ঢাকা , শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬ , ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
গণভোট নিয়ে ফ্যাসিবাদীরা অপপ্রচার চালাচ্ছে-আলী রীয়াজ রাজনৈতিক ও নির্বাচনি পরিবেশ কলুষিত হয়ে পড়েছে : বদিউল আলম মজুমদার অন্তর্বর্তী সরকারের সময়েও উদ্বেগজনক হারে বাড়ছে খুন হদিস নেই জেল পালানো শত শত কারাবন্দির মাসে সাড়ে ৩ লাখ এনআইডির তথ্য বিক্রিতে আয় ১১ কোটি টাকা নীতিমালা, মূল্যবোধের কথা বলে উন্নয়ন চ্যালেঞ্জ মোকাবিলা সম্ভব নয় : ড. দেবপ্রিয় পোস্টাল ব্যালটে অনিয়ম নির্দিষ্ট দলের পক্ষপাতের অভিযোগ সালাহউদ্দিনের ইইউতে তৈরি পোশাকের বাজার হারাচ্ছে বাংলাদেশ শিক্ষার্থীদের অবরোধে জনজীবনে নাভিশ্বাস এগারো দলীয় জোটে অসন্তোষ চরমে আবারও শৈত্যপ্রবাহের কবলে দেশ, বাড়ছে শীতের তীব্রতা খাগড়াছড়িতে ২০৩ ভোট কেন্দ্রের মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ ৬৩ নোয়াখালীতে ২৫০০ কেজি জাটকা জব্দ, আটক ৬ লাইটার জাহাজের সংকট নিরসনে বিশেষ টাস্কফোর্স গঠন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আজ এসএসসি পরীক্ষা শুরু ২১ এপ্রিল হ্যাঁ ভোটে কী পাবেন, না ভোটে কী হারাবেন জানাবে সরকার এলপিজি গ্যাসের দখলে জ্বালানি বাজার অপারেশন ডেভিল হান্টে রাজধানীতে ৬৭ জন গ্রেফতার মানবতাবিরোধী অপরাধের মামলায় জিয়াউল আহসানের বিচার শুরু

ফরিদপুরে বিএনপি নেতার বক্তব্য ভিন্ন খাতে ব্যবহারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • আপলোড সময় : ১৩-০১-২০২৬ ০৯:৩৬:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০১-২০২৬ ০৯:৩৬:৩৭ অপরাহ্ন
ফরিদপুরে বিএনপি নেতার  বক্তব্য ভিন্ন খাতে ব্যবহারের প্রতিবাদে  সংবাদ সম্মেলন
ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর মেডিকেল কলেজে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ফরিদপুর মেডিকেল কলেজ শাখার উদ্যোগে আয়োজিত বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় অনুষ্ঠিত দোয়া অনুষ্ঠানে প্রদত্ত বক্তব্য ভিন্ন খাতে ব্যবহারের প্রতিবাদে সংবাদ সম্মেলন  অনুষ্ঠিত হয়েছে।

 মঙ্গলবার দুপুরে ‌ ফরিদপুর প্রেসক্লাবের হল রুমে ‌ আয়োজিত  এ সংবাদ সম্মেলনে ‌ ‌ বক্তব্য ‌ ‌ রাখেন ‌ ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক  সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল।

এ সময় তিনি সাংবাদিকদের বলেন,
 গত ১১ জানুয়ারি ২৬ ইং তারিখে ফরিদপুর মেডিকেল কলেজে আয়োজিত দোয়া অনুষ্ঠানে তার দেওয়া বক্তব্যটি সম্পূর্ণভাবে প্রচার করা হয়নি।
বরং বক্তব্যের কিছু খণ্ডিত অংশ প্রকাশ করা হয়েছে, যার ফলে বিষয়টি নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।
 তিনি  বলেন, ফরিদপুর মেডিকেল কলেজ বন্ধ করে দেওয়ার কথা তিনি কখনোই বলেননি। তার বক্তব্যকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে, যা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত।
ফরিদপুর মেডিকেল কলেজে সুস্থ ও গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে মেডিকেল কলেজে রাজনীতি উন্মুক্ত করার জন্য তিনি কলেজ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।

 এ সময় তিনি বিষয়টি সঠিকভাবে তুলে ধরতে গণমাধ্যমকর্মীদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন এবং বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার অনুরোধ জানান।

এ সময় আরো বক্তব্য রাখেন ‌ বিশিষ্ট চিকিৎসক ও‌ ড্যাবের ‌ ফরিদপুর সভাপতি ‌ ডাক্তার মোস্তাফিজুর রহমান শামীম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, বিএনপি নেতা ফাত্তাউল ইসলাম ।  বিএনপি  ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং ফরিদপুর প্রেসক্লাবের ‌ সদস্যবৃন্দরা এ সময়  উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য