* রাজধানীতে মোড়ে মোড়ে শিক্ষার্থীদের অবরোধ
* সাকিবুল হত্যার বিচার চেয়ে ফার্মগেট অবরোধ, বাস ভাঙচুর
রাজধানীর পাঁচ স্থানে প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র অধ্যাদেশ জারির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন সাত কলেজের শিক্ষার্থীরা। এরইমধ্যে আন্দোলন আরও জোরালো করতে রাজধানীর টেকনিক্যাল মোড় ও তাঁতীবাজার এলাকায় অবস্থান নেওয়া শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়ে এসে জড়ো হচ্ছেন। আন্দোলনকে এককেন্দ্রিক ও আরও কার্যকর করার লক্ষ্যে সমন্বয়কারীরা সব শিক্ষার্থীকে সায়েন্সল্যাবে অবস্থান নেওয়ার এই সিদ্ধান্ত দিয়েছেন। এতে অচল হয়ে পড়েছে পুরো ঢাকা। অবরোধের ফলে তীব্র যানজট সৃষ্টি হওয়ায় ভোগান্তিতে পড়েছেন চাকরিজীবীসহ যানবাহনের চালক ও যাত্রীরা। একইদিন সাকিবুল হত্যার বিচার চেয়ে ফার্মগেট অবরোধ করে এবং বাস ভাঙচুর করে শিক্ষার্থীরা। গতকাল বুধবার দুপুর ১২টা থেকে রাজধানীর তাঁতিবাজার, টেকনিক্যাল মোড়, ফার্মগেট, সায়েন্সল্যাব ও মহাখালীতে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এছাড়া সহপাঠী হত্যার বিচার দাবিতে ফার্মগেট মোড় অবরোধ করেছেন তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা।
আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, আজ বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের সভায় ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন–২০২৫’-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিতে হবে। একই সঙ্গে রাষ্ট্রপতির পক্ষ থেকে দ্রুত অধ্যাদেশ জারির দাবিও জানান তারা। শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়েছেন, সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট ঘোষণা না আসা পর্যন্ত এই আন্দোলন চলবে। তবে দিনভর সাইন্সল্যাব মোড়ে যানবাহনের দীর্ঘ সারি রয়েছে। পথচারীরা গাড়িতে থেকে নেমে হেঁটে হেঁটে নিজ গন্তব্যে যাচ্ছেন। আবার কেউ কেউ গাড়িতে বসে রয়েছেন যানজট ছাড়ার অপেক্ষায়। ঠিকানা পরিবহনের যাত্রী শাহজালাল আহমেদ বলেন, অনেক যানজটে বসেছিলাম। বাধ্য হয়ে গাড়ি থেকে নেমে গিয়েছি। এমন যানজট যাত্রীদের জন্য খুবই ভোগান্তিকর। কিছু হলেই পথ আটকানো এটা এখন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। এভাবে চলতে পারে না। আরেক পথচারী শরিফ হাসান বলেন, সব দিক দিয়ে রাস্তা ব্লক করা। কোনো গাড়ি চলতে পারছে না। অনেকেই জরুরি যাতাযাত করছেন। তাদের বেশি অসুবিধা হচ্ছে। যাত্রাবাড়ী মোড় থেকে এক কিলোমিটার দূরের দক্ষিণ কুতুবখালী এলাকার ফুটপাত দিয়ে হেঁটে যাত্রাবাড়ীর দিকে আসছিলেন ভৈরব থেকে আসা তসলিম উদ্দিন। তাঁর মাথায় ২০ কেজির চালের বস্তা। আর পিঠে আরেকটি ব্যাগ। সঙ্গে হাঁটছেন স্ত্রীও। জানতে চাইলে তিনি বলেন, এক ঘণ্টা গাড়িতে বসে বিরক্ত হয়ে নেমে গেছেন। রাস্তা বন্ধ হয়ে গেছে, এটা শুনে হেঁটেই যাত্রা করেছেন। যাবেন খিলগাঁও। একইভাবে রাজধানীর শাহবাগে প্রায় ১ঘন্টা গাড়িতে বসে থেকে হেঁটেই চলেছেন ফরহাদ নামে একজন যাত্রী। শুধু ফরহাদ কিংবা তসলিম উদ্দিনই নয়, শিক্ষার্থীদের আন্দোলনে স্ববির রাজধানীতে বেশিরভাগ কর্মজীবি কিংবা গ্রাম-গঞ্জ থেকে নগওে আসা মানুষজন যানজটে হেঁটেই বাড়ি ফিরছেন।
সরেজমিনে দেখা যায়, এদিন বেলা পৌনে ১২টায় তাঁতীবাজার মোড় অবরোধ করেন কবি কাজী নজরুল ইসলাম কলেজ ও সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। এতে পুরান ঢাকার সড়কগুলো তীব্র আকারের যানজন সৃষ্টি হয়েছে। সড়কগুলোতে গাড়ির চাকা ঘুরছে না বললেই চলে। একই দাবিতে দুপুর সাড়ে ১২টার দিকে মিরপুরের টেকনিক্যাল মোড় অবরোধ করেন বাংলা কলেজের শিক্ষার্থীরা। এদিন দুপুর ১টার দিকে সায়েন্সল্যাব মোড় অবরোধ করে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা। এ সময় সায়েন্সল্যাব থেকে নিউ মার্কেট, শাহবাগ ও ধানমন্ডি সড়ক দিয়ে চলাচরত সব ধরনের যানবাহন আটকে যায়। এতে আশপাশের অন্যান্য সড়কেও তীব্র যানজটের সৃষ্টি হয়। মহাখালীতেও একই দাবিতে সড়ক অবরোধ করেন সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীর। তবে