নেতাকর্মীদের জামায়াত আমির
ধৈর্য ধরে বিরূপ আচরণ থেকে বিরত থাকতে হবে
- আপলোড সময় : ১৫-০১-২০২৬ ০৬:২৭:২০ অপরাহ্ন
- আপডেট সময় : ১৫-০১-২০২৬ ০৬:২৭:২০ অপরাহ্ন
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীসহ ১১ দলের আসন সমঝোতা বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় উঠে। জামায়াত ও ইসলামী আন্দোলন নেতাকর্মীদের মধ্যে সমালোচনামূলক পোস্ট শুরু করেন। এরমধ্যেই সর্বোচ্চ প্রজ্ঞা ও ধৈর্যের পরিচয় দিয়ে দলীয় নেতা-কর্মীকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুধু তাই নয়, কারও ব্যাপারেই কোনো ধরনের বিরূপ আচরণ করা থেকে বিরত থাকার আহ্বানও জানিয়েছেন তিনি। গতকাল বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এ আহ্বান জানান তিনি।
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, বহু ত্যাগ এবং কুরবানির সিঁড়ি বেয়ে প্রিয় সংগঠন ও জাতি মহান আল্লাহ তাআলার একান্ত মেহেরবানিতে এ পর্যায়ে এসে দাঁড়িয়েছে। তিনি বলেন, সময়টা জাতীয় জীবনের জন্য অতি গুরুত্বপূর্ণ একটি বাঁক। এ সময়ে সকলকে সর্বোচ্চ প্রজ্ঞা ও ধৈর্যের পরিচয় দিতে হবে, দায়িত্বশীল আচরণ করতে হবে। কারও ব্যাপারেই কোনো ধরনের বিরূপ আচরণ করা থেকে বিরত থাকতে হবে। তিনি আরও বলেন, আমাদের উদ্দেশ্য— একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন। আশা করি, আমরা সবাই সর্বোচ্চ দায়িত্বশীলতার পরিচয় দেবো, ইনশাআল্লাহ। এখানে উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীসহ ১১ দলের আসন সমঝোতা বিষয়ে আজ চূড়ান্ত ঘোষণা দেওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে।
গতকাল বুধবার বিকেল সাড়ে ৪টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা হলে (২য় তলা) এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সংবাদ সম্মেলন স্থগিত করার বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় আসন সমঝোতার জোটের সমন্বয়ক ড. হামিদুর রহমান আযাদ। তিনি জানান, বুধবার বিকেল সাড়ে ৪টায় আন্দোলনরত ১১ দল ঘোষিত সংবাদ সম্মেলন অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। আসন সমঝোতার সংবাদ সম্মেলনে থাকার ব্যাপারে দাওয়াত পায়নি ইসলামী আন্দোলন। সঙ্গত কারণে দলীয় সিদ্ধান্ত ‘আপাতত সিদ্ধান্ত’ সেই সংবাদ সম্মেলনে থাকছে না ইসলামী আন্দোলন বাংলাদেশ। এব্যাপারে দৃষ্টি আকর্ষণ করে জানতে চাইলে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, এ রকম সংবাদ সম্মেলনের দাওয়াত আমরা এখনো পাই নাই, শুনি নাই। আমাদের সঙ্গে পরামর্শও করা হয় নাই। তাই আপাতত সিদ্ধান্ত, সেই সংবাদ সম্মেলনে থাকছে না ইসলামী আন্দোলন। ইসলামী আন্দোলন আসন সমঝোতা করবে কি-না জানতে চাইলে তিনি বলেন, দুপুরে আমাদের কেন্দ্রীয় মজলিশে আমেলার জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে যে, আসন সমঝোতায় আমরা থাকবো কি-না।
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্টাফ রিপোর্টার