বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশনের ২০২৬-২০২৭ নির্বাচনে দৈনিক জনতার বীর মুক্তিযোদ্ধা মো. মতিউর রহমান তালুকদার সভাপতি এবং দৈনিক তথ্যধারার মো. খায়রুল ইসলাম মহাসচিব নির্বাচিত হয়েছেন। নির্বাচন পরিচালনা কমিটি-২০২৬-এর চেয়ারম্যান মো. আলমগীর হোসেন খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। কেন্দ্রীয় কার্যকরী পরিষদের নির্বাচনে ২০২৬ ও ২০২৭ সালের দুই বছরের জন্য ২৭ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় গত শনিবার তারা নির্বাচিত হয়েছেন।
জানা গেছে, বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশন ২০২৬/২০২৭ নির্বাচন (হোটেল সুপার, জয়কালি মন্দির) ঢাকায় অনুষ্ঠিত হয়। পরিষদের মোট ২৭টি (সাতাইশ) পদের বিপরীতে ২৭টি (সাতাইশ) মনোনয়নপত্র পাওয়া যায়। মনোনয়নপত্র যাচাই বাছাই পর্বে কোন পদে একের অধিক প্রার্থী না থাকায় এবং প্রাপ্ত মনোনয়নপত্রগুলি বৈধ পাওয়ায় মতিউর-খায়রুল পরিষদ বিনা-প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছে। ভোট গ্রহণের তারিখ ছিল গত ১০ জানুয়ারি ২০২৬। কেন্দ্রীয় কার্যকরী পরিষদের নির্বাচনে ২০২৬ ও ২০২৭ইং সালের (দুই বৎসরের) জন্য চূড়ান্তভাবে বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত সকল প্রার্থীর নাম অত্র প্রেস বিজ্ঞপ্তির সাথে সংযুক্ত করা হয় হলো।
বীর মুক্তিযোদ্ধা মো. মতিউর রহমান ভালুকদার সভাপতি (দৈনিক জনতা), মো. মেজবাহ উদ্দিন হেলাল-সহ-সভাপতি (দৈনিক নয়া দিগন্ত), মো. আলী আমজাদ মারুফ-সহ-সভাপতি (দৈনিক ইত্তেফাক, মো. হাবিবুর রহমান তালুকদার সহ-সভাপতি (সরাসরি), মো. দুলাল মল্লিক-সহ-সভাপতি (দৈনিক ইত্তেফাক), মো. খায়রুল ইসলাম-মহাসচিব (দৈনিক তথ্যধারা), মো. তানভির হোসাইন-যুগ্ম-মহাসচিব-(দৈনিক শুভ সকাল), মো. হাবিবুল্লাহ হাবিব-সহকারী মহাসচিব-(দৈনিক সংগ্রাম), আসাদুজ্জামান খান সহকারী মহাসচিব (দৈনিক ভোরের ডাক), মো. তরুন খন্দকার রাসেল-সাংগঠনিক সম্পাদক (দৈনিক ভোরের আকাশ), দেবেন্দ্রনাম মজুমদার-সহ-সাংগঠনিক সম্পাদক (দৈনিক বাংলাদেশ বুলেটিন), ইতি আক্তার- কোষাধ্যক্ষ (ডেইলী প্রেজেন্ট টাইমস), মো. ফেরদাউস খান-প্রচার সম্পাদক (সি ফিন্যানসিয়াল এক্সপ্রেস), খবির উদ্দিন পাটোয়ারী- দপ্তর সম্পাদক (হলিডে পোষ্ট), হেলাল উদ্দিন- আইন বিষয়ক সম্পাদক (দৈনিক খোলা কাগজ), মো. হাবিবুর রহমান-সাংস্কৃতিক সম্পাদক (সরাসরি), মিসেস আবিদা সুলতানা-মহিলা সম্পাদিকা (দৈনিক কালবেলা), হামিদুর রশিদ খান চঞ্চল- ট্রেড ইউনিয়ন সম্পাদক (দৈনিক আলোকিত বাংলাদেশ)।
কার্যনির্বাহী সদস্যগণ; মো. মাহবুব আলম-(দৈনিক সংবাদ), মো. সোহেল আহমদ (দৈনিক ইনকিলাব), মো. সাঈদ হাসান খান দৈনিক আজকালের খবর), মো. খবির উদ্দিন (দৈনিক করতোয়া), মো. আহসান উল্লাহ (দি ডেইলি ট্রাইব্যুনাল), মো. আতাউল করিম আজিম- (হলিডে পোষ্ট), মো. কাজী কামরুল আহসান (দৈনিক সংগ্রাম), মোজাম্মেল হাসান (শাহীন) (দৈনিক খবরের কাগজ), মো. রফিকুল ইসলাম (দৈনিক বাংলাদেশ জার্নাল)। দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের মহাসচিব জনাব জাহাঙ্গীর আলম প্রধান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: ওমর ফারুক জালাল, চীফ এডিটর দি ডেইলি প্রেজেন্ট টাইমস ও জনাব ইমাম হোসাইন - ম্যানেজিং ডিরক্টর- প্যারাডাইস সাইন্টিফিক কোং লি: এবং মোহাম্মদ আলী খান, এডমিন বাসস। সভাপতিত্ব করেন বাংলাদেশ সংবাদপত্র (গণমাধ্যমে) কর্মচারি ফেডারেশন- এর সভাপতি জনাব বীর মুক্তিযোদ্ধা মো. মতিউর রহমান তালুকদার। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের মহাসচিব মো. খায়রুল ইসলাম। তিন সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ছিলেন বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজপেপার প্রেস ওয়ার্কার্স-এর সভাপতি আলমগীর হোসেন খান, সদস্য সচিব এ্যাডভোকেট আনোয়ার হোসেন ও সদস্য হিসেবে ছিলেন বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজপেপার প্রেস ওয়ার্কাস-এর মহাসচিব জনাব মোশতাক আহমদ।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশনের সভাপতি মতিউর মহাসচিব খায়রুল নির্বাচিত
- আপলোড সময় : ১২-০১-২০২৬ ১০:০৬:১৫ অপরাহ্ন
- আপডেট সময় : ১২-০১-২০২৬ ১০:০৬:১৫ অপরাহ্ন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্টাফ রিপোর্টার