গাজীপুর থেকে মো. জসিম উদ্দিন
গাজীপুরের টঙ্গীতে আব্দুল্লাহ আল মামুন ওরফে মামুন রতন (৩০) নামে এক যুবককে একটি বিদেশে পিস্তল ও একটি ম্যাগাজিনসহ গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার মামুন লালমনিরহাট সদরের খুটামারী গ্রামের মৃত আবেদ হোসেনের ছেলে। সে স্থানীয় মরকুন পশ্চিম পাড়া মীরার বাড়িতে ভাড়া থাকতো। গতকাল রোববার বেলা দুইটায় টঙ্গী পূর্ব থানার কনফারেন্স হলরুমে সংবাদ সম্মেলন করে গাজীপুর মেট্রোপলিটন অপরাধ দক্ষিণ বিভাগের উপ-কমিশনার মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ এই তথ্য নিশ্চিত করেন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ কমিশনার মাহিদুল ইসলাম, টঙ্গী পূর্ব থানার ওসি মেহেদী হাসান।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই তুহিন ও রুহুল আমিন সঙ্গীয় ফোর্স নিয়ে ওই এলাকার মীরার বাড়িতে অভিযান চালিয়ে প্রথমে মামুনকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে আজ ভোররাতে টঙ্গী পূর্ব আরিচপুর এলাকার সাবেক কাউন্সিলর রিপনের বাড়ির ভাড়াটিয়া সুজনের ভাড়াকৃত কক্ষের ভিতরে সিলিং এর উপর হতে একটি বিদেশী পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata