ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দেশের ৪৫৯টি উপজেলা নির্বাচন কার্যালয়ের নিরাপত্তা নিশ্চিতে ২ হাজার ৭৫৪ জন আনসার নিয়োগ দিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল বৃহস্পতিবার ইসি কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন। জানা গেছে, নিরাপত্তার জন্য ২ হাজার ৭৫৪ জন আনসার নিয়োগ দেওয়া হবে। অর্থ মন্ত্রণালয় এ বিষয়ে সম্মতি দিয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত তিন মাসের জন্য প্রস্তাবিত ৪৫৯টি উপজেলা/থানা নির্বাচন অফিসের জন্য প্রতি অফিসে ৬ জন করে মোট ২ হাজার ৭৫৪ জন আনসার (নিরাপত্তা সেবা) আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবাগ্রহণ নীতিমালা, ২০২৫ অনুযায়ী নিয়োগ দেওয়া হবে। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
২৭৫৪ আনসার নিয়োগ দেবে ইসি
- আপলোড সময় : ১৬-০১-২০২৬ ০৭:৪৩:৫৩ অপরাহ্ন
- আপডেট সময় : ১৬-০১-২০২৬ ০৭:৪৩:৫৩ অপরাহ্ন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্টাফ রিপোর্টার