জাতিসংঘের প্রকল্প পরিষেবা দপ্তরের নির্বাহী পরিচালক জর্জে মোরেইরা দা সিলভা বলেছেন, গাজায় ধ্বংসস্তূপের পরিমাণ ৬ কোটি টনেরও বেশি ছাড়িয়েছে এবং তা সরাতে সাত বছরেরও বেশি সময় লাগতে পারে। গাজা সফরের পর দা সিলভা ধ্বংসযজ্ঞের মাত্রাকে ‘অবিশ্বাস্য’ বলে বর্ণনা করেন। তিনি বলেন, এই ধ্বংসের প্রভাব পড়েছে ঘরবাড়ি, স্কুল, ক্লিনিক, পানি ও বিদ্যুৎ অবকাঠামোর ওপর। তিনি ব্যাখ্যা করেন, ৬ কোটি টন ধ্বংসস্তূপের পরিমাণ প্রায় ৩ হাজার কনটেইনার জাহাজের বোঝার সমান। এদিকে, দক্ষিণ গাজার আল-মাওয়াসি এলাকায় ইসরায়েলি গুলিতে ৬২ বছর বয়সী এক ফিলিস্তিনি নারী নিহত হয়েছেন বলে আল জাজিরার মাঠ পর্যায়ের একটি দল জানিয়েছে। এই হামলায় আরো কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এই হত্যাকাণ্ডের আগের দিন বৃহস্পতিবার গাজাজুড়ে ইসরায়েলি হামলায় ১০ জন ফিলিস্তিনি নিহত হন। শুক্রবারের সর্বশেষ এই ঘটনার মাধ্যমে অক্টোবরের যুদ্ধবিরতির পর থেকে নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে ৪৫২ জনে দাঁড়িয়েছে বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য জানিয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
গাজায় ধ্বংসস্তূপ অপসারণে সাত বছরেরও বেশি সময় লাগতে পারে : জাতিসংঘ
- আপলোড সময় : ১৬-০১-২০২৬ ০৭:৪১:৩৬ অপরাহ্ন
- আপডেট সময় : ১৬-০১-২০২৬ ০৭:৪১:৩৬ অপরাহ্ন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্টাফ রিপোর্টার