ঢাকা , রবিবার, ১৩ জুলাই ২০২৫ , ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
দেশজুড়ে প্রতিবাদ-বিক্ষোভ ডাকসুর প্যানেল নিয়ে ছাত্র সংগঠনগুলোর লুকোচুরি ডিসেম্বরের মধ্যে নির্বাচনী প্রস্তুতি সম্পন্ন করা হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জামায়াত আমিরের উদ্বেগ চোখে অশ্রু-কণ্ঠে একরাশ হতাশা সরকারের নানা পদক্ষেপেও বিদেশী বিনিয়োগে ধস কিটের অভাবে পরীক্ষা ছাড়া লক্ষণ দেখেই চলছে চিকুনগুনিয়ার চিকিৎসা সায়মা ওয়াজেদের ছুটি জবাবদিহিতার গুরুত্বপূর্ণ পদক্ষেপ- প্রেস সচিব অনির্দিষ্টকালের ছুটিতে সায়মা ওয়াজেদ, দাবি পলিসি ওয়াচের প্রতিবেদনে চারদিনের সফরে ঢাকায় বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মিটফোর্ডে ব্যবসায়ী হত্যাকাণ্ডের ঘটনায় ছায়া তদন্ত করছে র‌্যাব চাঁদাবাজি নয় ব্যবসায়িক দ্বন্দ্বে খুন হন লাল চাঁদ-পুলিশ খুনিদের পায়ে লুটিয়ে পড়েও বাঁচাতে পারেনি লাল চাঁদ উন্নত চিকিৎসার জন্য ঢাকায় কুপিয়ে জখম করা খতিব, থানায় মামলা পুরান ঢাকার এই হত্যাকাণ্ড জাহিলিয়াতের যুগের বর্বরতাকে হার মানিয়েছে-কাজী মামুনূর রশিদ মিটফোর্ডের ঘটনায় কিছু রাজনৈতিক দল ফায়দা নেয়ার চেষ্টা করছে- রিজভী ফেনীর তিন নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ এক নম্বর হতে হবে-ত্রাণ উপদেষ্টা নির্বাচন ঘিরে সংকট তৈরির ষড়যন্ত্র চলছে- ফারুক পল্লবীতে ৫ কোটি টাকা চাঁদা না পেয়ে হামলা ও গুলিবর্ষণ ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু হাসপাতালে ভর্তি ৩৯১

খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে অভিযোগ হাস্যকর : আইনমন্ত্রী

  • আপলোড সময় : ২৪-০৬-২০২৪ ১০:৪৭:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৬-২০২৪ ১০:৩৯:১২ পূর্বাহ্ন
খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে অভিযোগ হাস্যকর : আইনমন্ত্রী
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসা পাচ্ছেন না বলে যারা অভিযোগ করছেন, তারা নিজেদের হাস্যকর বস্তুতে পরিণত করছেন বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হকতিনি বলেন,তাদের ভারসাম্য সঠিক আছে কিনা; সেটা দেখতে হবেতাদের ভারসাম্য নেই বলেই তারা এসব কথা বলছেনআমি আশা করবো, তারা ব্যক্তিগত আক্রমণ করবেন নাগতকাল সোমবার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে খালেদা জিয়ার চিকিৎসার বিষয়েসাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেনআইনমন্ত্রী বলেন, গতকাল (গত রোববার) বিকেল চারটা দিকে তার পেইসমেকার লাগানো হয়েছেসেই পেইস মেকারে তিনি এখন যথেষ্ট সুস্থ আছেনআমি এতটুকু বলবো যে, বিএনপি নেত্রী খালেদা জিয়ার চিকিৎসা প্রয়োজন, তিনি যে হাসপাতালে আছেন, সেই হাসপাতালে ভালো চিকিৎসা পাচ্ছেন বলেই কিন্তু এখন পর্যন্ত তিনি সুস্থ আছেনতার কয়েকটা অসুখ আছে, যেগুলো সেরে ওঠার মতো নাসেটার চিকিৎসা করে কমিয়ে রাখতে যেটা করা দরকার, সেটা করা হচ্ছেতিনি বলেন, সেক্ষেত্রে তিনি সুচিকিৎসা পাচ্ছেনযখন এখানকার চিকিৎসকরা মনে করেছেন বাইরে থেকে চিকিৎসক এনে তার চিকিৎসা করতে হবে, তখন সরকার সেই অনুমতি দিতে কার্পণ্য করেনিকাজেই খালেদা জিয়া চিকিৎসা পাচ্ছেন না বলে যারা অভিযোগ করছেন, তারা নিজেদের হাস্যকর করেছেনআইনমন্ত্রীর আন্তরিকতা ও মানবিকতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, এ বিষয়ে জানতে চাইলে আনিসুল হক বলেন, শোনেন, তাদের ভারসাম্য সঠিক আছে কিনা; সেটা দেখতে হবেতাদের ভারসাম্য নেই বলেই তারা এসব কথা বলছেনআমার প্রতি তারা যদি সংবাদ সম্মেলন করে রাগ-উষ্মা প্রকাশ করতে চান, সেটা করতে পারেনকিন্তু আমি আশা করবো, তারা ব্যক্তিগত আক্রমণ করবেন না
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স