লস অ্যাঞ্জেলেসের জাঁকজমকপূর্ণ ৮৩তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসে ইতিহাস রচনা করেছেন কিশোর অভিনেতা ওয়েন কুপার। জনপ্রিয় নেটফ্লিক্স সিরিজ ‘অ্যাডোলেসেন্স’-এ অনবদ্য অভিনয়ের স্বীকৃতিস্বরূপ তিনি সেরা সহ-অভিনেতা (টেলিভিশন) ক্যাটাগরিতে পুরস্কার জিতে গেছেন। মাত্র ১৬ বছর বয়সে এই সাফল্য অর্জন করে তিনি টেলিভিশনের ইতিহাসে সহ-অভিনেতা ক্যাটাগরির সর্বকনিষ্ঠ বিজয়ী হিসেবে নজির স্থাপন করলেন। সঞ্চালক নিকি গ্লেজারের উপস্থিতিতে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। ওয়েন কুপার মঞ্চে দাঁড়িয়ে আবেগাপ্লুত হয়ে বলেন, ‘এখানে দাঁড়িয়ে থাকা আমার জন্য এখনও অবিশ্বাস্য। আমরা এক দীর্ঘ ও রোমাঞ্চকর পথ পেরিয়ে এখানে এসেছি। যারা আমাদের পাশে ছিলেন, তাদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ।’ ওয়েন তার অভিনয় জীবনের শুরুর স্মৃতিও ভাগ করে নেন। তিনি বলেন, ‘স্কুলের ড্রামা ক্লাসে আমি একমাত্র ছেলে ছিলাম। তখন বিষয়টি বিব্রতকর মনে হতো। কিন্তু আজ সেই সহকর্মীদের কাছ থেকেই প্রতিনিয়ত শিখছি।’ ‘অ্যাডোলেসেন্স’-এ জেমি মিলার চরিত্রে তার অভিনয়কে বিশ্বজুড়ে প্রশংসিত করা হয়েছে। সিরিজটি কেবল ওয়েনকে পুরস্কারই এনে দেয়নি, সেরা লিমিটেড সিরিজ হিসেবে গোল্ডেন গ্লোব জয়ও করেছে। আগের বছর ৭৭তম এমি অ্যাওয়ার্ডসেও একই চরিত্রের জন্য তিনি সেরা সহ-অভিনেতার স্বীকৃতি পেয়েছিলেন। যুগের সবচেয়ে প্রতিভাবান এই কিশোর অভিনেতার অভিষেক ও সাফল্যকে অনেকেই ইতিমধ্যেই নতুন প্রজন্মের জেন-জি তারকা হিসেবে অভিহিত করছেন।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
গ্লোল্ডেন গ্লোবে ইতিহাস রচনা করলেন ওয়েন কুপার
- আপলোড সময় : ১৩-০১-২০২৬ ০৭:২৫:৫২ অপরাহ্ন
- আপডেট সময় : ১৩-০১-২০২৬ ০৭:২৫:৫২ অপরাহ্ন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিনোদন ডেস্ক