সমাজের অবিচ্ছেদ্য অংশ এবং সমাজের বাস্তব সমস্যার সমাধানে বিশ্ববিদ্যালয়ের গবেষণার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মো. সাইদুর রহমান বলেন, দেশের আইসিটি খাতে মানবসম্পদ উন্নয়ন এবং ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সহযোগিতা বৃদ্ধিতে ইউজিসি’র এই উদ্যোগ একটি মাইলফলক হয়ে থাকবে। অধ্যাপক ড. মো. সাইদুর রহমান জ্ঞানভিত্তিক অর্থনীতি ও প্রযুক্তি শিার বিকাশে এ উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন এবং গবেষণা, উদ্ভাবন ও শিল্প খাতের সঙ্গে সহযোগিতা বৃদ্ধিতে এগিয়ে আসার জন্য এশীয় উন্নয়ন ব্যাংককে ধন্যবাদ জানান। অধ্যাপক ড. মো. সাইদুর রহমান আরও বলেন, গবেষণা ও উন্নয়ন অনুদান উপপ্রকল্পগুলো স্বচ্ছ ও নিরপে প্রক্রিয়ায় নির্বাচন করা হয়েছে এবং প্রকল্পগুলোর সামাজিক প্রভাব বিশেষভাবে বিবেচনায় নেওয়া হয়েছে। প্রসঙ্গত, গবেষণা ও উন্নয়ন অনুদান উপপ্রকল্প দিতে গত বছরের সেপ্টেম্বর মাসে বিশ্ববিদ্যালয় শিকদের কাছ থেকে গবেষণা প্রস্তাব আহ্বান করা হয়। এতে মোট ১৬২টি উপপ্রকল্প প্রস্তাব জমা পড়ে। যাচাই-বাছাই ও মূল্যায়ন শেষে ৯টি সরকারি ও ৩টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মোট ২০টি উপপ্রকল্প চূড়ান্ত করা হয়। অনুদান পাওয়া বিশ্ববিদ্যালয়গুলো হলো- ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ব্র্যাক ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং বরেন্দ্র বিশ্ববিদ্যালয়। অনুদান বণ্টনের েেত্র বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) সর্বোচ্চ ৫টি উপপ্রকল্প, ঢাকা বিশ্ববিদ্যালয় ৩টি, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক ইউনিভার্সিটি ২টি করে এবং অবশিষ্ট ৮টি বিশ্ববিদ্যালয় ১টি করে উপপ্রকল্প বাস্তবায়নের জন্য অনুদান পেয়েছে। পাঁচ বছর মেয়াদি আইসিএসইটিইপি প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ১ হাজার ৩০০ কোটি টাকা। এর মধ্যে ৮৭ দশমিক ৭২ শতাংশ অর্থায়ন করছে এশিয় উন্নয়ন ব্যাংক এবং অবশিষ্ট ১২ দশমিক ২৮ শতাংশ ব্যয় করছে বাংলাদেশ সরকার।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
গবেষণা প্রকল্পে ১২ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ৩৮ কোটি টাকার চুক্তি স্বাক্ষর
- আপলোড সময় : ২০-০১-২০২৬ ১০:৫২:০০ অপরাহ্ন
- আপডেট সময় : ২০-০১-২০২৬ ১০:৫২:০০ অপরাহ্ন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্টাফ রিপোর্টার