ইরানে নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায় তেহরানে অবস্থিত নিজেদের দূতাবাস সাময়িকভাবে বন্ধ করেছে নিউজিল্যান্ড। গতকাল শুক্রবার দেশটি জানায়, দূতাবাসের কূটনীতিকদের নিরাপদে ইরান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। নিউজিল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, বাণিজ্যিক বিমানে করে কূটনৈতিক কর্মীরা ইরান ত্যাগ করেছেন। নিরাপত্তা পরিস্থিতি খারাপ হওয়ায় তেহরান দূতাবাসের কার্যক্রম এখন তুরস্কের রাজধানী আঙ্কারা থেকে পরিচালিত হচ্ছে। মুখপাত্র আরো বলেন, ইরান ভ্রমণের বিষয়ে নিউজিল্যান্ড সরকার আগের মতোই সব ধরনের ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দিচ্ছে। বর্তমানে যেসব নিউজিল্যান্ডের নাগরিক ইরানে অবস্থান করছেন, তাদের দ্রুত দেশ ছাড়ার আহ্বান জানানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইরানে অবস্থানরত নিউজিল্যান্ডের নাগরিকদের কনস্যুলার সহায়তা দেওয়ার সক্ষমতা এখন ‘অত্যন্ত সীমিত’। তীব্র যোগাযোগ সমস্যার কারণে ইরানের ভেতরে থাকা মানুষের সঙ্গে যোগাযোগ করা কঠিন হয়ে পড়েছে। এ অবস্থায় সেখানে থাকা নিউজিল্যান্ডের নাগরিকদের সুযোগ পেলেই পরিবারের সদস্য ও স্বজনদের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। সূত্র : এএফপি
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
ইরানে দূতাবাস বন্ধ করল নিউজিল্যান্ড
- আপলোড সময় : ১৬-০১-২০২৬ ০৭:৩৯:৫৮ অপরাহ্ন
- আপডেট সময় : ১৬-০১-২০২৬ ০৭:৩৯:৫৮ অপরাহ্ন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দৈনিক জনতা ডেস্ক :