অধ্যাদেশের দাবিতে ঢাকা কলেজের সামনে ‘অধ্যাদেশ মঞ্চ’ তৈরি
- আপলোড সময় : ২০-০১-২০২৬ ০৪:০৮:১০ অপরাহ্ন
- আপডেট সময় : ২০-০১-২০২৬ ০৪:০৮:১০ অপরাহ্ন
শিক্ষা মন্ত্রণালয়ের আহ্বানের পরও প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বাস্তবায়নে অধ্যাদেশ জারির দাবিতে রাজধানীতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন সাত কলেজের শিক্ষার্থীরা। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সায়েন্সল্যাব মোড়ে ‘অধ্যাদেশ মঞ্চ’ স্থাপনের কথা থাকলেও আপাতত ঢাকা কলেজের সামনের ফুটপাতে মঞ্চ তৈরি করে কার্যক্রম শুরু করেছেন তারা। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে ঢাকা কলেজের সামনে এমন চিত্র দেখা যায়। শিক্ষার্থীরা জানান, আগামী কেবিনেট বৈঠকে অধ্যাদেশ জারির বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত আসবে-এমন প্রত্যাশা তাদের। তবে প্রত্যাশিত সিদ্ধান্ত না এলে ‘অধ্যাদেশ মঞ্চ’ থেকেই পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। তারা বলেন, জনদুর্ভোগ এড়ানোর লক্ষ্যেই ফুটপাতে ‘অধ্যাদেশ মঞ্চ’ স্থাপন করা হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত এই মঞ্চ থেকেই তাদের সব কর্মসূচি পরিচালিত হবে। আন্দোলনকারীরা জানান, ভ্রাম্যমাণ ‘অধ্যাদেশ মঞ্চ’ ১৯ থেকে ২১ জানুয়ারি পর্যন্ত সাতটি ক্যাম্পাসে পালাক্রমে অবস্থান করবে। এরপর ২২ জানুয়ারি বেলা সাড়ে ১১টায় ভ্রাম্যমাণ মঞ্চ ও ক্যাম্পাসভিত্তিক মঞ্চগুলো নিয়ে শিক্ষার্থীরা রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে জমায়েত হবেন। সেদিন উপদেষ্টা পরিষদের বৈঠকে অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন দিয়ে বাংলাদেশ গেজেটে প্রকাশ করা হলে, সায়েন্সল্যাবের গণজমায়েত থেকে রাষ্ট্র ও দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বড় বিজয় মিছিল আয়োজন করা হবে। আর যদি অনুমোদন না আসে, তাহলে ওই গণজমায়েত থেকেই যমুনা অথবা সচিবালয়ের উদ্দেশে বৃহৎ পদযাত্রা কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান আন্দোলনকারীরা।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্টাফ রিপোর্টার