তারা ১৫ মিনিট পর সড়ক ছেড়ে দেন। শিক্ষার্থীদের দাবি, স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা শেষে প্রাপ্ত মতামতের ভিত্তিতে শিক্ষা মন্ত্রণালয় খসড়াটি হালনাগাদ করেছে। সর্বশেষ গত ৭ ও ৮ ডিসেম্বর শিক্ষা ভবন অভিমুখে টানা অবস্থান কর্মসূচি চলাকালে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে ডিসেম্বরের মধ্যেই আনুষঙ্গিক সব কার্যক্রম শেষ করে জানুয়ারি মাসের প্রথম দিকে অধ্যাদেশ জারির বিষয়ে শিক্ষার্থীদের আশ্বস্ত করা হয়েছিল। তবে ডিএমপি ট্রাফিকের লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মফিজুল ইসলাম বলেন, তাঁতীবাজার মোড় অবরোধ করার কারণে পুরান ঢাকায় যান চলাচল কার্যত অচল হয়ে পড়েছে। ওই জায়গায় চাইলেও ডাইভারশন দেয়া সম্ভব নয়। এতে মানুষের ব্যাপক ভোগান্তি হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, সহপাঠী সাকিবুল হত্যার বিচার ও আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে রাজধানীর ফার্মগেট মোড় অবরোধ করেছেন শিক্ষার্থীরা। বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিলে গুরুত্বপূর্ণ এই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। অবরোধ চলাকালে একটি বিআরটিসি বাসে ভাঙচুর চালানো হয়েছে। এদিন ফার্মগেট মোড়ে শিক্ষার্থীরা চেয়ার-টেবিল ও বিভিন্ন ব্যারিকেড দিয়ে সড়ক আটকে রেখেছেন। পুলিশ বারবার তাদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করলেও শিক্ষার্থীরা অনড় অবস্থানে রয়েছেন। মাঝেমধ্যে সীমিত পরিসরে কিছু গাড়ি ছেড়ে দেওয়ার চেষ্টা করা হলে শিক্ষার্থীরা প্রতিবাদ জানিয়ে গাড়ির সামনে শুয়ে পড়ছেন অথবা উপরে উঠে বসে পড়ছেন। একপর্যায়ে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তি ও হাতাহাতির ঘটনা ঘটে। এর কিছুক্ষণ পর পুলিশ সদস্যের সংখ্যা বাড়িয়ে আবারও শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার চেষ্টা করা হয়। অবরোধ চলাকালে মিরপুরগামী বিআরটিসির একটি দ্বিতল বাস ভাঙচুর করা হয়। বাসের চালক রেজাউল করিম বলেন, আমাকে বাসটি এগিয়ে নিতে বলা হয়েছিল। আমি সামনে এগোতেই হঠাৎ বাসটিতে ভাঙচুর শুরু হয়। বাসে থাকা আতঙ্কিত যাত্রীরা দ্রুত নেমে যান। বাস ভাঙচুরকে কেন্দ্র করে শিক্ষার্থীদের নিজেদের দুটি পক্ষের মধ্যেও উত্তেজনা ছড়িয়ে পড়তে দেখা যায়। আন্দোলনরত তেজগাঁও কলেজের শিক্ষার্থী সাজিদ বলেন, সাকিব হত্যাকাণ্ডের এক মাসের বেশি সময় পার হলেও এখনো দৃশ্যমান কোনো বিচারিক অগ্রগতি নেই। খুনিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। অবরোধ চলাকালে শিক্ষার্থীদের পুলিশবিরোধী বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। আন্দোলনরতরা স্লোগান দেন-‘সেন্ট্রাল সেন্ট্রাল’, ‘গোলামি না, আজাদি আজাদি’, ‘দালালি না রাজপথ’, ‘শিক্ষা নাকি সিন্ডিকেট’। স্লোগান দিতে দিতে একপর্যায়ে তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা ফার্মগেট মোড়ে অবরোধ চালিয়ে একটি বিআরটিসি বাসে ভাঙচুর চালান। তারা দাবি করেন, সাকিবুল হত্যাকাণ্ডের এক মাস পেরোনোর পরও দৃশ্যমান কোনো বিচারিক অগ্রগতি নেই। তবে পুলিশ জানান, শিক্ষার্থীদের সরাতে অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে এবং সড়কগুলো ধীরে ধীরে স্বাভাবিক করা হচ্ছে। তবে আন্দোলনের ফলে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। তবে এ বিষয়ে ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. জুয়েল রানা জানান, এই হত্যাকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, শিক্ষার্থীদের আমরা বারবার বুঝিয়েছি। একটি মামলা হয়েছে এবং বাকি আসামিদের শনাক্তে অভিযান চলমান রয়েছে। আমাদের এখন মূল লক্ষ্য গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল স্বাভাবিক করা।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ দাবি
শিক্ষার্থীদের অবরোধে অচল ঢাকা
- আপলোড সময় : ১৫-০১-২০২৬ ০৬:২৩:০৯ অপরাহ্ন
- আপডেট সময় : ১৫-০১-২০২৬ ০৬:২৩:০৯ অপরাহ্ন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্টাফ রিপোর্টার