বগুড়া প্রতিনিধি
বগুড়ার ধুনটে মব সৃষ্টি করে তিন পুলিশ সদস্যকে হেনস্তা করার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত সোমবার রাতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গতকাল মঙ্গলবার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান এতথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- মুরগি ব্যবসায়ী মাসুদ রানা (২৫) ও শাহিনুর জামান গোলাপ (৪৫)। তারা দুজনেই ধুনট উপজেলার মাটিকোড়া গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, গত সোমবার বগুড়া সদর ট্রাফিক থেকে টিএসআই আবুল কালাম আজাদ ট্রাফিক চেকপোস্ট করার জন্য ধুনট থানাধীন হুকুম আলী বাসস্ট্যান্ডে দায়িত্ব পালন করছিল। চেকপোস্ট চলাকালে দুইটি মোটরসাইকেল থামিয়ে কাগজপত্র যাচাই করে একটি মোটরসাইকেলের কাগজপত্র সঠিক না থাকায় মোটরযান আইনে মামলা দেয়। আরেকটি গাড়ির কাগজপত্র সঠিক থাকায় কনস্টেবল আব্দুল খালেক টিএসআই আজাদকে জানিয়ে মোটরসাইকেলটি ছেড়ে দেয়। সেখানে উপস্থিত মুরগি ব্যবসায়ী মাসুদ রানা ও শাহিনুর জামান গোলাপ দাবি করেন কনস্টেবল খালেক টাকা নিয়ে মোটরসাইকেল ছেড়ে দিয়েছেন। এসময় তারা স্থানীয় লোকজন জড়ো করে মব সৃষ্টি করে পুলিশের কাজে বাধা দেন এবং তিন পুলিশ সদস্যকে হেনস্তা করেন। পরে ধুনট থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং তিন পুলিশ সদস্যকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে কনস্টেবল আব্দুল খালেক ও কনস্টেবল আব্দুল হামিদকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় ধুনট থানার উপ পরিদর্শক (এসআই) মোস্তাফিজার রহমান বাদী হয়ে গ্রেপ্তার দুইজনসহ অজ্ঞাত ১৫-২০ জনকে আসামি করে গত সোমবার রাতে ধুনট থানায় মামলা করে।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata