বিদেশে বাংলাদেশ মিশনের প্রেস উইংয়ে দায়িত্ব পালনরত চার কর্মকর্তাকে অবিলম্বে কর্মস্থল থেকে দেশে ফিরে আসার নির্দেশ দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। সম্প্রতি মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। চার কর্মকর্তা হলেন-মালয়েশিয়ার কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (প্রেস) সুফি আব্দুল্লাহিল মারুফ, সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে কন্স্যুলেট জেনারেল অফিস অব বাংলাদেশের প্রথম সচিব (প্রেস) আরিফুর রহমান, সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব (প্রেস) আসাদুজ্জামান খান এবং জাপানের টোকিওতে বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব (প্রেস) ইমরানুল হাসান। এর আগে, ২০২৫ সালের ১৭ মার্চ ওই কর্মকর্তাদের বিদেশি মিশন থেকে প্রত্যাহারের প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। তবে ১৩ এপ্রিল একটি প্রজ্ঞাপনে তাদের অনুমতি দেওয়া হয় যে, মিশনে নতুন কর্মকর্তা নিয়োগ না হওয়া পর্যন্ত তারা বর্তমান কর্মস্থলে দায়িত্ব পালন করতে পারবেন। সর্বশেষ, গত ৭ জানুয়ারি জারি করা প্রজ্ঞাপনে আবার তাদের প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ইতোমধ্যে এসব মিশনে নতুন কর্মকর্তা নিয়োগ করা হয়েছে এবং তাদের অনুকূলে আর্থিক সরকারি আদেশ জারি করা হয়েছে। তাই বর্তমান প্রেক্ষাপটে চার কর্মকর্তাকে অবিলম্বে কর্মস্থল থেকে অব্যাহতি নিয়ে দেশে ফেরার জন্য অনুরোধ করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
বাংলাদেশ মিশনের ৪ প্রেস কর্মকর্তাকে দেশে ফেরার নির্দেশ
- আপলোড সময় : ১৪-০১-২০২৬ ০৮:১৮:৩০ অপরাহ্ন
- আপডেট সময় : ১৪-০১-২০২৬ ০৮:১৮:৩০ অপরাহ্ন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্টাফ রিপোর্টার