ঢাকা , শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬ , ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
গণভোট নিয়ে ফ্যাসিবাদীরা অপপ্রচার চালাচ্ছে-আলী রীয়াজ রাজনৈতিক ও নির্বাচনি পরিবেশ কলুষিত হয়ে পড়েছে : বদিউল আলম মজুমদার অন্তর্বর্তী সরকারের সময়েও উদ্বেগজনক হারে বাড়ছে খুন হদিস নেই জেল পালানো শত শত কারাবন্দির মাসে সাড়ে ৩ লাখ এনআইডির তথ্য বিক্রিতে আয় ১১ কোটি টাকা নীতিমালা, মূল্যবোধের কথা বলে উন্নয়ন চ্যালেঞ্জ মোকাবিলা সম্ভব নয় : ড. দেবপ্রিয় পোস্টাল ব্যালটে অনিয়ম নির্দিষ্ট দলের পক্ষপাতের অভিযোগ সালাহউদ্দিনের ইইউতে তৈরি পোশাকের বাজার হারাচ্ছে বাংলাদেশ শিক্ষার্থীদের অবরোধে জনজীবনে নাভিশ্বাস এগারো দলীয় জোটে অসন্তোষ চরমে আবারও শৈত্যপ্রবাহের কবলে দেশ, বাড়ছে শীতের তীব্রতা খাগড়াছড়িতে ২০৩ ভোট কেন্দ্রের মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ ৬৩ নোয়াখালীতে ২৫০০ কেজি জাটকা জব্দ, আটক ৬ লাইটার জাহাজের সংকট নিরসনে বিশেষ টাস্কফোর্স গঠন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আজ এসএসসি পরীক্ষা শুরু ২১ এপ্রিল হ্যাঁ ভোটে কী পাবেন, না ভোটে কী হারাবেন জানাবে সরকার এলপিজি গ্যাসের দখলে জ্বালানি বাজার অপারেশন ডেভিল হান্টে রাজধানীতে ৬৭ জন গ্রেফতার মানবতাবিরোধী অপরাধের মামলায় জিয়াউল আহসানের বিচার শুরু

অলি আহমদসহ ১২ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ

  • আপলোড সময় : ১৫-০১-২০২৬ ০৬:৩৭:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০১-২০২৬ ০৬:৩৭:০৫ অপরাহ্ন
অলি আহমদসহ ১২ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিএনপির প্রার্থীর নির্বাচন সমন্বয়কের গাড়িতে হামলার অভিযোগে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদসহ ১২ জনের বিরুদ্ধে সাতকানিয়া থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ ও সাতকানিয়া আংশিক) আসনে বিএনপির প্রার্থী জসিম উদ্দিন আহমেদের প্রধান নির্বাচন সমন্বয়ক বিএনপি নেতা এম এ হাশেম রাজু গত ১১ জানুয়ারি রাতে এ অভিযোগ করেন। অভিযাগের বিষয়ে সাতকানিয়া থানার ওসি মঞ্জুরুল হক বলেন, গত ২-৩ দিন আগে অলি আহমদসহ ১২ জনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। থানায় যে কেউ অভিযোগ দিতে পারেন। আমরা অভিযোগটি তদন্ত করছি। তথ্যপ্রমাণ পেলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। জানা গেছে, গত ৮ জানুয়ারি রাতে এম এ হাশেম রাজু কয়েকজন বিএনপি নেতা-কর্মীকে সঙ্গে নিয়ে সাতকানিয়ার পুরানগড় ইউনিয়নে দলীয় কর্মসূচিতে অংশ নেন। কর্মসূচি শেষে ফেরার পথে রাত ১১টার দিকে তাদের বহনকারী মাইক্রোবাস বাজালিয়া বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে ভাঙা ব্রিজ এলাকায় পৌঁছালে হামলার মুখে পড়ে। লিখিত অভিযোগে এলডিপি সভাপতি অলি আহমদসহ ১২ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাত আরও ৫০ থেকে ৬০ জনের সম্পৃক্ততার কথাও বলা হয়েছে। বলা হয়, অভিযুক্তরা সবাই লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। এলডিপি সভাপতি অলি আহমদের নির্দেশেই দলটির নেতা-কর্মীরা ওই হামলা চালায়। উল্লেখ্য, বিএনপি ছেড়ে এলডিপি গঠনকারী অলি আহমদের বাড়ি চন্দনাইশ উপজেলায়। সংশ্লিষ্ট সংসদীয় আসন থেকে তিনি বিএনপি ও এলডিপির প্রার্থী হিসেবে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন। তবে আসন্ন নির্বাচনে তিনি নিজে প্রার্থী না হয়ে তার ছেলেকে মনোনয়ন দিয়েছেন। এদিকে সম্প্রতি প্রবীণ এই রাজনীতিকের নেতৃত্বাধীন এলডিপি জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনী জোট গঠন করেছে। অপরদিকে, বিএনপি ওই আসনে ব্যবসায়ী জসিম উদ্দিন আহমেদকে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স